নিরলস অধ্যয়নে মেডিকেলে ভর্তিতে দেশসেরা সুশোভন
Published: 19th, January 2025 GMT
কোনো প্রাইভেট শিক্ষক বা কোচিং না করে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় দেশসেরা হয়েছেন খুলনার সুশোভন বাছাড়। মূলত স্কুলশিক্ষক বাবার গাইডলাইন এবং বাসায় বসে বিভিন্ন ধরনের বইপত্র নিরলস অধ্যয়ন করে সুশোভন এ সাফল্য অর্জন করেছেন বলে জানিয়েছেন তার বাবা সুভাষচন্দ্র বাছাড়। সন্তানের এ সাফল্যে বিস্মিত এবং আবেগ আপ্লুত তিনি।
দেশসেরা সুশোভন বাছাড় খুলনা নগরীর বয়রা আজিজের মোড় এলাকার সুভাষচন্দ্র বাছাড়ের একমাত্র সন্তান। তার মা গৃহিণী।
বাবা সুভাষচন্দ্র বাছাড় রবিবার (১৯ জানুয়ারি) রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাইজিংবিডি-কে জানান, তিনি বিকেল ৫টার দিকে অনলাইনে তার সন্তানের মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফল জানতে পারেন। এ সময় মেরিট লিস্টে তার ছেলের নাম এক নম্বরে থাকায় তিনি অনেকটা বিস্মিত হন। একইসঙ্গে আবেগ আপ্লুতও হন। প্রথম দিকে বিশ্বাস করতে না পারলেও বারবার যাচাই করে নিশ্চিত হন।
আরো পড়ুন:
ছাত্রাবাসে সিট পেতে লাগবে ডোপ টেস্ট সনদ
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে স্মারকলিপি প্রদান
সুভাষচন্দ্র বাছাড় জানান, তিনি খুলনা মহানগরীর টিএন্ডটি স্কুলের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। সুশোভন বাছাড় তার একমাত্র সন্তান। সুশোভন তারই স্কুলে ক্লাস ওয়ান থেকে এসএসসি পর্যন্ত লেখাপড়া করেছে। প্রতি শ্রেণিতে প্রথম স্থান এবং বৃত্তি লাভ করে। একইসঙ্গে এসএসসি পরীক্ষায়ও জিপিএ ৫ অর্জন করে। সর্বশেষ খুলনার সরকারি মডেল স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ হয় কৃতিত্বের সঙ্গে। এরপর মেডিকেলে ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
বাবা সুভাষচন্দ্র বাছাড় জানান, স্কুল জীবন থেকে এ পর্যন্ত তার সন্তানকে কোচিংয়ে পড়াতে হয়নি। এমনকি, বাসায় কোনো প্রাইভেট শিক্ষকও ছিল না। বাবা হিসেবে তিনিই তাকে গাইড করেছেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ের বেশি বেশি বই কিনে দিয়েছেন। আর সন্তানও স্কুল-কলেজে শ্রেণিকক্ষে কম উপস্থিত না থাকলেও বাসায় বসে অধিক সময় এবং নিরলস অধ্যয়ন করেছে। তাতেই সাফল্য এসেছে।
তিনি আরো জানান, ছেলে দেশসেরা হবেন এটা তার প্রত্যাশায় ছিল না। তবে তার মেডিকেলে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৯০ এর বেশি হবে বলে ধারণা করছিলেন। সেখানে সুশোভন ৯০ দশমিক ৭৫ নম্বর অর্জন করেছে।
একজন অভিভাবক হিসেবে সন্তানের সাফল্যে সুভাষচন্দ্র বাছাড় গর্বিত এবং উচ্ছ্বসিত। এর পেছনে কঠোর অধ্যবসায় কাজ করেছে বলে উল্লেখ করেন তিনি। অন্য শিক্ষার্থীদের বিষয়ে তিনি পরামর্শ দেন, নিরলস পরিশ্রম এবং বেশি বেশি বই পড়লে সাফল্য আসবেই, যার দৃষ্টান্ত তার সন্তান সুশোভন বাছাড়।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ১৯টি কেন্দ্রের একাধিক ভেন্যুতে এ পরীক্ষা হয়।
এ বছর আবেদন জমা পড়ে ১ লাখ ৩৫ হাজার ২৬১টি। কোটাসহ মেডিকেল কলেজে মোট আসন ৫ হাজার ৩৮০টি। এ হিসাবে একটি আসনের জন্য ২৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ভর্তি পরীক্ষায় ফলাফলে ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হয়েছেন। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন সুশোভন বাছাড়। দ্বিতীয় স্থান অর্জন করেছেন সানজিদ অপূর্ব বিন সিরাজ নামের এক শিক্ষার্থী এবং তৃতীয় স্থান অধিকার করেছেন শেখ তাসনিম ফেরদৌস। রবিবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
ঢাকা/নুরুজ্জামান/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম ড ক ল কল জ ন কর ছ স ফল য কর ছ ন পর ক ষ
এছাড়াও পড়ুন:
কোস্টগার্ডে রাজস্ব খাতে নিয়োগ, ২৭ পদে আবেদন শুধু অনলাইনে
বাংলাদেশ কোস্টগার্ড অসামরিক জনবল নিয়োগ দেবে। রাজস্ব খাতভুক্ত এসব শূন্য পদে বিধিমোতাবেক সরাসরি নিয়োগের জন্য শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। অনলাইন (Online) ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরু হয়েছে আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে।
পদের নাম ও বর্ণনা—
১. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
গ্রেড: ১৩
বেতনস্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা
২. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
গ্রেড: ১৪
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা
৩. ইউডিএ/কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩
গ্রেড: ১৪
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা
৪. ধর্মীয় শিক্ষক
পদসংখ্যা: ১
গ্রেড: ১৪
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত মাদ্রাসা বোর্ড থেকে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা; হাফেজ বা কারিগণকে অগ্রাধিকার দেওয়া হবে এবং সুললিত কণ্ঠের অধিকারী হতে হবে।
৫. অটোমেকানিক
পদসংখ্যা: ২
গ্রেড: ১৪
বেতনস্কেল: ১০২০০-২৪৬৮০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় অন্যূন ২য় বিভাগে উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ১ (এক) বছর মেয়াদি অন্যূন ২য় শ্রেণির ট্রেড কোর্স সনদপ্রাপ্ত।
৭ বৃত্তিতে বিদেশে পড়াশোনা, আবেদনের সুযোগ ২ দিন৪০৪ পদে সরকারি চাকরি, আবেদন শেষ আগামীকাল৬. ড্রাইভার
পদসংখ্যা: ১৩
গ্রেড: ১৫
বেতনস্কেল: ৯৭০০-২৩৪৯০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতাসম্পন্ন চালকেরা অগ্রাধিকার পাবেন।
৭. ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ১
গ্রেড: ১৬
বেতনস্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় অন্যূন ২য় বিভাগে উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটো ইলেকট্রিশিয়ান সনদপ্রাপ্ত।
এআই/প্রথম আলো