অস্ট্রেলিয়া সফরের পর সমালোচনার মুখে পড়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিসহ ভারতের অন্যান্য ক্রিকেটাররা। অনেকে পরামর্শ দিয়েছিলেন তাদেরকে ঘরোয়া ক্রিকেট খেলতে। সে অনুযায়ী রোহিত, ঋষভ পন্ত, শুভমান গিল, যশস্বী জয়সওয়ালরা নেমে পড়েছিলেন রঞ্জি ট্রফিতে নিজ নিজ প্রদেশের হয়ে খেলতে। তবে দিল্লির হয়ে পন্ত খেললেও কোহলির কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে জানা গেল, বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া রঞ্জি ট্রফিতে খেলবেন কোহলি। তার আগে মঙ্গলবার তিনি যোগ দিবেন দলের সঙ্গে।

এছাড়া জানা গেছে, আগের রাউন্ডে তিনি হাঁটুর ইনজুরির কারণে খেলতে পারেননি। গেল কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল কোহলি ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের সঙ্গে কাজ করছেন। এবার মাঠে নামার পালা তার। সবশেষ ২০১২ সালে কোহলি খেলেছিলেন রঞ্জি ট্রফিতে। এরপর আর খেলা হয়নি তার। এবার বাজে ফর্ম ও ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) গাইডলাইনের নতুন নির্দেশনা অনুযায়ী ঘরোয়া ক্রিকেট খেলতে নামতে যাচ্ছেন তিনি।

এদিকে কর্ণাটককে পরের রাউন্ড অবশ্যই জিততে হবে। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের দলে রাখা হয়েছে লোকেশ রাহুলকে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা হরিয়ানার মুখোমুখি হবে তারা। রাহুল ছাড়াও কর্ণাটকের দলে আছেন দেবদূত পাড়িক্কল ও প্রসিদ্ধ কৃষ্ণা। রাহুল সবশেষ ২০১৯-২০২০ মৌসুমে খেলেছিলেন রঞ্জি ট্রফিতে।

আরো পড়ুন:

দুর্নামের মাঝেই প্লে’অফের দৌড়ে দুর্বার রাজশাহী

প্লে’অফের দৌড়ে রাজশাহীর সামনে সুবর্ণ সুযোগ

এদিকে রবীন্দ্র জাদেজা খেলবেন সৌরাষ্ট্রের হয়ে। পরের রাউন্ডে সৌরাষ্ট্র মুখোমুখি হবে আসামের। আগের রাউন্ডে জাদেজা ১০ উইকেট নিয়ে দিল্লির বিপক্ষে দলকে জিতিয়েছিলেন। মোহাম্মদ সিরাজ ফিরবেন হায়দরাবাদের হয়ে। তারা খেলবে বিধর্বের বিপক্ষে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঋত্বিকের বাড়ি যেন ‘মেঘে ঢাকা তারা’

বরেণ্য চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের পৈতৃক বাড়িটি গুঁড়িয়ে দেওয়ার এক বছর পার হয়েছে। একসময়ের ঐতিহ্যবাহী বাড়িটি এখন কেবলই ইটের স্তূপ আর আগাছায় ভরা এক ধ্বংসস্তূপ। স্মৃতিচিহ্ন বলতে টিকে আছে ভাঙা ইটের পাঁজা আর কয়েকটি ভাঙা দেয়াল, যেখানে গত বছর আঁকা হয়েছিল ঋত্বিকের একটি পোর্ট্রেট। সেই দেয়ালই যেন নির্বাক হয়ে জানান দিচ্ছে এক সাংস্কৃতিক অবহেলার করুণ ইতিহাস।
গতকাল রোববার ঋত্বিকের পৈতৃক ভিটায় গিয়ে দেখা যায়, খসে পড়া দেয়ালে ‘বাড়ী থেকে পালিয়ে’, ‘মেঘে ঢাকা তারা’, ‘অযান্ত্রিক’-এর মতো সিনেমার নাম ও চিত্রকর্ম আঁকা। এর মাঝে মোটা ফ্রেমের চশমা চোখে ছোট চুলের ঋত্বিক ঘটক যেন তাকিয়ে আছেন তাঁরই বাড়ির ধ্বংসাবশেষের দিকে।

অথচ এই বাড়ির সূত্রেই বহু মানুষ রাজশাহীকে চিনেছেন। কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ঋত্বিকের ‘মেঘে ঢাকা তারা’ দেখার স্মৃতিচারণায় একবার বলেছিলেন, ‘সেই সিনেমা দেখার মুগ্ধতা বুকের মধ্যে মধুর মতো জমে আছে।’ কালের পরিক্রমায় ঋত্বিকের সেই বাড়িই আজ ‘মেঘে ঢাকা তারা’ হয়ে গেছে। স্মৃতি আছে, কিন্তু অস্তিত্ব নেই বললেই চলে। রাজশাহীর চলচ্চিত্রকর্মীরা চান, এই ধ্বংসস্তূপের ওপরই ঋত্বিকের স্মৃতি সংরক্ষণে টেকসই কোনো উদ্যোগ নেওয়া হোক।

ঋত্বিক ঘটক

সম্পর্কিত নিবন্ধ