অস্ট্রেলিয়া সফরের পর সমালোচনার মুখে পড়েছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিসহ ভারতের অন্যান্য ক্রিকেটাররা। অনেকে পরামর্শ দিয়েছিলেন তাদেরকে ঘরোয়া ক্রিকেট খেলতে। সে অনুযায়ী রোহিত, ঋষভ পন্ত, শুভমান গিল, যশস্বী জয়সওয়ালরা নেমে পড়েছিলেন রঞ্জি ট্রফিতে নিজ নিজ প্রদেশের হয়ে খেলতে। তবে দিল্লির হয়ে পন্ত খেললেও কোহলির কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে জানা গেল, বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া রঞ্জি ট্রফিতে খেলবেন কোহলি। তার আগে মঙ্গলবার তিনি যোগ দিবেন দলের সঙ্গে।

এছাড়া জানা গেছে, আগের রাউন্ডে তিনি হাঁটুর ইনজুরির কারণে খেলতে পারেননি। গেল কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল কোহলি ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের সঙ্গে কাজ করছেন। এবার মাঠে নামার পালা তার। সবশেষ ২০১২ সালে কোহলি খেলেছিলেন রঞ্জি ট্রফিতে। এরপর আর খেলা হয়নি তার। এবার বাজে ফর্ম ও ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) গাইডলাইনের নতুন নির্দেশনা অনুযায়ী ঘরোয়া ক্রিকেট খেলতে নামতে যাচ্ছেন তিনি।

এদিকে কর্ণাটককে পরের রাউন্ড অবশ্যই জিততে হবে। আর এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের দলে রাখা হয়েছে লোকেশ রাহুলকে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা হরিয়ানার মুখোমুখি হবে তারা। রাহুল ছাড়াও কর্ণাটকের দলে আছেন দেবদূত পাড়িক্কল ও প্রসিদ্ধ কৃষ্ণা। রাহুল সবশেষ ২০১৯-২০২০ মৌসুমে খেলেছিলেন রঞ্জি ট্রফিতে।

আরো পড়ুন:

দুর্নামের মাঝেই প্লে’অফের দৌড়ে দুর্বার রাজশাহী

প্লে’অফের দৌড়ে রাজশাহীর সামনে সুবর্ণ সুযোগ

এদিকে রবীন্দ্র জাদেজা খেলবেন সৌরাষ্ট্রের হয়ে। পরের রাউন্ডে সৌরাষ্ট্র মুখোমুখি হবে আসামের। আগের রাউন্ডে জাদেজা ১০ উইকেট নিয়ে দিল্লির বিপক্ষে দলকে জিতিয়েছিলেন। মোহাম্মদ সিরাজ ফিরবেন হায়দরাবাদের হয়ে। তারা খেলবে বিধর্বের বিপক্ষে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন ধরনের ব্যাটারি তৈরি করছে ফোর্ড

কম খরচে দীর্ঘ পথ যেতে সক্ষম বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য লিথিয়াম ম্যাঙ্গানিজ রিচ (এলএমআর) সেলযুক্ত ব্যাটারি তৈরি করছে ফোর্ড। নতুন এ ব্যাটারি ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। ফোর্ডের ইলেকট্রিফাইড প্রপালশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক চার্লস পুন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মিশিগানের রোমুলাসে অবস্থিত আয়ন পার্ক ব্যাটারি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে বিশেষ প্রযুক্তির মাধ্যমে লিথিয়াম ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এলএমআর ব্যাটারি তৈরি করা হচ্ছে।

ফোর্ডের তথ্যমতে, এলএমআর ব্যাটারির শক্তির ঘনত্ব নিকেল ব্যাটারির তুলনায় বেশি। তাই নতুন ব্যাটারি কাজে লাগিয়ে দীর্ঘ পথ চলতে পারবে বৈদ্যুতিক গাড়ি। নতুন ব্যাটারির বিষয়ে চার্লস পুন বলেছেন, ‘ফোর্ড প্রথমে নিকেল-ম্যাঙ্গানিজ-কোবাল্ট (এনএমসি) ব্যাটারি তৈরি করেছে। এরপর ২০২৩ সালে তৈরি করেছে লিথিয়াম-আয়রন-ফসফেট এলএফপি ব্যাটারি। এবার আসছে এলএমআর ব্যাটারি। আমরা এই দশকের মধ্যেই এলএমআর ব্যাটারির উৎপাদন বাড়াতে চাই। ফোর্ডের ভবিষ্যৎ মডেলের গাড়িতে এই ব্যাটারি ব্যবহারের জন্য কাজ চলছে।’

সায়েন্স ডাইরেক্ট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, লিথিয়াম-সমৃদ্ধ ম্যাঙ্গানিজভিত্তিক ক্যাথোড উপকরণ ৩০ বছর আগে আবিষ্কৃত হয়েছে। নিকেল ও কোবাল্টের অনুপস্থিতির কারণে এসব ব্যাটারির শক্তির ঘনত্ব বেশি।

সূত্র: ইনসাইড ইভিস

সম্পর্কিত নিবন্ধ