Risingbd:
2025-08-01@02:08:31 GMT

উলভসকে হারিয়ে শীর্ষ চারে চেলসি

Published: 21st, January 2025 GMT

উলভসকে হারিয়ে শীর্ষ চারে চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার (২০ জানুয়ারি, ২০২৫) দিবাগত রাতে জয় পেয়েছে চেলসি। পয়েন্ট টেবিলের নিচের দিকের দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে হারিয়েছে ৩-১ গোলে। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে জায়গা করে নিয়েছে ব্লুজরা। ২২ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪০ পয়েন্ট। ২১ ম্যাচ থেকে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। আর ২২ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে উলভস আছে টেবিলের ১৭তম অবস্থানে। 

ঘরের মাঠে ২৪ মিনিটে উলভসের বিপক্ষে লিড নেয় চেলসি। এ সময় তোসিন আদারাবিয়ো গোল করে এগিয়ে নেন দলকে। বিরতির পর অবশ্য সমতা ফেরায় উলভস। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে পাওয়া বলে ডান পায়ে শট নিয়ে জালে জড়ান ম্যাট ডোহার্টি।

৬০ মিনিটের মাথায় ম্যাক কুকুরেলার গোলে আবার এগিয়ে যায় চেলসি। তাকে গোলে সহায়তা করেন কিয়েরনান দেসবুরি। ৬৫ মিনিটে ব্যবধান ৩-১ করেন ননি মাদুয়েকে। এ সময় ট্রেভোহ চালোবাহর বাড়িয়ে দেওয়া বলে হেড নিয়ে জালে জড়ান মাদুয়েকে।

আরো পড়ুন:

গার্দিওলার বিশ্বাস সিটি পুরোনো ছন্দে ফিরেছে 

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের বিস্ফোরক মন্তব্য: “এটাই ক্লাবের ইতিহাসের সবচেয়ে দুর্বল দল”

বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। জেতার জন্য অবশ্য এর চেয়ে বেশি গোলের প্রয়োজনও হয়নি চেলসির।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ