বিভিন্ন খেলার ভিড়ে হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। এক সময় গ্রামের কাঁচা রাস্তায়, মাঠ, বাগান বা খোলা স্থানে জমজমাট ও উৎসবমুখর পরিবেশে হতো এ খেলা।
এবার সেনাবাহিনীর সার্জেন্ট সিরাজুল ইসলামের আয়োজনে হাডুডু খেলা হয়েছে। শনিবার ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গিরিধরপুর উত্তরপাড়া ইয়াকুব আলীর কদমতলায় জাতীয় এ খেলা হয়। এটি হাজারো মানুষের মন কেড়েছে। এতে গাবর বোয়ালী ও গিরিধরপুরের মধ্যকার খেলায় বিজয়ী হয় গাবর বোয়ালী।
খেলায় সভাপতিত্ব করেন আনোয়ার সিদ্দিক মাস্টার। সঞ্চালনা করেন অধ্যক্ষ আবদুল লতিফ মাস্টার। খেলা দেখতে আসা স্থানীয় বৃদ্ধ রুহুল আমিন বলেন, ‘এক সময় প্রতিটি গ্রামে হাডুডু খেলা হতো। এখন আর তেমন দেখা যায় না। আমাদের এখানে হাডুডু খেলা হচ্ছে। তাই দেখতে এসেছি।’
স্কুলছাত্র জুনাইদ বলে, বইয়ে পড়েছি বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। এর আগে খেলাটি কখনো দেখিনি। আমাদের এলাকায় এ খেলা হচ্ছে। তাই বাবার সঙ্গে দেখতে এসেছি।
খেলার পরিচালক সিরাজুল ইসলামের ভাষ্য, খেলাটিকে উজ্জীবিত করার জন্য যুবকদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আমির খান আলোচিত যে ৭ সিনেমা ফিরিয়ে দিয়েছিলেন
‘সাজন’
লরেন্স ডিসুজার এই রোমান্টিক সিনেমাটি উপমহাদেশজুড়েই ব্যাপক জনপ্রিয়তা পায়, সিনেমাটির গানগুলোও মানুষের মুখে মুখে ফেরে। বিভিন্ন ভাষায় সিনেমাটির রিমেক হয়। তবে মূল সিনেমাটিই আদতে একটি ফরাসি নাটক থেকে অনুপ্রাণিত। আলোচিত এ হিন্দি সিনেমায় অভিনয় করেন সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও সালমান খান। এ ছাড়া ছিলেন কাদের খান। ১৯৯১ সালে এটি ছিল সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমা। শুরুতে এ ছবির প্রস্তাব যায় আমির খানের কাছে। কিন্তু তাঁর কাছে চরিত্রটি পছন্দ হয়নি। আমির খান জানান, চরিত্রটির সঙ্গে তিনি কোনোভাবেই একাত্মবোধ করতে পারছেন না, তাই ফিরিয়ে দেন।