প্রকৃতি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়া আমাদের হৃদয়কে করে তোলে প্রশান্ত। এর সঙ্গে যদি যুক্ত হয় সুহৃদ পরিবারের প্রীতি, সেই যাত্রা হয়ে ওঠে এক অনন্য আনন্দময় অভিজ্ঞতা। ঠিক তেমনই একটি দিন কাটিয়েছেন বগুড়া সমকাল সুহৃদ সমাবেশের সদস্যরা। আনন্দ, উচ্ছ্বাস ও সৌন্দর্যের অনন্য মেলবন্ধনে ভরা এ দিনটি তাদের জীবনে একটি চিরস্মরণীয় স্মৃতি হিসেবে থেকে যাবে।
প্রকৃতির স্নিগ্ধতা ও আমাদের মিলনমেলা
বগুড়া সুহৃদ সমাবেশ আয়োজন করে এক দিনের ভ্রমণের। নওগাঁ জেলার সাপাহারের জবই বিলের মনোরম প্রাকৃতিক পরিবেশে আয়োজন করা হয়েছিল এই ‘প্রকৃতি ও প্রীতি যাত্রা’। দিনের শুরু থেকেই সদস্যরা একে একে উপস্থিত হতে থাকেন। তাদের উচ্ছল মুখ আর প্রাণবন্ত হাসি যেন প্রকৃতির সঙ্গেই একাত্ম হয়ে গিয়েছিল। বগুড়া শহর থেকে জয়পুরহাট হয়ে নওগাঁয় যাত্রা করেন সুহৃদরা।
আয়োজনের উদ্দেশ্য ছিল প্রকৃতির নৈসর্গিক রূপ উপভোগ করা এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা। দিনটি কেটেছে বিভিন্ন কার্যক্রম, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ এবং হাসি-আড্ডার মধ্য দিয়ে। সকালের নাশতা থেকে শুরু করে নানা আয়োজন সবার মুখে হাসি ফোটায়।
দিনব্যাপী আয়োজনে যুক্ত হন সুহৃদ উপদেষ্টা সরকারি আজিজুল হক কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মতিউর রহমান, সমকাল উত্তরাঞ্চলীয় প্রতিনিধি লিমন বাসার, সমকাল বগুড়া ব্যুরোপ্রধান এসএম কাওসার এবং হাজী ফিলিং স্টেশন ও হাজী মোটরসের স্বত্বাধিকারী মিজানুর রহমান। এ ছাড়া সুহৃদ সভাপতি আবু মোত্তালেব মানিক, জ্যেষ্ঠ সহসভাপতি সাজিয়া আফরিন সোমা, সহসভাপতি শেখর রায়, মশিউর রহমান জুয়েল, আব্দুর রহমান ও সিরাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক সঞ্জু রায়, সহ-সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি, অর্থ সম্পাদক চন্দন কুমার ঘোষ, দপ্তর সম্পাদক মানিক রতন ঘোষ, নারী ও শিশুকল্যাণ সম্পাদক হাবিবা নাসরিন, সহ-নারী ও শিশুকল্যাণ সম্পাদক রাফসানা আক্তার রাখি, কার্যনির্বাহী সদস্য শানেওয়াজ শাওন, নাহিদ ইসলাম, আতিক হাসান, তুহিন ইসলাম, আরমান হোসেন, আসিফ আহমেদ, রিমি, হুমায়রা ও সরকারি আজিজুল হক কলেজ শাখার সদস্য সিরাজুল ইসলাম।
সভাপতি আবু মোত্তালেব মানিক বলেন, আমরা একটি পরিবারের মতো। প্রকৃতি ও বন্ধুত্বের এ আয়োজন আমাদের বন্ধনকে আরও দৃঢ় করেছে। এ ধরনের আয়োজন আমাদের নতুনভাবে প্রেরণা দেয় এবং প্রকৃতির প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে। আমরা চাই এই যাত্রা যেন আমাদের জীবনকে আরও সমৃদ্ধ ও আনন্দময় করে তোলে।
সারাদিনের কার্যক্রম
আয়োজনের দিনটি নানা ধরনের মজাদার কার্যক্রমে ভরপুর ছিল। খাওয়া-দাওয়া, দলবদ্ধ খেলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রকৃতি ঘুরে দেখার মধ্য দিয়ে দিনটি ছিল ভিন্নরকম আনন্দময়। সদস্যদের প্রাণখোলা হাসি আর আড্ডার পরিবেশ আয়োজনটিকে আরও বেশি স্মরণীয় করে তোলে। সুন্দর এই দিনের প্রতিটি মুহূর্ত যেন একটি স্মৃতি হয়ে রয়েছে। আয়োজনে অংশগ্রহণকারীরা প্রকৃতির সৌন্দর্য এবং পারস্পরিক বন্ধুত্বের মধ্য দিয়ে দিনটিকে উপভোগ করেছেন। এই প্রকৃতি ও প্রীতির যাত্রা সবার জন্য হয়ে থাকবে এক অনন্য অভিজ্ঞতা।
বগুড়া সুহৃদ সমাবেশের এমন আয়োজনগুলো ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা।
সদস্যদের মতে, এ ধরনের আয়োজন আমাদের মনের প্রশান্তি বাড়ায় এবং জীবনকে আরও অর্থবহ করে তোলে।
এই যাত্রা আমাদের মনে করিয়ে দিল জীবনের সরল আনন্দ এখনও খুঁজে পাওয়া সম্ভব। v
সাধারণ সম্পাদক সুহৃদ সমাবেশ, বগুড়া
উৎস: Samakal
কীওয়ার্ড: র রহম ন আনন দ সদস য
এছাড়াও পড়ুন:
মাঠ নিয়ে শ্রাবণের আফসোস
আলোচনা-সমালোচনার মধ্যেও বসুন্ধরা কিংসের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীর বিপক্ষে টাইব্রেকারে কিংসের জয়ের নায়ক ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন সমকালের সঙ্গে। শুনেছেন সাখাওয়াত হোসেন জয়
সমকাল: দু’দিনের ফাইনালের অভিজ্ঞতাটা কেমন হলো?
শ্রাবণ: (হাসি) না, এটা খুব কঠিন ছিল। আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছি এক দিন ফাইনাল খেলব, জিতব এবং উদযাপন করব। কিন্তু প্রাকৃতিক কারণে খেলা অনেকক্ষণ বন্ধ ছিল। বাকি ১৫ মিনিট আরেক দিন। এটা একটা নতুন অভিজ্ঞতা। একই চাপ দু’বার নিতে হলো।
সমকাল: এই মাঠের সমস্যার কারণেই কি এমনটা হয়েছে?
শ্রাবণ: অবশ্যই। এত বড় একটা টুর্নামেন্টের ফাইনাল খেলা যে মাঠে, সেখানে ফ্লাডলাইট নেই। যদি ফ্লাডলাইটের সুবিধা থাকত, ওই দিনই খেলাটা শেষ করা যেত। আমার মনে হয়, দেশের ফুটবলের কিছু পরিবর্তন করা উচিত। বিশেষ করে আমরা যখন জাতীয় দলের হয়ে বিদেশে খেলতে যাই, তখন দেখি অন্যান্য দেশের মাঠ খুব গতিশীল। আমাদের দেশের মাঠগুলো আন্তর্জাতিক পর্যায়ের না। প্রায় সময়ই সমস্যা হয়। আমরা স্লো মাঠে খেলি। বিদেশে গতিশীল মাঠে খেলতে গিয়ে সমস্যায় পড়তে হয়। আমাদের লিগটা যদি আন্তর্জাতিক মানের মাঠে হতো।
সমকাল: পেনাল্টি শুটআউটের সময় কী পরিকল্পনা ছিল আপনার?
শ্রাবণ: আমি আগেও বলেছি যে অনুশীলনের সময় আগের ম্যাচের টাইব্রেকার নিয়ে কাজ করেছি। কে কোন দিকে মারে, সেগুলো ট্রেনিংয়ে দেখিয়ে দিয়েছেন কোচ। কোচের দিকনির্দেশনা অনুযায়ী কাজ করছি এবং সফল হয়েছি।
সমকাল: এমেকার শট ঠেকানোর পর মার্টিনেজের মতো উদযাপন করেছেন। এটি কি আগে থেকেই পরিকল্পনা ছিল?
শ্রাবণ: না, সেভ দেওয়ার পর মাথায় এলো। তাই এমি মার্টিনেজের মতো উদযাপন করেছি। বলতে পারেন, এটি কোনো পরিকল্পনা ছিল না। তৎক্ষণাৎ মাথায় এলো।
সমকাল: জাতীয় দল আর ক্লাব– দুটোর অভিজ্ঞতা যদি একটু বলতেন।
শ্রাবণ: ক্লাব আর জাতীয় দল– দুটো ভিন্ন বিষয়। ক্লাব হচ্ছে শুধু একটা ক্লাবকে প্রতিনিধিত্ব করা। আর জাতীয় দল তো পুরো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করা। যারা ক্লাবে ভালো পারফরম্যান্স করে, তাদেরই জাতীয় দলে ডাকে। আর জাতীয় দলে ডাক পাওয়াটা একজন প্লেয়ারের সবচেয়ে বড় অর্জন।
সমকাল: আপনি একটি সেভ করেছেন। কিন্তু আবাহনীর মিতুল মারমা পারেননি। জাতীয় দলে বেস্ট ইলেভেনে থাকতে পারবেন?
শ্রাবণ: না না, ব্যাপারটা এমন না। ও (মিতুল) সেভ করতে পারেনি আর আমি পারছি– এটি কিন্তু বড় বিষয় না। ও কিন্তু সেমিফাইনালে সেভ করে দলকে ফাইনালে এনেছে। বরং অনুশীলনে কোচ যাঁকে ভালো মনে করেন, তাঁকেই শুরুর একাদশে রাখেন।
সমকাল: একজন গোলরক্ষক হিসেবে নিজেকে কোথায় দেখতে চান?
শ্রাবণ: আমি চাই দেশসেরা গোলরক্ষক হতে। আমার স্বপ্ন আছে, বিদেশে লিগে খেলব।