‘অপপ্রচারে’ জড়ালে শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে মাউশি
Published: 21st, January 2025 GMT
অন্তর্বর্তী সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার বা প্রোপাগান্ডা ছড়ালে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ১৯ জানুয়ারি এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। ওই দিনই বিজ্ঞপ্তিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়। এতে সই করেন মাউশি মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন শাখার পরিচালক অধ্যাপক আবেদ নোমানী।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার মাসিক সমন্বয় সভায় বর্তমান সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো ধরনের অপপ্রচার, প্রোপাগান্ডা, গুজবে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা যাতে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়, সে বিষয়ে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও তৎপর থাকতে বলা হয়েছে। এসব বিষয়ে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা কোনো শিক্ষার্থী সংশ্লিষ্ট থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে।
জানা গেছে, মাউশি থেকে এ-সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে ৬৪ জেলার জেলা শিক্ষা কর্মকর্তাকে (ডিইও) পাঠানো হয়েছে। কয়েকজন ডিইও মাউশির এ নির্দেশনা পাওয়ার কথা স্বীকারও করেন সমকালের কাছে। তারা জানান, এ ব্যাপারে নিজ নিজ অধিক্ষেত্রে নজরদারি শুরু করে দিয়েছেন।
রাজধানীর একটি খ্যাতনামা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমকালকে বলেন, আমার প্রতিষ্ঠানে ১০ হাজারের বেশি ছাত্রছাত্রী আছে। তাদের মধ্যে সামাজিকমাধ্যমসহ কে কোথায় কী লিখছে বা করছে, তার সব কি আমাদের পক্ষে জানা সম্ভব? শিক্ষার্থীর দায় যেন প্রতিষ্ঠানের ঘাড়ে এসে না পড়ে।
হঠাৎ এমন আদেশ কেন জারি করা হলো বা কোনো সুনির্দিষ্ট তথ্য আছে কিনা– এমন প্রশ্নে মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন শাখার পরিচালক অধ্যাপক আবেদ নোমানী বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নির্দেশনা
আমাদের কাছে এসেছে। মাউশির মনিটরিং উইং থেকে আমারা শুধু আদেশ জারি করেছি। আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত নেই।’
শিক্ষার্থী অপপ্রচারে লিপ্ত হলে শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে কিনা– এমন প্রশ্নের জবাবে অধ্যাপক নোমানী বলেন, ‘এটা এখনই বলা যাবে না। কারণ শিক্ষার্থীর অপরাধের মাত্রা বিচার করে তার সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের দায় আছে কিনা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনায় নেবে। শিক্ষার্থী কর্তৃক সরকারের বিরুদ্ধে অপপ্রচার করা হলে কেস টু কেস দেখা হবে। যদি শিক্ষার্থীদের
সরকারের নির্দেশনা অবগত করতে ব্যর্থ হয় বা অপপ্রচার রোধে নির্বিকার থাকে, তাহলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উপায় থাকবে কি।’
এসব বিষয়ে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারীদের বৃহত্তর সংগঠন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সমন্বয়কারী মো.
স্বাধীনভাবে মত প্রকাশের অধিকারকে যেন সংকুচিত করা না হয়। শুধু স্বাধীনভাবে মত প্রকাশের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না।’
তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের পতনের পর দেশের মানুষের প্রত্যাশা বেড়েছে বর্তমান সরকারের কাছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে দেশের ভালো-মন্দ নিয়ে নাগরিকের মত প্রকাশের অধিকার সংবিধান স্বীকৃত। শিক্ষক ও শিক্ষার্থীরাও এ দেশেরই নাগরিক, তারা বিচ্ছিন্ন কোনো গোষ্ঠী নন। সে ক্ষেত্রে তারা
তাদের মতামত স্বাধীনভাবে প্রকাশ করবেন, তাতে যেন বাধা দেওয়া না হয়। মত প্রকাশে বাধা দেওয়া মানে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া। তাই আমরা প্রত্যাশা করব, শুধু স্বাধীনভাবে মত প্রকাশের কারণে যেন শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বেসরকারি ব্যাংকে চাকরি, স্নাতক/স্নাতকোত্তরে আবেদন
বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক এ ব্যাংকটি ‘প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যানালিস্ট’ পদে কর্মী নিয়োগ দেবে। গত ৩০ এপ্রিল প্রকাশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক টেক্সটাইল প্রজেক্টস বিভাগে প্রজেক্ট অ্যাপ্রাইজাল অ্যানালিস্ট পদে কতজনকে নিয়োগ দেবে, তা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
আবেদনে শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং, প্রকল্প মূল্যায়ন অথবা পর্যবেক্ষণ কার্যক্রমে অভিজ্ঞতা থাকা। টেক্সটাইল উৎপাদন, যন্ত্রপাতি, খরচ বিশ্লেষণ এবং উৎপাদন ব্যবস্থা সম্পর্কে ভালো ধারণা।
অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
প্রার্থীর বয়স: ৩৮ বছরের মধ্যে হতে হবে (১৪ মে ২০২৫ তারিখে)।
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে।
আবেদন যেভাবে—
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন৯ ব্যাংকের ৯৭৪ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ, দেখুন নির্দেশনা৮ ঘণ্টা আগেআরও পড়ুনইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত৩০ এপ্রিল ২০২৫