ভৈরবে পাওনা টাকা নিয়ে সংঘর্ষ শতাধিক বাড়ি-দোকান ভাঙচুর, আহত প্রায় অর্ধশত
Published: 1st, February 2025 GMT
কিশোরগঞ্জের ভৈরবে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে শতাধিক দোকান ও বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, রামদা, বল্লম ও লাঠি নিয়ে সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন এক নারীসহ প্রায় অর্ধশত মানুষ। পৌরসভার চণ্ডিবেড় এলাকার পাগলা বাড়ি ও মোল্লা বাড়ির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সেনা সদস্য ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আপেল মোল্লা, সানি, শরীফ আহমেদ ও শাওন নামে গুরুতর আহত চারজনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নাসিমা বেগম, শিফাত মোল্লা, শাহাদাত হোসেন, আরিয়ান, হাবিবুর রহমানসহ অন্যদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাগলা বাড়ির মিলন মিয়ার ছেলে সাদির ও তার বন্ধুদের সঙ্গে মোল্লা বাড়ির মস্তু মিয়ার ভাতিজা রাহাতের পাওনা টাকা নিয়ে রাত ৯টার দিকে কথা কাটাকাটি হয়। উভয় পরিবারের অভিভাবক ও স্থানীয়রা তখনকার মতো মিটমাট করে দেন। কিন্তু রাত ১০টার দিকে দু’পক্ষ রামদা, বল্লম, লাঠি আর ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষে অন্তত অর্ধশত আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে শতাধিক বাড়ি ও দোকানপাট।
এলাকার নূর মোহাম্মদ জানান, রাস্তার পাশে তাদের একটি মুদির দোকান আছে। সেটি রাতে বন্ধ করে যাবার পরই সংঘর্ষের সময় ভাঙচুর করে প্রায় লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। এলাকার কাজী বাড়ির লেলিন কাজী জানান, সংঘর্ষে তাদের এলাকার দোকানপাটও ভাঙচুর করা হয়েছে।
মোল্লা বাড়ির মোশারফ মোল্লা জানান, তার ভাতিজা রাহাতকে পাগলা বাড়ির কিছু ছেলে ধরে নিতে চেয়েছিল। এ সময় মোশারফের ছোট ভাই মস্তু মোল্লা বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। এর পরই দু’পক্ষে সংঘর্ষ শুরু হয়। অন্যদিকে পাগলা বাড়ির মিলন মিয়া জানান, ছেলেদের ঝগড়ার কথা শুনে তিনি মোল্লাবাড়ির লোকদের নিয়ে মিমাংসার চেষ্টা করেন। এসময় তাকে মস্তু মোল্লা অপমান করেন। এর পরও মোল্লা বাড়ির লোকদের মিমাংসার কথা বলার পরই তারা দেশীয় অস্ত্র নিয়ে পাগলা বাড়িতে হামলা চালায়। এর পরই দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আব্দুল করিম জানান, আহতদের মধ্যে চারজনকে সৈয়দ নজরুল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, সংঘর্ষের খবর পেয়ে তারা এবং সেনা সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পুলিশ টহল জোরদার করা হয়েছে। তবে কোন পক্ষই মামলা দেয়নি, কেউ আটকও নেই। মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক শ রগঞ জ স ঘর ষ র এল ক র র পরই
এছাড়াও পড়ুন:
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়।
হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ।
সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে।
ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল।
নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।