আগেই জানা গিয়েছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক হবেন ঋভষ পন্ত। অবশেষে আজ সোমবার (২০ জানুয়ারি, ২০২৪) আনুষ্ঠানিকভাবে লক্ষ্ণৌর অধিনায়ক হিসেবে পন্তকে পরিচয় করিয়ে দেওয়া হলো। ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়কত্ব পেয়ে হার্ড হিটার এই ব্যাটসম্যান জানিয়েছেন, তিনি ২০০ শতাংশ দিতে প্রস্তুত।

‘‘আমার প্রতি বিশ্বাস ও আস্থা দেখানোর জন্য লক্ষ্ণৌ সুপার জায়ান্টস পরিবারের প্রতি ধন্যবাদ। আমি ২০০ শতাংশ দিয়ে চেষ্টা করব এবং এটাই আমার প্রতিশ্রুতি আপনাদের প্রতি। আপনারা আমার প্রতি যে আস্থা দেখিয়েছেন আমি আমার সামর্থের সবটুকু দিয়ে সেটার মান রাখার চেষ্টা করব। নতুন শক্তিতে নতুন শুরুর অপেক্ষায়। আশা করছি দারুণ কিছু হবে। অনেক মজা হবে।’’

মৌসুমপূর্ব নিলামে রেকর্ড ২৭ কোটি রূপিতে পন্তকে দলে ভিড়িয়েছিল লক্ষ্ণৌ। তার আগে শুরুর তিন মৌসুমে লক্ষ্ণৌর অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। তার জায়গায় ২০২৫ আইপিএলে নেতৃত্ব দিবেন পন্ত।

আরো পড়ুন:

বাবাকে সাড়ে ৪ লাখ টাকার বাইক কিনে দিলেন রিংকু

অধিনায়ক বদলের পর একশও করতে পারেনি রাজশাহী

২০১৬ সাল থেকে দিল্ল ক্যাপিটালসের সঙ্গে ছিলেন পন্ত। এবার তিনি ফ্র্যাঞ্চাইজি বদল করে লক্ষ্ণৌতে যোগ দিয়েছেন। লক্ষ্ণৌ এর আগে দুইবার প্লে’অফ খেলেছিল। সবশেষ ২০২৪ সালে তারা প্লে’অফে জায়গা করে নিতে পারেনি। ১৪ ম্যাচের ৭টিতে জিতে ও ৭টিতে হেরে তারা ছিল পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে।

২১ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে লক্ষ্ণৌ। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দ্বিতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে। এপ্রিল–জুন প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। গত বছরের একই সময় যা ছিল ১ টাকা ২৫ পয়সা।

এ ছাড়া বছরের প্রথম ছয় মাসেও ব্র্যাক ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে। বছরের প্রথম ছয় মাসে ব্র্যাক ব্যাংকের শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৫৬ পয়সা। আগের বছর যা ছিল ২ টাকা ৬২ পয়সা, অর্থাৎ বছরের প্রথম ছয় মাসে ব্র্যাক ব্যাংকের আর্থিক পরিস্থিতির উন্নতি হয়েছে। মূলত ব্যাংকের বিনিয়োগ ও সুদ আয় বৃদ্ধির কারণে ইপিএস বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেওয়া এক ঘোষণায় এসব তথ্য পাওয়া গেছে। ওয়েবসাইটের তথ্যানুসারে, জানুয়ারি-জুন সময়ে শেয়ারপ্রতি নিট নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ২৪ পয়সা, আগের বছর যা ছিল ৩০ টাকা ৯৯ পয়সা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আমানত সংগ্রহ ও ব্যাংকঋণ বৃদ্ধির কারণে নগদ প্রবাহ বেড়েছে। তবে আগের বছরের তুলনায় ঋণ বিতরণে কিছুটা ধীরগতি দেখা গেছে।

অন্যদিকে ৩০ জুন ২০২৫ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদের মূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ৪২ টাকা ৬০ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর যা ছিল ৩৯ টাকা ৩৮ পয়সা। নিট মুনাফা ও সরকারি সিকিউরিটিজের পুনর্মূল্যায়নের ফলে এ বৃদ্ধি হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

২০২৪ সালের জন্য ব্র্যাক ব্যাংকের শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ১২ দশমিক ৫ শতাংশ স্টক। ২০২৪ সালে ব্র্যাক ব্যাংক সমন্বিতভাবে আগের বছরের তুলনায় ৭৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে। ফলে তাদের কর-পরবর্তী নিট মুনাফা (এনপিএটি) হয়েছে ১ হাজার ৪৩২ কোটি টাকা, ২০২৩ সালে যা ছিল ৮২৮ কোটি টাকা। একক ভিত্তিতে কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ কোটি টাকা, যেখানে আগের বছরের ৭৩০ কোটি টাকার তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৬৬ শতাংশ।

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাইয়ের ৩০ দিনে রেমিট্যান্স ২৩৬ কোটি ডলার ছাড়িয়েছে
  • নির্বাচনের রোডম্যাপে কবে যাত্রা শুরু করবে বাংলাদেশ
  • ভারতের ৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
  • এ দেশে খুচরা ব্যাংকিং বন্ধ করে দিচ্ছে এইচএসবিসি
  • রাবিপ্রবির ১০ শিক্ষার্থীর সনদ-ছাত্রত্ব বাতিল
  • জন্মহার বাড়াতে চীনের নতুন উদ্যোগ, শিশুদের জন্য মা-বাবা পাবেন ভাতা
  • সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • ‘রাষ্ট্রীয় শোক’ প্রত্যাখ্যান
  • জাতিসংঘ স্থায়ী মিশনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিশেষ অনুষ্ঠান
  • দ্বিতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে