চট্টগ্রামে নগরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন দুটি কারখানার পোশাককর্মীরা। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তারা বায়েজিদ বোস্তামী সড়কে অবস্থান নেন। এতে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রী ও গাড়িচালক। ১০ ঘণ্টা পর পোশাককর্মীরা সড়ক ছাড়লে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বায়েজিদ বোস্তামী সড়কের টেকনিক্যাল মোড়ের আগে আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড ও ফ্রাঙ্ক অ্যাপারেল লিমিটেড নামে দুটি পোশাক কারখানা রয়েছে। কারখানা দুটি একই মালিকের। গতকাল কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে জানান, বেতন দিতে গড়িমসি করছে মালিকপক্ষ। সর্বশেষ দুই মাস ধরে বেতন পরিশোধ করা হচ্ছে না।
সরেজমিন দেখা যায়, গতকাল কারখানা দুটির সামনের সড়কের উভয় পাশে অবস্থান নিয়ে বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে পণ্য ও যাত্রীবাহী যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। যানজটে আটকা পড়া লোকজন বাধ্য হয়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বারবার সড়ক ছাড়ার অনুরোধ করেন। বেলা ৩টার দিকে কারখানার এক কর্মকর্তা গিয়ে ডিসেম্বর মাসের বেতনের অর্ধেক সোমবার ও মঙ্গলবারের মধ্যে এবং বাকি অর্ধেক ১০ ফেব্রুয়ারির মধ্যে দেওয়ার কথা জানান। এ ছাড়া জানুয়ারির বেতন ২৭ ফেব্রুয়ারিতে পরিশোধের প্রতিশ্রুতি দেন। তবে শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেন। তাদের দাবি, বেতন সোমবারের মধ্যেই দিতে হবে, নয়তো সড়ক ছাড়বেন না। 
বিকেল ৫টার পর শ্রমিকদের একটি প্রতিনিধি দল মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে ডিসেম্বরের বেতন মঙ্গলবার দেওয়ার সিদ্ধান্ত হয় এবং জানুয়ারির বেতন ২৭ ফেব্রুয়ারি পরিশোধের আশ্বাস পান তারা। শ্রমিকরা ডিসেম্বরের বেতন পরিশোধের সিদ্ধান্ত মেনে নেন। তবে জানুয়ারির বেতন পরিশোধের সিদ্ধান্ত মেনে নেননি।
আনোয়ারা ড্রেস মেকার্সের কর্মী আশরাফুল আলম বলেন, ‘ডিসেম্বরের বেতন মঙ্গলবার দুপুরের মধ্যে পরিশোধ করতে হবে। একজন শ্রমিকের বেতনও যদি বকেয়া থাকে, তাহলে আমরা আবার সড়ক অবরোধ করব। এ ছাড়া জানুয়ারির বেতন ১৪ ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করতে হবে। এই দাবি মেনে না নিলে আমরা কাজ না করে কারখানার মধ্যে ধর্মঘট করব।’ রুবি আক্তার নামে এক শ্রমিক বলেন, ‘মালিক সারা মাস কাজ করান। বেতন দেওয়ার নির্ধারিত দিনের আগের দিন কারখানা ছুটি দিয়ে দেন। এভাবে বছরের পর বছর শ্রমিকদের বেতন নিয়ে তালবাহানা করে মালিকপক্ষ।’
শ্রমিকরা জানান, কারখানা দুটির ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন আহমেদ চৌধুরী। শ্রমিকরা মালিকপক্ষকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রতি মাসের বেতন পরের মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। এটা নিয়ে অতীতের মতো কোনো তালবাহানা করা যাবে না। এ ছাড়া কারখানার কিছু দালাল কর্মকর্তা-কর্মচারী রয়েছে। তাদের তালিকা দেওয়া হয়েছে। তাদের চাকরিচ্যুত করতে হবে।
এদিকে সন্ধ্যা ৬টার দিকে সড়ক থেকে সরে যান শ্রমিকরা। তবে আজ মঙ্গলবার দুপুর ২টার মধ্যে বেতন পরিশোধ করা না হলে আবার সড়ক অবরোধের হুমকি দিয়েছেন তারা।
শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সোলাইমান বলেন, কারখানাটিতে বারবার শ্রমিকদের বেতন নিয়ে সমস্যা হয়। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: সড়ক অবর ধ ম ল কপক ষ পর শ ধ র র ধ কর র সড়ক

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ