বিশ্ব ফুটবলের অন্যতম সেরা লিগ বলা হয় ইংলিশ প্রিমিয়ার লিগকে। সেই প্রতিযোগিতার সাবেক চ্যাম্পিয়ন লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় দলে খেলার অনুমতি পেয়েছেন। তাঁর অপেক্ষায় পুরো দেশ। ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে লাল-সবুজের জার্সিতে অভিষেক হওয়ার সম্ভাবনা আছে হামজার।

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, লেস্টারের মতো বড় ক্লাবে যে অত্যাধুনিক সুযোগ-সুবিধা পান হামজা, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেটা তাঁকে দিতে পারবে কিনা? জানা গেছে, ওই ক্লাবে ১৭ জনের মতো নাকি ফিজিও আছেন। ইউরোপের উন্নত জীবন, আধুনিক মাঠ, হাই প্রোফাইল কোচ, নিউট্রিশন, থাকার ব্যবস্থা; লেস্টারে গত ২০ বছর ধরে তা পেয়ে আসা হামজাকে বাফুফে কতটা দিতে পারবে, তা নিয়ে চলছে আলোচনা। 

বুধবার লন্ডন থেকে আড়াই ঘণ্টা জার্নি করে লেস্টার সিটির হোমগ্রাউন্ড কিং পাওয়ার স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়া বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে দুই ঘণ্টার সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের ফুটবল সম্পর্কে অনেক কিছুই জানতে চেয়েছেন হামজা চৌধুরী। খোলামেলা আলোচনায় বাংলাদেশের ফুটবলারদের খাবারের মান, ম্যাচের সময় প্লেয়াররা কোথায় থাকেন, কোথায় অনুশীলন করেন, ফুটবলারদের ইনজুরি প্রতিরোধের ব্যবস্থাসহ আরও অনেক বিষয়ে তাবিথ আউয়ালের কাছে জানতে চান লেস্টার সিটির এ তারকা। 

সেখানে থাকা বাফুফের নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ বৃহস্পতিবার সমকালের কাছে তাবিথ ও হামজার আলোচনার এই বিষয়গুলো তুলে ধরেন। বাফুফে সভাপতিও সাধ্যের মধ্যে সবটুকু করার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে তিনি। 

লন্ডন থেকে লেস্টার সিটির হোম গ্রাউন্ড কিং পাওয়ার স্টেডিয়াম যেতে সড়ক পথে সময় লাগে আড়াই ঘণ্টার মতো। হামজার আমন্ত্রণে বুধবার প্রিমিয়ার লিগে লেস্টার ও ক্রিস্টাল প্যালেসের ম্যাচ দেখতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যান তাবিথ আউয়াল। গ্যালারির প্লেয়ার লাউঞ্জে বসে ভিআইপি ব্যবস্থায় হামজার বাবা-মায়ের সঙ্গে বসে খেলা দেখেছেন বাফুফে সভাপতি। প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে অবশ্য মাঠে নামা হয়নি হামজার। তাঁর দল হারে ২-০ গোলে। ম্যাচ শেষে স্থানীয় একটি রেস্তোরাঁয় তাবিথ আউয়ালের জন্য নৈশভোজের ব্যবস্থা করেন হামজা নিজেই। সেখানে ছিলেন হামজার বাবা-মা। ছিলেন বাফুফের নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ।

এই সময়ে আলোচনার মূলেই ছিল ফুটবল। কবে নাগাদ জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারবেন লিস্টার সিটির এ ডিফেন্ডার, তা নিয়েও কথা হয়েছে। সেটা অবশ্য হামজা এবং তাঁর ক্লাবের ওপরই ছেড়ে দিয়েছেন দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান।

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগে ২০ দিনের জন্য সৌদি আরবে ক্যাম্প করবে হ্যাভিয়ের ক্যাবরেরার দল। ম্যাচের আগে দলের সঙ্গে মানিয়ে নিতে মধ্যপ্রাচ্যের দেশটিতে ক্যাম্পে হামজাকে রাখতে চায় ফেডারেশন। সেটা কতটা বাস্তবে রূপান্তর করা যাবে, তা সময়ই বলে দেবে। তবে ফিফার নিয়ম অনুযায়ী কোনো দেশের ফুটবলার ম্যাচের ৭২ ঘণ্টা আগে ক্লাব থেকে ছাড়পত্র পান। সেটা হলে হামজার জন্য সৌদি ক্যাম্পে যোগ দেওয়াটা কঠিন। তখন হয়তো সম্ভাব্য ভেন্যু শিলংয়ে গিয়ে সতীর্থদের সঙ্গে যোগ দেবেন হামজা। 

আবার হামজাকে ইংল্যান্ডের দ্বিতীয় সারির লিগে খেলা শেফিল্ড ইউনাইটেডে ধারে দেওয়ার চিন্তা করছে লেস্টার। দু’পক্ষ সমঝোতায় এলে হয়তো সৌদির ক্যাম্পে তপু বর্মণ-শেখ মোরসালিনদের সঙ্গী হতে পারবেন তিনি। যেহেতু মার্চের ফিফা উইন্ডো ৮ দিনের মতো; ১৭-২৫ তারিখ পর্যন্ত, সেহেতু এই সময় বিভিন্ন দেশ বেশ কয়েকটি ম্যাচ খেলবে। তাই ক্লাবগুলোও ১৪ মার্চের মধ্যে তাদের ফুটবলারদের ছেড়ে দেবে। এই হিসাব করলে আর হামজার সম্ভাব্য নতুন গন্তব্য শেফিল্ড ইউনাইটেড রাজি হলে সৌদি আরবে জাতীয় দলের ক্যাম্পে হামজার যোগ দেওয়াটা সম্ভব।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ত ব থ আওয় ল দ শ র ফ টবল র ফ টবল র ব যবস থ

এছাড়াও পড়ুন:

অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে, দুই বন্ধু নিহত

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার বনশ্রীর এফ ব্লক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিন মতিঝিলের ফকিরাপুল মোড়ে প্রাইভেট কারের চাপায় আব্দুল মতিন (৩৬) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ ছাড়া পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন প্রাণ হারিয়েছেন।

বনশ্রীতে নিহত দু’জন হলেন– আব্দুল্লাহ আল নোমান (২১) ও পাভেল মিয়া (২০)। নোমানের মামা আব্দুল হামিদ জানান, নিহতরা পরস্পর বন্ধু। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ঢাকায় ঘুরতে যাওয়ার সময় দু’জন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তারা রূপগঞ্জের নামারমুসুরি এলাকায় থাকতেন। নোমান মুড়াপাড়া ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। পাভেল তেমন কিছুই করতেন না। এ ঘটনায় নোমানের পরিবারের পক্ষ থেকে সড়ক নিরাপত্তা আইনে খিলগাঁও থানায় মামলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল চালক টিপু সুলতান বলেন, সড়কটি যানবাহনে ঠাসা ছিল। এ কারণে গাড়ি চলছিল ধীরগতিতে। হঠাৎ একটি ব্যাটারিচালিত অটোরিকশা পাশ থেকে এসে নোমানের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে দু’জন সড়কের ওপর ছিটকে পড়েন। পরে মিয়ামি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। নোমান ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল আরোহী পাভেলকে গুরুতর আহত অবস্থায় ফরাজী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন জানান, বাসটি জব্দ করা হয়েছে। চালক ও তার সহকারী পালিয়ে গেছে। অটোরিকশা চালককেও আটক করা যায়নি। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ফকিরাপুল মোড়ে প্রাইভেটকারের চাপায় প্রাণ হারান রিকশাচালক আব্দুল মতিন। তাঁর বাড়ি রংপুরে। তিনি মুগদার মাণ্ডা এলাকায় একটি রিকশার গ্যারেজে থাকতেন। মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) মোহাইমিনুল ইসলাম জানান, প্রাইভেটকারের চালক আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাইভেটকার জব্দ করা হয়েছে। ময়নাতন্ত শেষে পরিবারের কাছে মতিনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এদিকে মঙ্গলবার রাতে বিমানবন্দর থানার সিভিল এভিয়েশন কোয়ার্টার গেটের (সি-টাইপ) সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর। বিমানবন্দর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

সড়কে ঝরল আরও ছয় প্রাণ
খুলনার ডুমুরিয়ায় তেলবাহী লরির চাপায় দুই নারী নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার আটলিয়া ইউনিয়নের নরনিয়া মহিলা মাদ্রাসার কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– রোকেয়া বেগম (৫৫) ও রশিদা বেগম (৪৫)।

গতকাল সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে সেলফি পরিবহনের বাসের ধাক্কায় শামসুল হক নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি গাজীপুরের শ্রীপুরে গণস্বাস্থ্য উপকেন্দ্রের নিরাপত্তাকর্মী ছিলেন। সাভার থেকে অবসরের পাওনাদি নিয়ে ফেরার পথে তিনি প্রাণ হারান। শামসুলের বাড়ি চাঁদপুরে। ঘটনার পর গণস্বাস্থ্য মেডিকেল কলেজের শিক্ষার্থী ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মচারীরা সেলফি পরিবহনের পাঁচটি বাস আটক করেন।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নয়ন মিয়া (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। গতকাল বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়নের রতনদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ার দৌলতপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শান্ত ইসলাম (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। শান্ত মথুরাপুর পশ্চিমপাড়া গ্রামের রিপন মণ্ডলের ছেলে। 

রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী বাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে স্বপন শীল নামে এক স্যালুন ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল ছেলের বিয়ের অনুষ্ঠানের নিমন্ত্রণপত্র বিলি করতে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

সম্পর্কিত নিবন্ধ