আওয়ামী লীগের পতনের পর গত সাড়ে পাঁচ মাসে সারাদেশে ৪০টি মাজার ও দরগায় অন্তত ৪৪ বার হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ২৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশের বরাত দিয়ে গতকাল শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, হামলাকারীরা মাজার ও দরগা ভাঙচুর, ভক্তদের মারধর, সম্পদ লুট ও অগ্নিসংযোগ করেছে। সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ১৭টি হামলার রিপোর্ট হয়েছে। এর পর চট্টগ্রাম বিভাগে ১০ ও ময়মনসিংহে সাতবার হামলা হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ বিভাগের শেরপুরের একটি মাজারে দুর্বৃত্তরা চারবার হামলা চালিয়েছে।
প্রেস উইংয়ের ভাষ্য, সব ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৫টি নিয়মিত মামলা ও থানায় ২৯টি জিডি হয়েছে। দুটি নিয়মিত মামলায় অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে। বাকি ১৩টি নিয়মিত মামলা ও ২৯ জিডির তদন্ত চলমান।
প্রতিবেদনে বলা হয়, মাজার ও দরগার নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সব ধরনের ব্যবস্থা নিয়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ দিতে অনুরোধ করেছে পুলিশ। স্থানীয়ভাবে সমস্যার সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে শান্তি বৈঠকের আয়োজন করা হয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণ ও ইসলামিক নেতাদের অংশগ্রহণে সচেতনতা কর্মসূচি চালানো হচ্ছে।
অন্তর্বর্তী সরকার মাজার ও দরগায় যে কোনো হামলার বিষয়ে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করছে। সব পুলিশ ইউনিটকে ঘটনাগুলোর তদন্ত কঠোরভাবে চালানো ও জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। সরকার মাজার ও দরগার নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।