দেশ স্বাধীন হওয়ার পরপরই বীর নোয়াকান্দি মৌজায় একটি গভীর নলকূপ বসায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। ডিজেলে চলা এই নলকূপ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ওই এলাকার ৩০০ বিঘা জমিতে সেচের চাহিদা মিটিয়ে আসছিল। বছর পাঁচেক আগে সেটিতে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়। বসানো হয় ট্রান্সফরমার। অল্পদিন পরই কোনো এক রাতে চুরি যায় সেই ট্রান্সফরমার। এর পর থেকেই বন্ধ হয়ে আছে নলকূপটি। 

কৃষকরা জানিয়েছেন, নলকূপ বন্ধ হওয়ার পর এলাকায় দুটি অগভীর নলকূপ বসানো হয়। এতে মাত্র ৫০ বিঘার মতো জমি আবাদ করা যাচ্ছে। বাকি ২৫০ বিঘা জমিই পড়ে থাকছে অনাবাদি। এক সময় ৩০০ বিঘা জমিতে অন্তত ৩০০ টন ধান উৎপাদিত হতো। এলাকাবাসী এখন ২৫০ টন ধান থেকে বঞ্চিত হচ্ছেন।

মঙ্গলবার কটিয়াদী পৌরসভার বীর নোয়াকান্দি গিয়ে দেখা যায়, গভীর নলকূপের পাম্প হাউসটি বন্ধ। এর দেয়ালে জ্বালানির জন্য গোবরের ঘুঁটে শুকাতে দিয়েছেন এলাকার নারীরা। পাশেই বাড়ি সেচ প্রকল্পে জড়িত কৃষক মুরছালিন ইসলাম জনি ও নূরু মিয়ার। তারা বলেন, স্বাধীনতার পরপরই নলকূপটি বসানো হয়েছিল। এখন বন্ধ থাকায় বহু কৃষকের জমি পতিত। বিদ্যুতে নলকূপটি চালাতে পারলে কম খরচে সব জমি আবাদ করা যেত। এখন ডিজেলচালিত দুটি অগভীর নলকূপে কিছু জমি চাষাবাদ করা যায়। এতে খরচা অনেক বেশি। 

তাদের ভাষ্য, কৃষকরা একদিকে জমি পতিত থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অপরদিকে অগভীর নলকূপের জন্যও বাড়তি খরচ গুনতে হচ্ছে। তারা ধান আবাদই করছেন বেশি। কেউ কেউ সামান্য পরিমাণ পতিত জমিতে ইদানীং সরিষা ও ভুট্টার আবাদ করছেন। 

ওই মাঠে ৩০ বিঘা জমিই প্রয়াত উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিনের। মরম সর্দার নামের আরেক কৃষকের আছে ১৫ বিঘা। স্থানীয় বিএনপি নেতা আব্দুস সোবহান ও কৃষক প্রিয়লাল রায়েরও আছে সোয়া তিন বিঘা করে জমি। সবার জমিই এখন পতিত। এলাকাবাসী জানায়, বিদ্যুতের সেচে প্রতি বিঘায় খরচ নেওয়া হতো ১ হাজার টাকা; এখন ডিজেলে নেওয়া হচ্ছে দেড় হাজার টাকা। ট্রান্সফরমার চুরি যাওয়ার পর সেচ কমিটির পক্ষ থেকে নতুন ট্রান্সফরমার বসানোর জন্য বিএডিসি (ক্ষুদ্র সেচ) অফিসে যোগাযোগ করা হয়। তারা ট্রান্সফরমারের দাম বাবদ সাড়ে ৩ লাখ টাকা দাবি করে। সাধারণ কৃষকের এত টাকা বহনের ক্ষমতা নেই। যে কারণে গভীর নলকূপটি ৫ বছর ধরে অকেজো। এতে একদিকে পাম্প হাউসের মেশিন নষ্ট হচ্ছে, অন্যদিকে ভূগর্ভস্থ সেচের ড্রেনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বীর নোয়াকান্দির বাসিন্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সোবহান। তিনি গভীর নলকূপটির ব্যবস্থাপকের দায়িত্বেও রয়েছেন। আব্দুস সোবহানের ভাষ্য, পুরো সেচ এলাকায় ভূগর্ভস্থ পাকা সেচ ড্রেন নির্মাণ করা হয়েছিল। পাঁচ বছর ধরে সেচ বন্ধ থাকায় ড্রেনগুলোও বেশির ভাগ জায়গায় ভেঙে গেছে। পাম্প চালু করার আগে সেসব ড্রেনও নির্মাণ জরুরি। ড্রেন নির্মাণ ও ট্রান্সফরমার বসানোর মতো বিপুল পরিমাণ খরচ বহনে বিএডিসির অনীহা আছে। যে কারণে এলাকাবাসী অসহায়। 

সেচের বিষয়টি বিএডিসির (ক্ষুদ্র সেচ) আওতাভুক্ত হলেও ওই এলাকা পরিদর্শনে গিয়ে করণীয় বিষয়ে পদক্ষেপের আশ্বাস দেন কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বলেন, এবার কটিয়াদীতে ১২ হাজার ৮৬০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখনও আবাদ শেষ হয়নি। ফলে কয়েক দিনের মধ্যে গভীর নলকূপের সমস্যার সমাধান করা গেলে বীর নোয়াকান্দিতে এবারই আবাদ সম্ভব হবে।

বীর নোয়াকান্দি সেচ এলাকাটি বিএডিসির (ক্ষুদ্র সেচ) কুলিয়ারচর জোনের অধীনে। কুলিয়ারচর জোনের সহকারী প্রকৌশলী শাওনা মালাকার এই দায়িত্বে এসেছেন দেড় বছর আগে। এই গভীর নলকূপের বিষয়টি তিনি জানতেন না। এ বিষয়ে কেউ যোগাযোগও করেননি। কেউ যোগাযোগ করলে তিনি বিষয়টি দেখবেন। শাওনা মালাকারের ভাষ্য, কোনো কিছু চুরি গেলে বিএডিসির পক্ষ থেকে আর সেটা দেওয়া হয় না। এটা নীতিমালার মধ্যেই বলা আছে। কিছু মেরামতের প্রয়োজন হলে সেটা করার সুযোগ থাকে।

কিশোরগঞ্জ জেলা বিএডিসির (ক্ষুদ্র সেচ) নির্বাহী প্রকৌশলী মো.

শফিকুল ইসলাম জানান, একটি ট্রান্সফরমারের জন্য সাড়ে ৩ লাখ টাকা লাগার কথা নয়। কুলিয়ারচর জোনাল অফিসের মাধ্যমে তাঁর কাছে সমস্যাটি এলে তিনি দেখবেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ক শ রগঞ জ ব দ কর র জন য উপজ ল

এছাড়াও পড়ুন:

বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সোয়া দুইটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালি গ্রামের একটি কারখানা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারের সময় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির পরনে লাল রঙের একটি হাফপ্যান্ট ও লুঙ্গি ছিল। ময়নাতদন্তের জন্য লাশটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাছের খাদ্য প্রস্তুতকারী ওই কারখানার নৈশপ্রহরী আবদুল খালেক বলেন, গতকাল রোববার রাতের যেকোনো সময় ওই ব্যক্তি মিলের বিদ্যুৎ–সংযোগের ট্রান্সফরমার রুমে ঢুকে পড়েন। সম্ভবত ট্রান্সফরমারের তামার তার ও ট্রান্সমিটারের যন্ত্রাংশ চুরির উদ্দেশ্যে গিয়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন। মিলটিতে বিদ্যুৎ–সংযোগ থাকলেও মিলটি এখনো চালু হয়নি।

ঘটনাস্থলে বৈদ্যুতিক তার কাটার একটি সরঞ্জাম পাওয়ার কথা জানিয়ে শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) রকিব হোসেন প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে ওই ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গা পুড়ে গেছে। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন জানান, নিহত ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • সোনারগাঁয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় দুই চোর গ্রেপ্তার
  • বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু