১২ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Published: 20th, January 2025 GMT
নারায়ণগঞ্জে একটি টেক্সটাইল কারখানার শ্রমিকরা ১২ দফা দাবিতে সড়ক অবরোধ করেন। সোমবার দুপুরে পুলিশ লাইন্সের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
শহরের পশ্চিম ইসদাইর মালঞ্চনগর এলাকার আরএন নিট টেক্সটাইলের শ্রমিকরা এ অবরোধ করে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শ্রমিক মুক্তার আহমেদ ও জাহানারা জানান, কাজকর্ম ঠিকমতো না হওয়ায় মিরন নামের এক শ্রমিককে কয়েক দিন আগে মালিকপক্ষ ছাঁটাই করে। শনিবার কারখানায় মিরনের সঙ্গের লোকজন বলতে থাকেন, মিরনকে জোর করে ছাঁটাই করা হয়েছে এবং তাঁকে আটকে রাখা হয়েছে। এক পর্যায়ে তারা কারখানার প্রোডাকশন ম্যানেজার (পিএম) রিপন ও তৃতীয় তলার সুইং ইনচার্জ আশিকসহ কয়েকজন শ্রমিকের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। তারা সুইং ফ্লোরের বুয়াকে পিটিয়ে হাত ভেঙে দেয়। এর জেরে রোববার মালিকপক্ষ সিসি ক্যামেরা দেখে ৫৭ জন শ্রমিককে চিহ্নিত করে শোকজ নোটিশ দেয়। পরে গার্মেন্ট বন্ধ করে দিয়ে ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করে।
শ্রমিকরা জানান, এসব ঘটনার ধারাবাহিকতায় গতকাল দুপুর ১২টার দিকে আরএন নিট টেক্সটাইল থেকে মিছিল নিয়ে শতাধিক শ্রমিক পুলিশ লাইনের সামনে এসে রাস্তা অবরোধ করেন। তারা এ সময় ১২ দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে– সব শ্রমিকের বার্ষিক ইনক্রিমেন্ট ৯ শতাংশ বৃদ্ধি, বার্ষিক অর্জিত ছুটির টাকা দেওয়া, হাজিরা বোনাস পাঁচশ টাকা করা, সরকার ঘোষিত ন্যূনতম বেতন ১২ হাজার ৫০০ টাকা দেওয়া, ইস্তফা দিলে শ্রম আইন অনুযায়ী সার্ভিস বেনিফিট, মাতৃত্বকালীন ছুটি, প্রোডাকশন শ্রমিকদের ৬টার পর কাজ করলে ওভার টাইমের দ্বিগুণ মজুরি, দুটি বেসিকের সমপরিমাণ ঈদ বোনাস, অবিলম্বে প্রোডাকশন ম্যানেজার (পিএম) রিপন ও তৃতীয় তলার সুইং ইনচার্জ আশিককে চাকরি থেকে অপসারণ ও বহিরাগত সন্ত্রাসীসহ পুলিশ দিয়ে হয়রানি বন্ধ করা।
সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশ, ফতুল্লা থানা পুলিশ, র্যাব, বিজিবি ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে
আসেন। তারা দুপুর ১টার দিকে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দেন।
আন্দোলনের নেতৃত্ব দেওয়া গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক
সাইফুল ইসলাম বলেন, ১২ দফা দাবিতে তারা আন্দোলন করছি। তবে গার্মেন্টে কোনো বিশৃঙ্খলা তারা সমর্থন করেন না।
আরএন নিট টেক্সটাইলের পরিচালক আব্দুল্লাহ আল নোমান বলেন, একজনের ছাঁটাইয়ের ঘটনা নিয়ে তাঁর সমর্থকরা পিএম, জিএম, সুইং ইনচার্জসহ অপর শ্রমিকের ওপর হামলা চালায়। সিসি ক্যামেরা দেখে তারা প্রথমে ৫৭ জন শ্রমিককে চিহ্নিত করেছিলেন। পরে ৪১ জনকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এই ৪১ জনকে শ্রম আইন অনুযায়ী সব পাওনা শোধ করে ছাঁটাই করবেন। এ জন্য তারা সড়ক অবরোধ করেছেন। (আজ) মঙ্গলবার তারা গার্মেন্ট খুলবেন।
নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক (ইন্টেলিজেন্স) সেলিম বাদশা জানান, শ্রমিকরা ১২ দফা দাবিতে ও তাদের ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে। শিল্প পুলিশ, জেলা প্রশাসন ও জেলা পুলিশ মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: অবর ধ ন র য়ণগঞ জ সড়ক অবর ধ
এছাড়াও পড়ুন:
সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির ২০২৪ -২০২৬ প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সংগঠনের সভাপতি ধীমান সাহা জুয়েলে’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশু আশরাফুলের সঞ্চালনায় আলী আহমদ চুনকা নগর পাঠাগারে প্রানবন্ত এবং আনন্দমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উক্ত কমিটির ভবিষ্যৎ কার্যক্রমের বিভিন্ন বিষয়ে সম্পর্কে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়সমূহের মধ্যে যে সকল সিন্ধান্ত সমূহ গৃহীত হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো জেলা কমিটির সদস্য সংগ্রহ,উপজেলা কমিটি গঠন,আঞ্চলিক সমস্যার মধ্যে যানজট নিরসন, জলাবদ্ধতা নিরসন,শব্দ দূষণ, বায়ু দূষণ ও নদী দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করা সহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
সুজন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভাপতির নেতৃত্বে ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথভাবে ও শান্তিপূর্ণ পরিবেশে পালন করা হবে। সকাল ১১ টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার হতে শোভাযাত্রা এবং র্যালী অনুষ্ঠিত হবে। পরবর্তীতে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হবে। এই সময় সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শাহিদুল ইসলাম টিটু, সহ-সভাপতি এম আর হায়দার রানা, অর্থ সম্পাদক রাজলক্ষ্মী, সদস্য এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সহ কমিটির আরো নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ‘
আলোচনা শেষে সভাপতি, সকলের সু স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন।