নাসুম আহমেদ তাহলে পুরো রংপুর রাইডার্সের সাথেই খেলল! যে ভাবনাতে রংপুর আন্দ্রে রাসেল, টিম ডেভিড, জেমস ভিঞ্চকে উড়িয়ে এনে চমক দেখাতে চেয়েছিল, নাসুম সেই ভাবনার কাছাকাছিতেও নেই। হুট করেই বিদেশিরা এসে অকল্পনীয় কিছু করবেন তেমনটা বিশ্বাস করেন না খুলনা টাইগার্সের এই স্পিনার। তার ভাবনাটা বেশ সরল, ‘‘বিদেশিরা তো আমাদের সহযোগিতা করার জন্য। খেলতে হবে স্থানীয়দের।’’
মিরপুরে সেই কাজটাই করে দেখিয়েছেন নাসুম, মিরাজরা। দুই স্পিনার ৩টি করে উইকেট নিয়ে শুরুতেই রংপুরকে ধসিয়ে দিয়েছেন। তাতে ভিঞ্চ, রাসেল, ডেভিডদের নিয়েও রংপুর গুটিয়ে যায় মাত্র ৮৫ রানে। একপেশে এলিমিনেটর ম্যাচ ৯ উইকেটে জিতে ফাইনালের পথে আরেকটু এগিয়ে গেল মিরাজের দল।
৪ ওভারে ১ মেডেনে ১৬ রানে ৩ উইকেট নিয়ে নাসুম এই জয়ের নায়ক। সংবাদ সম্মেলন কক্ষে নিজের আসনে বসতেই অতি সাধারণ নাসুমের কথা, ‘‘রিমান্ডে এসেছি।’’ গণমাধ্যম সামলনো তার কাছে ‘‘রিমান্ড’’ মনে হলেও রাসেল, ডেভিডদের বল করার কাজটা বেশ আত্মবিশ্বাস নিয়েই করেছেন, ‘‘এই উইকেটে আমার বিদেশিদের বল করতে ভালোই লাগে (হাসি)। যে তিন জন বিদেশি খেলবে তা তো আগে জানতাম না। শুনছিলাম আসবে। সেভাবে পরিকল্পনাও করতে পারিনি।’’
আরো পড়ুন:
ধাক্কা সামলে শামীম ঝড়ে চ্যালেঞ্জ ছুঁড়ল চিটাগং
২৪ ঘণ্টায় দুবাই-ঢাকায় রাসেলের দুই ম্যাচ, আশরাফুল বললেন, ‘আদর্শ নয়’
তবে উইকেট ৮৫ রানে অলআউট হয়ে যাওয়ার মতোও ছিল না বলে মত নাসুমের, ‘‘১৮০ রানের উইকেট ছিল। আমার কাছে মনে হয় প্রথম রান আউটে (সৌম্য সরকার) তারা একটু ব্যাকফুটে চলে গেছে।’’
প্রথম কোয়ালিফায়ারের ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের ম্যাচের পরাজিত দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলবে খুলনা। প্রতিপক্ষ হিসেবে তারা চাইছে কাকে? নাসুমের সহজ কথা, ‘‘যেই আসুক টি-টোয়েন্টিতে সবাই সমান।’’ নিজেদের দলের শক্তি যে তাদের একতা সেটা বলতে ভুল করলেন না নাসুম, ‘‘আমাদের বেঞ্চের সবাই বেশ সামর্থ্যবান। কম্বিনেশনের জন্য খেলতে পারছে না। টিম বন্ডিং খুব ভালো। খেলি না খেলি সবাই এক আছি।’’
নতুন বলে নাসুম শুরুতে ২ ওভার করেন। তার করা প্রথম ওভারটিই ছিল মেডেন। সঙ্গে নেন ভিঞ্চের উইকেট। পরের ওভারে ফিরে আউট করেন সাইফ হাসানকে। নবম ওভারে নিজের শেষ ওভার করতে এসে পেয়ে যান টিম ডেভিডের উইকেট। শুরুতে টানা বোলিংয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নাসুম বলেছেন, ‘‘টানা বোলিং করানোর একটাই কারণ তাদের ডানহাতি ব্যাটসম্যান বেশি ছিল। সেখানে আমার বল কার্যকরী ছিল। তাই মিরাজ টানা করিয়ে গিয়েছে।’’
ঢাকা/ইয়াসিন/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব প এল উইক ট
এছাড়াও পড়ুন:
আজ বিশ্ব বাঁশ দিবস
বাঁশ এক ধরনের ঘাস এবং চীর সবুজ বহু বর্ষজীবী উদ্ভিদ। আমাদের দেশে এটি একটি সংবেদনশীল শব্দ। কিন্তু চীনে বাঁশকে শুভশক্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়। এই কারণে চীনা সংস্কৃতির সর্বত্র রয়েছে বাঁশের ব্যবহার। তারা মনে করে বাঁশ নেতিবাচক শক্তিকে প্রতিহত করতে পারে। আজ বিশ্ব বাঁশ দিবস। প্রতি বছরের ১৮ সেপ্টেম্বর দিবসটি পালিত হয়। বাঁশের প্রয়োজনীয়তা ও বাঁশ সম্পর্কিত সচেতনতা ছড়িয়ে দিতেই বিশ্ব বাঁশ দিবস পালিত হয়।
মুলি, তল্লা, আইক্কা, ছড়িসহ নানা ধরনের বাঁশ রয়েছে। পৃথিবীতে ৩০০ প্রজাতির বাঁশ আছে।এর মধ্যে বাংলাদেশ বন গবেষণা ইন্সটিটিউট ৩৩ প্রজাতির বাঁশ সংরক্ষণ করেছে।
আরো পড়ুন:
কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস
পিসিওএস রোগ হলে নারী কী গর্ভধারণ করতে পারেন?
২০০৫ সালে বৈশ্বিকভাবে বাঁশ শিল্পকে উন্নত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় বিশ্ব বাঁশ সংস্থা। ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অষ্টম বিশ্ব বাঁশ কংগ্রেস চলাকালে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় বিশ্ব বাঁশ দিবস।
২০০৯ সালের ওই সম্মেলনে প্রায় ১০০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন এবং দিনটিকে বিশ্ব বাঁশ দিবস হিসাবে মনোনীত করার প্রস্তাবে সম্মত হন। এই দিবস পালনের প্রস্তাব রেখেছিলেন সংস্থার তৎকালীন সভাপতি কামেশ সালাম।
বিশ্বব্যাপী আসবাবপত্র কিংবা গৃহস্থালি প্রয়োজন ছাড়াও বাঁশ ব্যবহার করা হয় খাদ্যদ্রব্য হিসেবে। সবুজ বাঁশের ডালের ভেতরের অংশ অর্থাৎ বাঁশ কোড়ল স্বাস্থ্যের জন্য অনেক উপকারি।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) গ্লোবাল ব্যাম্বু রিসোর্সেস প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি প্রজাতির বাঁশ পাওয়া যায় চীনে। চীনে অন্তত ৫০০ প্রজাতির বাঁশ রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে রয়েছে ২৩২ প্রজাতির বাঁশ। আর ৩৩ প্রজাতির বাঁশ থাকা বাংলাদেশ আছে তালিকার অষ্টমে।
বাঁশ খাদ্য হিসেবেও ব্যবহৃত হচ্ছে। পুষ্টি উপাদান ও মুখরোচক স্বাদের জন্য পাহাড়ি অঞ্চলের মানুষের কাছে খাবার বাঁশ কোড়ল নামে পরিচিত।এর তৈরি স্যুপ, সালাদ, তরকারি বেশ জনপ্রিয়। সাধারণত বাঁশের অঙ্কুরোদগম হওয়ার পর চার থেকে ছয় ইঞ্চি পর্যন্ত যে কচি বাঁশ হয় সেটাই রান্না করে খাওয়া যায়।
ঢাকা/লিপি