আগেই জানা গিয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক হবেন ঋভষ পন্ত। অবশেষে আজ সোমবার (২০ জানুয়ারি, ২০২৪) আনুষ্ঠানিকভাবে লক্ষ্ণৌর অধিনায়ক হিসেবে পন্তকে পরিচয় করিয়ে দেওয়া হলো। ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্ব পেয়ে হার্ড হিটার এই ব্যাটসম্যান জানিয়েছেন, তিনি ২০০ শতাংশ দিতে প্রস্তুত।

‘‘আমার প্রতি বিশ্বাস ও আস্থা দেখানোর জন্য লক্ষ্ণৌ সুপার জায়ান্টস পরিবারের প্রতি ধন্যবাদ। আমি ২০০ শতাংশ দিয়ে চেষ্টা করব এবং এটাই আমার প্রতিশ্রুতি আপনাদের প্রতি। আপনারা আমার প্রতি যে আস্থা দেখিয়েছেন আমি আমার সামর্থের সবটুকু দিয়ে সেটার মান রাখার চেষ্টা করব। নতুন শক্তিতে নতুন শুরুর অপেক্ষায়। আশা করছি দারুণ কিছু হবে। অনেক মজা হবে।’’

মৌসুমপূর্ব নিলামে রেকর্ড ২৭ কোটি রূপিতে পন্তকে দলে ভিড়িয়েছিল লক্ষ্ণৌ। তার আগে শুরুর তিন মৌসুমে লক্ষ্ণৌর অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। তার জায়গায় ২০২৫ আইপিএলে নেতৃত্ব দিবেন পন্ত।

আরো পড়ুন:

বাবাকে সাড়ে ৪ লাখ টাকার বাইক কিনে দিলেন রিংকু

অধিনায়ক বদলের পর একশও করতে পারেনি রাজশাহী

২০১৬ সাল থেকে দিল্ল ক্যাপিটালসের সঙ্গে ছিলেন পন্ত। এবার তিনি ফ্র্যাঞ্চাইজি বদল করে লক্ষ্ণৌতে যোগ দিয়েছেন। লক্ষ্ণৌ এর আগে দুইবার প্লে’অফ খেলেছিল। সবশেষ ২০২৪ সালে তারা প্লে’অফে জায়গা করে নিতে পারেনি। ১৪ ম্যাচের ৭টিতে জিতে ও ৭টিতে হেরে তারা ছিল পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে।

২১ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে লক্ষ্ণৌ। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

প্রাইম ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ফলে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা নগদ লভ্যাংশ পাবেন শেয়ারহোল্ডারা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের (জানুয়ারি-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে রবিবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

তথ্য মতে, ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ জুলাই ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ প্রদানে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ জুন।

সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.০৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ২.৪৩ টাকা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১.৭৯ টাকা।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্যসীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • ১ লাখ ৫০ হাজার কোটি টাকা ৫ বছরে, অস্ট্রেলিয়ার বিনোদন বাজার বাড়ছে
  • জ্বালানি তেলের দাম কমল লিটারে ১ টাকা
  • আইন সংশোধন করে কি ঠেকানো যাবে ইন্টারনেট বন্ধ
  • ম্যারিকোর ১ হাজার ৯৫০ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা
  • অর্থনীতির আকারে এশিয়ার মধ্যে বাংলাদেশ দশম
  • ইউনাইটেড ফাইন্যান্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • সিটি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
  • সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • অগ্রণী ইন্স্যুরেন্সের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • প্রাইম ইন্স্যুরেন্সের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা