রেবেকা রস তাঁর জনপ্রিয় ফ্যান্টাসি উপন্যাস ‘লেটার্স অব এনচ্যান্টমেন্ট’-এর জগতে ফিরে আসছেন। এই বছরের শেষ ভাগে ২ সেপ্টেম্বর গ্রন্থটি প্রকাশিত হওয়ার কথা। রেবেকার ‘ওয়াইল্ড রেভারেন্স’ গ্রন্থটি প্রকাশ করবে প্রকাশনা সংস্থা স্যাটারডে বুকস। উপন্যাসটি অল্পবয়সী দেবী মাতিল্ডাকে কেন্দ্র করে আবর্তিত। নিয়তি এক নশ্বর পুরুষ ভিনসেন্টের সঙ্গে এই দেবীর সংযোগ ঘটায়। ভিনসেন্ট ১০ বছর আগে তাঁর সাহায্য চেয়েছিলেন। মাতিল্ডার জন্য দেবতাদের রক্তে ভেজা পথ পুনর্লিখনের সুযোগ আসে; তবে অপরিসীম ত্যাগের বিনিময়ে। প্রকাশনা সংস্থা সেটারডে বুকস এক বিবৃতিতে জানায়, ‘তাকে (মাতিল্ডা) এমন কিছুর মুখোমুখি হতে হবে, যা সে তাঁর জাদু হারানোর চেয়েও বেশি ভয় পায়– দুর্বল হওয়া এবং অবশেষে নিজেকে ভালোবাসার সুযোগ দেওয়া।’ এই উপন্যাস রেবেকার ‘ডিভাইন রিভালস’ ও ‘রুথলেস ভউস’-এর মতো ফ্যান্টাসি উপন্যাসের ধারাবাহিকতা। তাঁর অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘দ্য কুইন্স রাইজিং’, ‘সিস্টার্স অব সোর্ড অ্যান্ড সং’, ‘ড্রিমস লাই বিনিথ’ এবং ‘আ রিভার এনচ্যান্টেড’। ইনস্টাগ্রামে নতুন বই প্রকাশের খবর জানিয়ে রেবেকা বলেন, ‘আমি আর অপেক্ষা করতে পারছি না। এতদিন ধরে এই খবরটি ধরে রেখেছি; অবশেষে এই বইটি সম্পর্কে কথা বলতে পেরে আমি খুবই উদ্বেলিত।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: উপন য স
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে