এক সময় কাঠমিস্ত্রির কাজ করতেন মোহাম্মদ নবী (৫৫)। নানা ধরনের আসবাব তৈরিতে দক্ষ হওয়ার পর দিন ঘোরে তাঁর। আসবাব তৈরির একটি দোকান দেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায়। ভয়াবহ এক অগ্নিকাণ্ডে তাঁর দোকানের সব পুড়ে গেছে। রোববার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত ওয়াজেদ মার্কেটে অবৈধ জ্বালানি তেলের দোকান থেকে লাগা আগুনে পুড়ে গেছে ১৫টি দোকান। এতে সব হারিয়েছেন মোহাম্মদ নবীর মতো অন্য ব্যবসায়ীরাও।
অভিযোগ উঠেছে, ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রধান ফটকের উল্টো পাশে অবস্থিত ওয়াজেদ মার্কেটের ওই জ্বালানি তেলের দোকানে ট্যাঙ্কার থেকে চুরি করে তেল নামানোর সময় আগুনের সূত্রপাত হয়। সিসিটিভি ফুটেজেও বিষয়টি ধরা পড়েছে। এ ঘটনার পর অনুসন্ধানে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশেই এমন অবৈধ জ্বালানি তেলের দোকান রয়েছে ৩০টি। এসব দোকানে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডসহ সরকারি বিভিন্ন ট্যাঙ্কার থেকে চালকরা তেল চুরি করে বিক্রি করেন। দ্রুত সময়ের মধ্যে এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।
রোববার রাত পৌনে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের পাশে টিএনটি রোডের সামনে অবস্থিত ওয়াজেদ মার্কেটের অবৈধ ওই তেলের দোকানের সামনে ট্যাঙ্কার থেকে তেল চুরি করা হচ্ছিল। এ সময় আগুন ধরে যায়। এতে মহাসড়কের ঢাকামুখী লেনে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওয়াজেদ মার্কেটের দক্ষিণ পাশের নামহীন জ্বালানি তেলের দোকানে রোববার রাত ১১টা ৫০ মিনিটে এসে দাঁড়ায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের একটি ট্যাঙ্কার। দোকানের এক কর্মচারী ওই ট্যাঙ্কারে পাইপ যুক্ত করে ড্রামে তেল নিতে শুরু করেন। এ সময় হঠাৎই মাটিতে পড়া তেল থেকে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে ওই মার্কেটসহ আশপাশের দোকানে তা ছড়িয়ে পড়ে।
জ্বালানি তেলের দোকানটি সাকিল নামের এক ব্যক্তির নামে নেওয়া। কিন্তু গতকাল সোমবার তিনি জানিয়েছেন, অন্য একজনকে ওই দোকানটি ভাড়া দিয়েছেন। কিন্তু ভাড়াটিয়ার নাম-পরিচয় সম্পর্কে কোনো তথ্যই দিতে পারেননি তিনি।
আগুনের সংবাদ পেয়ে প্রথমে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। ভয়াবহতা বেড়ে যাওয়ায় তাদের সঙ্গে আরও চারটি ইউনিট যোগ দেয়। অবশেষে গতকাল সোমবার বেলা ১১টার সময় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এরই মধ্যে পুড়ে যায় ১৫টি দোকান। এর মধ্যে রয়েছে আসবাবের শোরুম, স্টেশনারি, গার্মেন্টের ঝুট ব্যবসা, বেশ কয়েকটি চায়ের দোকান, কুলিং কর্নার, আসবাব তৈরির দোকান, রড-সিমেন্ট ও মোবাইল ফোন রিচার্জের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।
ক্ষতিগ্রস্ত আসবাব তৈরির দোকানের মালিক মোহাম্মদ নবীর বাসাও বাংলাবাজার এলাকায়। তাঁর ভাষ্য, দোকানে বিপুল টাকার আসবাব তৈরির কাঁচামাল ছিল। বানানো আসবাবও ছিল। আগুনে সব পুড়ে গেছে। সব মিলিয়ে তাঁর অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। তিল তিল পরিশ্রমে প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছেন। এখন কীভাবে ঘুরে দাঁড়াবেন ভেবেই কূল পাচ্ছেন না। বলতে বলতেই মোহাম্মদ নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে দেখা যায়।
একই এলাকার ফখরুল ইসলামের (৪৫) দোকান রয়েছে পুড়ে যাওয়া ওয়াজেদ মার্কেটে। সেখানে সিমেন্ট বিক্রির পাশাপাশি মোবাইল ফোন রিচার্জের ব্যবসাও করেন। ফখরুল ইসলাম বলেন, রোববার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। মোবাইল রিচার্জের টাকাসহ সিমেন্ট বিক্রির ৮০ হাজার নগদ টাকা ছিল ক্যাশবাক্সে। রোববার সকালে বিক্রির জন্য ১০০ বস্তা সিমেন্ট আনেন। সব মিলিয়ে প্রায় ২০০ বস্তা সিমেন্ট ছিল তাঁর দোকানে। কিন্তু রাতের আগুনে সব হারিয়ে ফেলেছেন। একদিন চলার মতো টাকাও তাঁর
হাতে নেই।
ওয়াজেদ মার্কেটটি টিনের দোতলা মার্কেট। এটির মালিক জহিরুল ইসলাম বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জ্বালানি তেলের দোকান থেকে আগুন শুরু হয়। প্রায় ১৫টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে তাঁর ধারণা, প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা আল মামুন বলেন, সংবাদ পেয়ে কুমিরা, বায়েজিদ ও আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে কাজ করে। সোমবার বেলা ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত তেলের দোকান থেকে হয়েছে বলে তাদের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। ক্ষয়ক্ষতি নিরুপণে তারা তথ্য সংগ্রহ করছেন।
অবৈধ জ্বালানি তেলের দোকানগুলোকেই এ দুর্ঘটনার জন্য দায়ী করেন সীতাকুণ্ডের পেট্রোলপাম্প ব্যবসায় সম্পৃক্ত ব্যক্তিরা। তাদের ভাষ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে সীতাকুণ্ডের অংশে এমন অবৈধ তেলের দোকান রয়েছে ৩০টির বেশি। দ্রুত এসব দোকান বন্ধের দাবিও জানান তারা।
সলিমপুরের ব্যবসায়ী মোহাম্মদ খোরশেদ আলম ও জহিরুল ইসলামের ভাষ্য, বন্দর সংযোগ সড়ক ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন অংশে অবৈধ জ্বালানি তেলের দোকান গড়ে উঠেছে। পদ্মা, মেঘনা, যমুনাসহ বিভিন্ন পেট্রোলপাম্প ও সরকারি কাজের ট্যাঙ্কার দিয়ে জ্বালানি তেল নেওয়া হয়। এসব যানবাহনের চালককে হাত করে অবৈধ ব্যবসায়ীরা কম দামে তেল কিনে নেয়। তারা পেট্রোলপাম্পের চেয়েও কম দামে তেল বিক্রি করতে পারেন। দীর্ঘদিন ধরে
এই চক্র সক্রিয় থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এসব তথ্য জানিয়ে জলিলগেটে অবস্থিত মা ফাতেমা সিএনজি ও পেট্রোলপাম্পের ব্যবস্থাপক মোহাম্মদ রুবেল বলেন, কিছু পেট্রলপাম্পে ভাড়া করা ট্যাঙ্কলরি দিয়ে জ্বালানি তেল সরবরাহ করা হয়। এসব লরির চালকরা অবৈধভাবে গড়ে ওঠা তেলের দোকানে চুরি করে তেল বিক্রি করেন। এতে করে বিপদের আশঙ্কা থাকে। রোববারের অগ্নিকাণ্ড এরই উদাহরণ। অবৈধ জ্বালানি তেলের দোকান বন্ধ না হলে আরও ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, তারা অবৈধভাবে গড়ে ওঠা জ্বালানি তেলের দোকানগুলোর তথ্য সংগ্রহ করছেন। শিগগির তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: অব ধ জ ব ল ন আসব ব ত র র র ল ইসল ম ব যবস থ ব যবস য় অবস থ ত
এছাড়াও পড়ুন:
শ্রমিকের সামাজিক সুরক্ষা নিশ্চিত ও নিপীড়ন বন্ধের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের
গণতান্ত্রিক শ্রম আইন, শ্রমিকের সামাজিক সুরক্ষা, ন্যায্য মজুরি, অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত ও শ্রমিক নিপীড়ন বন্ধের দাবিতে সমাবেশ ও মিছিল করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। একই সঙ্গে তারা বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তারকৃত শ্রমিকনেতাদের মুক্তির দাবিও জানায়।
মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন দলটির সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলফিকার আলী, আইনবিষয়ক সম্পাদক বিমল চন্দ্র সাহা, নির্বাহী সদস্য আফজাল হোসেন, নির্বাহী সদস্য ও বোম্বে সুইটস শ্রমিক ইউনিয়নের সভাপতি রতন মিয়া প্রমুখ।
সমাবেশে নেতারা বলেন, ট্রেড ইউনিয়ন করার চেষ্টার অপরাধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে গার্মেন্টস উইংয়ের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, রবিনটেক্স শ্রমিক ইউনিয়নের সভাপতি সীমা আক্তারসহ ৭ জনকে নারায়ণগঞ্জ কারাগারে এবং রিকশা শ্রমিকদের রুটি–রুজির আন্দোলনে সংহতি জানানোর অপরাধে চট্টগ্রামে রিকশা সংগ্রাম পরিষদ চট্টগ্রামের সভাপতি আল কাদেরি জয়, মিরাজ উদ্দিন ও রোকন উদ্দিনকে কারাগারে আটকে রাখা হয়েছে। অথচ সরকার প্রতিশ্রুতি দিচ্ছে, তারা শ্রমক্ষেত্রে আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়ন করবে।
এ সময় নেতারা শ্রম সম্পর্ক উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত হচ্ছে কি না, তা জানতে চান। তাঁরা বলেন, ট্রেড ইউনিয়ন গঠন করার অধিকার চর্চায় বাধা দেওয়া বন্ধ না হলে, শ্রমিকের ওপর নিপীড়ন বন্ধ না হলে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র পরিচালনা বা বৈষম্য নিরসনের প্রতিশ্রুতি শ্রমজীবী মানুষের কাছে প্রতারণা হিসেবে পরিগণিত হবে।
মে দিবসের ইতিহাস তুলে ধরে নেতারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের শ্রমজীবী মানুষের ৮৫ শতাংশ শ্রম আইনের সুরক্ষার বাইরে। শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনে বাংলাদেশের শ্রম খাতের দুর্দশার যে ভয়ানক চিত্র ফুটে উঠেছে, তা প্রমাণ করে স্বাধীনতা–পরবতী প্রতিটি সরকার শ্রম শোষণকে তীব্র থেকে তীব্রতর করার ক্ষেত্র তৈরি করেছে।
এ সময় গ্রেপ্তার সব শ্রমিকের মুক্তি, শ্রমিক নিপীড়ন বন্ধ এবং মে দিবসের প্রকৃত চেতনায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের নেতারা।