০, ০, ৫— ফরচুন বরিশালের তামিম ইকবাল, ডেভিড মালান ও মুশফিকুর রহিমের রান। খুলনা টাইগার্সের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে তাদের স্কোরবোর্ডের চিত্রটা ছিল এরকম ১৬/৩।

তামিম ইকবাল ও ডেভিড মালানকে গোল্ডেন ডাকের তিক্ত স্বাদ দেন মেহেদী হাসান মিরাজ। এবারের বিপিএলে দ্বিতীয়বার তামিমের এমন কিছুর তিক্ত অভিজ্ঞতা হলো। সব মিলিয়ে বিপিএলে অষ্টম। মুশফিকুর রহিম একটু পরই রান আউট।

শুরুর সেই বিপর্যয় সামলে বরিশালের ২০ ওভার শেষে রান ১৬৭/৯। বুঝতে বাকি থাকার কথা না, মিডল ও লেট অর্ডারের ব্যাটে ভর করে বরিশাল সম্মানজনক স্কোর তুলেছে খুলনার বিপক্ষে। ওপেনিংয়ে তাওহীদ ৩০ বলে ৩৬ রানে ফেরার পর মিডল অর্ডারে দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ।

আরো পড়ুন:

আমি ন্যাচারালি এভাবেই খেলি- ২৯ ছক্কার রহস্য নিয়ে তানজিদ

উসমান-বিনুরার আচমকা বাদ পড়া নাকি অন্য কিছু!

পরিস্থিতি সামলে যেভাবে উইকেট আগলে রেখেছেন তাতে বাহবা পেতেই পারেন এই ব্যাটসম্যান। বিপর্যয়ে প্রতি আক্রমণে গিয়ে তার সহজাত ব্যাটিংয়ে এগিয়ে যায় বরিশালের রানের চাকা। জিয়াউর রহমানের বলে আমের জামালের হাতে ক্যাচ দেওয়ার আগে ৪৫ বলে ৫০ করেন ৩ চার ও ২ ছক্কায়।

অষ্টম উইকেটে তাকে সঙ্গ দেন রিশাদ হোসেন। ২৮ বলে ৪৭ রানের জুটি গড়েন দুজন। তাতে বরিশালের স্কোরবোর্ডের চিত্র পাল্টে যায়। শেষ ৪ ওভারে ৬১ রান পায় বরিশাল। যার পুরোটাই কৃতিত্ব রিশাদ হোসেনের। এসেই জিয়াউর রহমানকে তিন চার হাঁকান রিশাদ। ইনিংসের শেষ ওভারে সাজঘরে ফেরার আগে ১৯ বলে ৩৯ রান করেন রিশাদ। ৫ চার ও ১ ছক্কায় সাজানো ছিল তার ২০৫ স্ট্রাইক রেটের ইনিংসটি। শেষ ওভারে তানভীর ১টি করে চার ও ছক্কায় ১২ রান বরিশালের পুঁজিতে রাখে বিরাট অবদান।

খুলনার বোলিং ছিল দারুণ। শেষ দিকে কিছু রান বাড়তি হলেও বরিশালের ব্যাটসম্যানদের চাপে রেখেছিলেন তারা। ৩ উইকেট নিয়ে সেরা ছিলেন অধিনায়ক মিরাজ। ২ উইকেট নেন সালমান এরশাদ।

চট্টগ্রাম/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব প এল উইক ট

এছাড়াও পড়ুন:

নড়াইলে সরকারি গাছ বিক্রির অভিযোগে চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নে সড়কের পাশে সরকারি গাছ চুরি করে বিক্রির অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার রাতে শাহবাদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মশিউর রহমান বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।

মামলায় ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউর রহমানসহ ১৩ জন আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন প্রশিকা নড়াইল উন্নয়ন এলাকা ব্যবস্থাপক শাহাব উদ্দিন ও প্রশিকার গঠিত সংগঠন প্রভাতী যুব সংঘের সভাপতি নড়াইল সদর উপজেলার তুজরডাঙ্গা এলাকার মুজিবুর রহমান, সদস্য একই এলাকার জরিনা বেগম, রজব আলী, মো. আজিবর, মো. ইলিয়াছ, ইমান আলী, মো. ওমর, মো. হায়দার, আবু সাঈদ, মো. এনামুল ও মো. শরিফুল।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার সকালে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘সরকারি গাছ চুরি করে বিক্রির অভিযোগে একটি মামলা হয়েছে। ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

মামলার এজহারে বাদী অভিযোগ করেছেন, গত ২৯ এপ্রিল নড়াইল সদর উপজেলার শাহাবাদ বাজার থেকে হাজির বটতলা পর্যন্ত সরকারি রাস্তার জায়গা থেকে গাছ কাটা ও চুরি করে বিক্রির সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। উপস্থিত হয়ে দেখেন, কাটা গাছবোঝাই একটি ট্রাক এবং নছিমন জব্দ করেছেন নড়াইল সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার দেবাশীষ অধিকারী। তখন ঘটনাস্থলে শ্রমিকদের জিজ্ঞাসাবাদ ও খোঁজ নিয়ে জানতে পারেন, মামলার আসামিরা কোনো ধরনের অনুমতি ছাড়াই খাসজমি থেকে গাছ কেটে বিক্রি করেছেন। এর আগেও একবার তাঁরা ওই জমি থেকে গাছ বিক্রি করেছিলেন। জব্দ করা গাছের লগ, ডালপালা এবং আগে কাটা গাছের অবশিষ্ট ভূমিসংলগ্ন গুঁড়ি পর্যবেক্ষণ করে বোঝা গেছে, ওই স্থান থেকে আনুমানিক পাঁচ লাখ টাকার অধিক গাছ চুরি করে কাটা ও বিক্রি হয়েছে।  

প্রশিকা নড়াইল উন্নয়ন এলাকার ব্যবস্থাপক শাহাব উদ্দিন বলেন, ২০০৯ সালে প্রশিকা, ইউনিয়ন পরিষদ ও প্রভাতী যুব সংঘের যৌথ উদ্যোগে একটি চুক্তির মাধ্যমে সড়কের পাশে গাছগুলো রোপণ করেছিল। সে সময় সড়কটি খাস খতিয়ানভুক্ত ছিল না। বর্তমানে তা সরকারের আওতায় পড়ায় গাছ কাটার অনুমতি চেয়ে ইউএনওর কাছে আবেদন করা হয়েছিল, তবে প্রশাসন কোনো সিদ্ধান্ত দেয়নি।  কিছুদিন আগে ইউপি সদস্য ইব্রাহিম তাঁকে ফোনে জানান, বিদ্যুৎ বিভাগের কাটা ডালপালা বিক্রি করতে চান চেয়ারম্যান। বিদ্যুৎ বিভাগের কাটা ডালপালাগুলো পড়ে থেকে নষ্ট হবে ভেবে তিনি বিক্রিতে সম্মতি দেন। পরে গাছ কীভাবে বা কারা কেটেছে, তা তিনি জানেন না।

মামলা করার আগে অবৈধভাবে গাছ কাটার অভিযোগের ব্যাপার জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান বলেছিলেন, প্রশিকার সঙ্গে চুক্তির একটি পক্ষ ছিল ইউনিয়ন পরিষদ। সেই হিসেবে গাছ কাটার অনুমতি নিতে ইউএনও বরাবর প্রশিকার আবেদন তিনি চেয়ারম্যান হিসেবে সুপারিশ করেছিলেন। তবে গাছ কেটেছে প্রশিকা আর তাদের সংগঠন। এখানে চেয়ারম্যান-মেম্বরের কিছু নেই।

নড়াইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী বলেন, প্রশিকার চুক্তির সময় সড়কটি ব্যক্তিমালিকানাধীন জমিতে ছিল, পরে ২০১৫ সালে এটি খাস খতিয়ানভুক্ত হয়। খাসজমি থেকে গাছ কাটা বেআইনি। এ কারণে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ