ছয় মাসে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা থেকে জব্দ করা ৭ কোটি ৪২ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জে বিজিবি-৫৫ ব্যাটালিয়ন ক্যাম্পে এসব মাদক ধ্বংস করা হয়।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. তানজিলুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল—২৪ হাজার ৭৫৬ বোতল বিদেশি মদ, ৩৬ লিটার বাংলা মদ, ৩ হাজার ৪৪৮ বোতল ফেনসিডিল, ৯ হাজার ৭৫৫ কেজি গাঁজা, ২ হাজার ৮৮১টি ইয়াবা ট্যাবলেট, ১ হাজার ২৫টি বিয়ার ক্যান, ৮৯৮ বোতল ইস্কপ সিরাপ এবং ২০ প্যাকেট বিড়ি।  
মাদকদ্রব্য ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম, বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো.

তানজিলুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাজিদুর রহমান ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হরিপদ দাস।

লেফট্যানেন্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানিয়েছেন, ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার সীমান্ত থেকে এসব মাদক জব্দ করা হয়। মাদক কারবারিদের কাছে এগুলোর বাজারমূল্য ৭ কোটি ৪২ লাখ ৩৬ হাজার ৩০০ টাকা। আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসব মাদকদ্রব্য প্রকাশ্যে ধ্বংস করা হয়েছে।

ঢাকা/মামুন/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ধ ব স কর র রহম ন

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ