২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বিষয় কাঠামো, মূল্যায়ন নির্দেশনা, নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ২০২৭ সালের এসএসসি ও সমান পরীক্ষার পাঠ্যসূচিও প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচির ভিত্তিতে অনুষ্ঠিত হবে। এনসিটিবির ওয়েবসাইটে এগুলো প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুনটেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি পরীক্ষা, সংশোধিত বিজ্ঞপ্তিতে আসন বৃদ্ধিসহ যে যে পরিবর্তন এল০২ ফেব্রুয়ারি ২০২৫

জাতীয় শিক্ষাক্রম ২০১২–এর ভিত্তিতে ২০২৫ শিক্ষাবর্ষ থেকে এ শিক্ষাক্রম কার্যকর হয়েছে। এরই আলোকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির বিষয় কাঠামো, নম্বর, সময়বণ্টন ও মূল্যায়নপদ্ধতি প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে এসএসসি/সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজনও প্রকাশ করেছে এনসিটিবি।

*২০২৭ সালের পরীক্ষা থেকে কার্যকর হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষার পাঠ্যসূচি দেখুন এখানে
*নবম ও দশম শ্রেণির বিষয় কাঠামো, নম্বর, সময়বণ্টন ও মূল্যায়নপদ্ধতি দেখুন এখানে
*ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বিষয় কাঠামো, নম্বরবণ্টন, সময়বণ্টন ও মূল্যায়ন পদ্ধতি দেখুন এখানে
*ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন, মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন দেখুন এখানে
*এসএসসি/সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন দেখুন এখানে

আরও পড়ুনডিগ্রি পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট পাবেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা০৫ ফেব্রুয়ারি ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন পর ক ষ র

এছাড়াও পড়ুন:

ধ্রুব’র লেখক সম্মাননা পাচ্ছেন পান্না,কাশেম ও ইউসূফী 

সাহিত্যের ছোট কাগজ ধ্রুব’র অক্টোবর ২০২৫ সংখ্যায় সেরা লেখক নির্বাচিত হয়েছেন বাংলাদশের তিন গুণী লেখক। সম্প্রতি জুড়িবোর্ডের বিবেচনায় তিন এই গুণী লেখক স্ব স্ব লেখায় কৃতিত্বের সাক্ষর রেখে উক্ত পুরস্কারে ভূষিত হন।

এরা হচ্ছেন দেশখ্যাতিমান ছড়া সাহিত্যিক ও গীতিকার গোলাম নবী পান্না,ছড়া সাহিত্যিক ও গবেষক চঞ্চল মেহমুদ কাশেম এবং কবি ও পূঁথিসম্রাট জালাল খান ইউসূফী। আগামী নভেম্বরের শেষের দিকে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দেয়া হবে।

প্রসঙ্গতঃ ১৯ অক্টোবর ধ্রুব’র সম্পাদক বরেণ্য ছড়া সাহিত্যিক সাব্বির আহমেদ সেন্টুর জন্মদিন উপলক্ষ্যে ধ্রুব’র অক্টোবর ২০২৫ সংখ্যাটি তাকে নিবেদিত করা হলে লেখকদের জন্য পুরস্কার ঘোষণা দেয়া হয়।

সেই সুবাদে বাংলাদেশ ও দেশের বাইয়ের লেখকরা তাকে নিয়ে লেখা জমা দেন। তাদের প্রেরিত লেখা বিচার বিশ্লেষনের মাধ্যমে গোলাম নবী পান্না,চঞ্চল মেহমুদ কাশেম ও জালাল খান ইউসূফীর লেখা যথাক্রমে প্রথম,দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করে। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • ২০২৭ পর্যন্ত টেস্ট অধিনায়ক নাজমুল
  • ২০২৬ সালে বিশ্ববাজারে জিনিসপত্রের দাম আরও ৭% কমতে পারে, বাংলাদেশে কেন কমছে না
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত
  • সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ
  • ৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ১৭১
  • আজ টিভিতে যা দেখবেন (১ নভেম্বর ২০২৫)
  • ধ্রুব’র লেখক সম্মাননা পাচ্ছেন পান্না,কাশেম ও ইউসূফী 
  • মেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়পড়ুয়া দৃষ্টিপ্রতিবন্ধী মেয়েটির খরচ জোগানো নিয়ে দুশ্চিন্তা