লালমনিরহাটের হাতীবান্ধায় জুঁই খাতুন (২২) হত্যার বিচারের দাবিতে এলাকাবাসী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এই অবরোধ চলে।

জানা যায়, ৩ বছর পূর্বে একই উপজেলার সিংগিমারী ইউনিয়নের জাহেদুল ইসলামের মেয়ে জুঁই খাতুনের সাথে সানিয়াজান ইউনিয়নের শেখ সুন্দর গ্রামের মমিকুল ইসলামের ছেলে আলী হোসেনের সাথে বিয়ে হয়। গত ৩০ জানুয়ারি সন্ধ্যা ৭:৩০ মিনিটে স্বামী আলী হোসেনের বাড়ি থেকে জুঁই খাতুনের মৃত্যুর খবর আসে। পরিবারের দাবি, স্বামীর নির্যাতনের শিকার হয়ে তিনি মারা যান।

জুঁই খাতুনের মা লিপি বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে স্বামী আলী হোসেন মাদক ও জুয়ার আসক্ত ছিলেন এবং যৌতুকের জন্য জুঁইকে চাপ দিতেন। টাকা আনতে না পারায় মারধর শেষে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি। 

অবরোধের সময় হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিয়া ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, দ্রুত মামলা গ্রহণ ও আসামি গ্রেপ্তারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

এদিকে, পুলিশ প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা ধরে নিয়ে একটি ইউডি মামলা রুজু করলেও, পরিবারের আপত্তির মুখে ও আন্দোলনের চাপে মামলাটি হত্যা মামলা হিসেবে নেওয়ার আশ্বাস দেয়।

 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অবর ধ অবর ধ

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ