দেশ স্বাধীন হওয়ার পরপরই বীর নোয়াকান্দি মৌজায় একটি গভীর নলকূপ বসায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। ডিজেলে চলা এই নলকূপ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ওই এলাকার ৩০০ বিঘা জমিতে সেচের চাহিদা মিটিয়ে আসছিল। বছর পাঁচেক আগে সেটিতে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়। বসানো হয় ট্রান্সফরমার। অল্পদিন পরই কোনো এক রাতে চুরি যায় সেই ট্রান্সফরমার। এর পর থেকেই বন্ধ হয়ে আছে নলকূপটি। 

কৃষকরা জানিয়েছেন, নলকূপ বন্ধ হওয়ার পর এলাকায় দুটি অগভীর নলকূপ বসানো হয়। এতে মাত্র ৫০ বিঘার মতো জমি আবাদ করা যাচ্ছে। বাকি ২৫০ বিঘা জমিই পড়ে থাকছে অনাবাদি। এক সময় ৩০০ বিঘা জমিতে অন্তত ৩০০ টন ধান উৎপাদিত হতো। এলাকাবাসী এখন ২৫০ টন ধান থেকে বঞ্চিত হচ্ছেন।

মঙ্গলবার কটিয়াদী পৌরসভার বীর নোয়াকান্দি গিয়ে দেখা যায়, গভীর নলকূপের পাম্প হাউসটি বন্ধ। এর দেয়ালে জ্বালানির জন্য গোবরের ঘুঁটে শুকাতে দিয়েছেন এলাকার নারীরা। পাশেই বাড়ি সেচ প্রকল্পে জড়িত কৃষক মুরছালিন ইসলাম জনি ও নূরু মিয়ার। তারা বলেন, স্বাধীনতার পরপরই নলকূপটি বসানো হয়েছিল। এখন বন্ধ থাকায় বহু কৃষকের জমি পতিত। বিদ্যুতে নলকূপটি চালাতে পারলে কম খরচে সব জমি আবাদ করা যেত। এখন ডিজেলচালিত দুটি অগভীর নলকূপে কিছু জমি চাষাবাদ করা যায়। এতে খরচা অনেক বেশি। 

তাদের ভাষ্য, কৃষকরা একদিকে জমি পতিত থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অপরদিকে অগভীর নলকূপের জন্যও বাড়তি খরচ গুনতে হচ্ছে। তারা ধান আবাদই করছেন বেশি। কেউ কেউ সামান্য পরিমাণ পতিত জমিতে ইদানীং সরিষা ও ভুট্টার আবাদ করছেন। 

ওই মাঠে ৩০ বিঘা জমিই প্রয়াত উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিনের। মরম সর্দার নামের আরেক কৃষকের আছে ১৫ বিঘা। স্থানীয় বিএনপি নেতা আব্দুস সোবহান ও কৃষক প্রিয়লাল রায়েরও আছে সোয়া তিন বিঘা করে জমি। সবার জমিই এখন পতিত। এলাকাবাসী জানায়, বিদ্যুতের সেচে প্রতি বিঘায় খরচ নেওয়া হতো ১ হাজার টাকা; এখন ডিজেলে নেওয়া হচ্ছে দেড় হাজার টাকা। ট্রান্সফরমার চুরি যাওয়ার পর সেচ কমিটির পক্ষ থেকে নতুন ট্রান্সফরমার বসানোর জন্য বিএডিসি (ক্ষুদ্র সেচ) অফিসে যোগাযোগ করা হয়। তারা ট্রান্সফরমারের দাম বাবদ সাড়ে ৩ লাখ টাকা দাবি করে। সাধারণ কৃষকের এত টাকা বহনের ক্ষমতা নেই। যে কারণে গভীর নলকূপটি ৫ বছর ধরে অকেজো। এতে একদিকে পাম্প হাউসের মেশিন নষ্ট হচ্ছে, অন্যদিকে ভূগর্ভস্থ সেচের ড্রেনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বীর নোয়াকান্দির বাসিন্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সোবহান। তিনি গভীর নলকূপটির ব্যবস্থাপকের দায়িত্বেও রয়েছেন। আব্দুস সোবহানের ভাষ্য, পুরো সেচ এলাকায় ভূগর্ভস্থ পাকা সেচ ড্রেন নির্মাণ করা হয়েছিল। পাঁচ বছর ধরে সেচ বন্ধ থাকায় ড্রেনগুলোও বেশির ভাগ জায়গায় ভেঙে গেছে। পাম্প চালু করার আগে সেসব ড্রেনও নির্মাণ জরুরি। ড্রেন নির্মাণ ও ট্রান্সফরমার বসানোর মতো বিপুল পরিমাণ খরচ বহনে বিএডিসির অনীহা আছে। যে কারণে এলাকাবাসী অসহায়। 

সেচের বিষয়টি বিএডিসির (ক্ষুদ্র সেচ) আওতাভুক্ত হলেও ওই এলাকা পরিদর্শনে গিয়ে করণীয় বিষয়ে পদক্ষেপের আশ্বাস দেন কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বলেন, এবার কটিয়াদীতে ১২ হাজার ৮৬০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এখনও আবাদ শেষ হয়নি। ফলে কয়েক দিনের মধ্যে গভীর নলকূপের সমস্যার সমাধান করা গেলে বীর নোয়াকান্দিতে এবারই আবাদ সম্ভব হবে।

বীর নোয়াকান্দি সেচ এলাকাটি বিএডিসির (ক্ষুদ্র সেচ) কুলিয়ারচর জোনের অধীনে। কুলিয়ারচর জোনের সহকারী প্রকৌশলী শাওনা মালাকার এই দায়িত্বে এসেছেন দেড় বছর আগে। এই গভীর নলকূপের বিষয়টি তিনি জানতেন না। এ বিষয়ে কেউ যোগাযোগও করেননি। কেউ যোগাযোগ করলে তিনি বিষয়টি দেখবেন। শাওনা মালাকারের ভাষ্য, কোনো কিছু চুরি গেলে বিএডিসির পক্ষ থেকে আর সেটা দেওয়া হয় না। এটা নীতিমালার মধ্যেই বলা আছে। কিছু মেরামতের প্রয়োজন হলে সেটা করার সুযোগ থাকে।

কিশোরগঞ্জ জেলা বিএডিসির (ক্ষুদ্র সেচ) নির্বাহী প্রকৌশলী মো.

শফিকুল ইসলাম জানান, একটি ট্রান্সফরমারের জন্য সাড়ে ৩ লাখ টাকা লাগার কথা নয়। কুলিয়ারচর জোনাল অফিসের মাধ্যমে তাঁর কাছে সমস্যাটি এলে তিনি দেখবেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ক শ রগঞ জ ব দ কর র জন য উপজ ল

এছাড়াও পড়ুন:

‘বিচার প্রক্রিয়া ও সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে’

অন্তবর্তী সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “বাংলাদেশ বর্তমানে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। সবাইকে ধৈর্য ধরে বিচার প্রক্রিয়া, সংস্কার এবং নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। সারাদেশ এখন জাতীয় ঐক্য গড়ে তোলার অপেক্ষায় রয়েছে।”

বৃহস্পতিবার (৩১ জুলাই) জাহাঙ্গীরনগর বিবিদ্যালয়ে নির্মিত জুলাই গণঅভ্যুত্থানের প্রথম স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

এর আগে, অদম্য ২৪ উদ্বোধন করেন তিনি। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নির্মিত জুলাইয়ের ভিডিও ও ফটো ডকুমেন্টারি উপভোগ করেন।

আরো পড়ুন:

জবির পরিত্যক্ত ডাস্টবিনগুলো সংস্কার করল ছাত্রদল

রাকসু থেকে জাতীয় পর্যায়ের নেতৃত্বে যারা

আদিলুর রহমান খান বলেন, “১ বছর আগে বাংলাদেশে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যই পারে বিচার, সংস্কার ও নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে। বিচার প্রশ্নে বলতে চাই কোনো অবস্থাতেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া সরকার বিচারের ক্ষেত্রে দুর্বলতা স্কোপ রাখবে না। খুব দ্রুতই বেশ কয়েকটি বিচারের কাজ দৃশ্যমান হবে।”

তিনি আরো বলেন, “তরুণ ছাত্র-জনতা ফ্যাসিবাদ থেকে মুক্তি এবং দেশকে বাঁচানোর জন্য জীবন দিয়েছেন। ছাত্র-জনতার মধ্যে ঐক্য গড়ে তোলার মাধ্যমে ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করা সম্ভব হয়েছে। সেই ঐক্য ধরে রাখতে হবে।” এছাড়া স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ বিভাজন ভুলে একাত্ম হওয়ার সুযোগ করে দিয়েছে বলেও মন্তব্য করেন।

সমাপনী বক্তব্যে জাবি উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “সংঘবদ্ধ আন্দোলনে ৫ আগস্ট আমরা বিজয় অর্জন করেছি। এর মানে এই নয় যে, অন্য যেকোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে আর স্বর আপনারা শুনবেন না। আপনারা দেখবেন, জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা সচেতন এবং কথা বলার ব্যাপারে উন্মুক্ত।”

তিনি বলেন, “আমি বিশ্বাস করি, এই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের মধ্য দিয়ে আবার স্মরণ করিয়ে দিলাম, আমরা যদি বাংলাদেশে কোনো অশান্তি দেখি, বৈষম্য দেখি, পরাজয়ের কালো মেঘ দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অদম্য সংগ্রামীরা আবারো তাদের সেই কার্যক্রম শুরু করবে। গোটা বাংলাদেশকে নেতৃত্ব দিবে, আবার বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান, উপ -উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমসহ জাহাঙ্গীরনগরের সঙ্গে জুলাই আন্দোলনে অংশ নিয়ে শহীদ পরিবারের সদস্যরাও বক্তব্য দেন।

ঢাকা/আহসান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ