Samakal:
2025-07-31@21:47:29 GMT

গুচ্ছ গুচ্ছ বই

Published: 7th, February 2025 GMT

গুচ্ছ গুচ্ছ বই

প্রবন্ধ

মুক্তিযুদ্ধ ও যুদ্ধোত্তর বাংলাদেশ– মেজর (অব.) নাসির উদ্দিন, আগামী প্রকাশনী।। মুক্তিসংগ্রাম, বিপ্লববাদ ও অন্যান্য– আবু সাইদ খান, পাঠক সমাবেশ।। উন্নয়ন ও বিশ্বায়ন: দৃশ্যপট আন্তর্জাতিক ও বাংলাদেশ– রিজওয়ানুল ইসলাম, বাতিঘর।।  বাঙ্গালার ইতিহাস– ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সংগ্রহ-সম্পাদনা-ভূমিকা: দেলওয়ার হাসান, পাঠক সমাবেশ।। স্ক্যান্ডাল অব দি ইউনিভার্স– গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, অনুবাদ: হারুন রশীদ, চন্দ্রবিন্দু প্রকাশন।। এভারেস্ট ও লোৎসে শিখরে– বাবর আলী, চন্দ্রবিন্দু প্রকাশন।। ভাষা আন্দোলন: আবদুল গাফ্‌ফার চৌধুরী– এম আবদুল আলীম, আগামী প্রকাশনী।। চেতনায় নজরুল– আবদুল লতিফ, আগামী প্রকাশনী।। দ্য রথস্‌চাইল্ড: অর্থের ফেরিওয়ালা– আসাদ মিরণ, সময় প্রকাশন।। অল দ্য প্রাইম মিনির্স্টার্স ম্যান– জনার্দন ঠাকুর, অনুবাদ: শফিক ইকবাল, জ্ঞানকোষ প্রকাশনী।। শাহদের শাহ: এক ইরানি স্বৈরশাসকের পতন– রিশার্ত কাপুসচিন্সকি, ওয়াহিদ কায়সার, বাতিঘর।  

কথাসাহিত্য

জুলাই ক্যালাইডোস্কোপ– হাসনাত আবদুল হাই, আগামী প্রকাশনী।। মানচিত্র– শাহীন আখতার, বাতিঘর।। আচার্য ও তার অলীক পাণ্ডুলিপি– স্বকৃত নোমান, অনন্যা প্রকাশনী।। গারিনের মারণরশ্মি– আলেক্সেই তলস্তয়, অনুবাদ : অরুণ সোম, বাতিঘর।।  বিষাদ বসুধা– মোস্তফা কামাল, সময় প্রকাশন।। গুবলু গোয়েন্দা বিপদে– অরুণ কুমার বিশ্বাস, পাঞ্জেরী পাবলিকেশন্স।। গাজা উপত্যকার গল্প: বন্দিমানুষের সুবিন্যস্ত অক্ষরমালা– অনুবাদ ও ভূমিকা: মহিউদ্দীন মোহাম্মদ, ঐতিহ্য প্রকাশনী।। কিশোর গল্প সংকলন– কাইজার চৌধুরী, সময় প্রকাশন।। চিলড্রেন অফ হ্যাভেন– মাজিদ মাজিদি, ফরাসি থেকে অনুবাদ: মুমিত আল রশিদ, ঐতিহ্য প্রকাশনী।। রুমির গভীর প্রেমালাপ— আজিমা মেলিতা ও মারিয়াম মাফি, অনুবাদ: আনোয়ার হোসেইন মঞ্জু, ঐতিহ্য প্রকাশনী।। আবুল হাসানের স্মৃতি– আবিদ আজাদ, ঐতিহ্য প্রকাশনী।। ট্রেন টু ঢাকা– আশীফ এন্তাজ রবি, জ্ঞানকোষ প্রকাশনী।। চট্টিমুণ্ডা ও তার তীর– মহাশ্বেতা দেবী, ঐতিহ্য প্রকাশনী।। হন্ত্রক– এনামুল রেজা, চন্দ্রবিন্দু প্রকাশন।। বৃষ্টি ও নাকফুলের গল্প– এমরান কবির, অনুপ্রাণন প্রকাশনী।। কল মি লাইকা– মোজাফ্‌ফর হোসেন, ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশন।। উড়াল পঙ্খীর দ্যাশে– কুমার প্রীতীশ বল, ইত্যাদি গ্রন্থ প্রকাশ। 

কবিতা

ছিন্নপত্র– রবীন্দ্রনাথ ঠাকুর, ঐতিহ্য প্রকাশনী।। ইসলাম অনুধ্যেয় নজরুলের কবিতা– ঝিঙেফুল প্রকাশনী।। আবিদ আজাদ রচনাবলি (প্রথম খণ্ড), ঐতিহ্য প্রকাশনী।। অতঃপর বিষণ্নতা– উৎপল দত্ত, আগামী প্রকাশনী।।  উপপদ্য– নওরোজ ইমতিয়াজ, জ্ঞানকোষ প্রকাশনী নির্বাচিত ওহী-মাহী ফ্লোরা, চন্দ্রবিন্দু প্রকাশন।। অনুষঙ্গ– আহাদুজ্জামান মোহাম্মদ আলী, অন্যপ্রকাশ।। বলতে লজ্জা নেই– দৃষ্টি দিজা, চন্দ্রবিন্দু প্রকাশন।। অধরা শহীদি মিছিল– মোহাম্মদ রোমেল, জ্ঞানকোষ প্রকাশনী।। ছোটদের অণুকাব্য–দন্ত্যস রওশন, পাঞ্জেরী পাবলিকেশন্স।। মাতাল সার্কাসম্যান– সোয়েব মাহমুদ, চন্দ্রবিন্দু প্রকাশন।। জীবন হাওয়ায় ভাসে– আবদুল্লাহ আল মামুন, চন্দ্রবিন্দু প্রকাশন।। ফুল ও মৃত মাকড়সার জাল– মুনিম রাব্বী, ঐতিহ্য প্রকাশনী।। আমাকে হত্যার জন্য খুঁজছি– মাহমুদ শাওন, চন্দ্রবিন্দু প্রকাশন।। ঝিকটি ফুলের ক্ষমতা– মাজহার সরকার, জাগৃতি প্রকাশনী।। হৃদরোহিনী– মেহেরুন নেসা আলিফ, সেইল পাবলিকেশন।। নরক গুলজারে বাজছে মেহেদী হাসান– তানহিম আহমেদ, বৈভব। 

সাক্ষাৎকার, ভ্রমণ, শিশুসাহিত্য ও ছোটকাগজ 

আইনস্টাইনের সঙ্গে আলাপচারিতা– কার্লস আই.

কাইয়ে, অনুবাদ: আমিনুল ইসলাম ভুইয়া।। ফরহাদ মজহারের সঙ্গে কথাবার্তা, আগামী প্রকাশনী।। ভাত খাওয়ানোর গল্প– আশিক মুস্তাফা, কাকাতুয়া প্রকাশনী।। ঘর হতে শুধু দুই পা ফেলিয়া– হরিশংকর জলদাস, বাতিঘর।। দেয়াঙ, ‘প্রিয় ধান’ সংখ্যা, সম্পাদক– মাহমুদ নোমান।। মীজানুর রহমানের ত্রৈমাসিক পত্রিকা, নদী সংখ্যা: ১৯৯৯-২০০০, সম্পাদক: মীজানুর রহমান ও মশিউল আলম, প্রকাশক: মাওলা ব্রাদার্স।। ভ্রমণ গদ্য, উজবেকিস্তান সংখ্যা, সম্পাদক– মাহমুদ হাফিজ।। সময় পূর্বাপর নভেম্বর-ডিসেম্বর, ২০২৪: তোমার পতাকা যারে দাও।

উৎস: Samakal

কীওয়ার্ড: বইম ল সময় প র ব ত ঘর আবদ ল

এছাড়াও পড়ুন:

কার্টুন, মিমে অভ্যুত্থানের ভিন্ন ধারার দৃশ্যায়ন

টাকার বস্তার ভেতর থেকে মাথা উঁচিয়ে আছেন শুভ্র কেশ, সফেদ দাড়ি, চশমা পরিহিত এক লোক। তাঁর ছবি দেখে তো বটেই, এই বর্ণনা থেকেও তাঁকে চিনবেন দেশবাসী। বর্তমানে কারাগারের বাসিন্দা পতিত স্বৈরশাসকের এই উপদেষ্টা বলছেন, ‘টাকার ওপর আমার বিশ্বাস উঠে গেছে।’ এই ছবির পাশেই এক কাটআউট। সেখানে ‘শেখ হাসিনা পালায় না’ বলতে বলতে দৌড়ে পালাচ্ছেন ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতার মসনদ থেকে উৎপাটিত শেখ হাসিনা।

এমন মজার মজার কার্টুন, মিম, গ্রাফিতি, ভিডিও স্থাপনাকর্মসহ বৈচিত্র্যময় সৃজনসম্ভার নিয়ে শুরু হয়েছে ‘বিদ্রূপে বিদ্রোহ’ নামের ব্যতিক্রমী এক প্রদর্শনী। আয়োজন করেছে অনলাইনভিত্তিক স্যাটায়ার সাময়িকী ‘ইয়ারকি’। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ছয় দিনের এ প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ৫ আগস্ট পর্যন্ত। সবার জন্য প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা।

গত বছর ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল ছিল জুলাই। একটি বৈষম্যহীন, উদার গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য পথে নেমেছিলেন অগণিত মানুষ। শেখ হাসিনার কর্তৃত্ববাদী সরকারকে উৎখাত করতে জীবন উৎসর্গ করেছেন তাঁদের অনেকে। আহত হয়েছেন বেশুমার। রক্তরঞ্জিত রাজপথ বেয়ে এসেছে জনতার বিজয়।

প্রদর্শনীতে প্রবেশপথটির দুই পাশে লাল রঙের পটভূমিতে বড় বড় ডিজিটাল পোস্টার। সেখানে ২ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত প্রতিদিনের বিভিন্ন ঘটনার আলোকচিত্র, সংবাদপত্র, অনলাইন পোর্টাল, টেলিভিশনের রিপোর্ট, ছবি, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমের পোস্ট—এসব তুলে আনা হয়েছে এ পোস্টারগুলোতে। প্রবেশপথটিও লাল রঙের। ‘জুলাই করিডর’ নামে এই রক্তিম পথটি বেয়ে দর্শনার্থীরা প্রদর্শনীতে প্রবেশের সময় অভ্যুত্থানের উত্তাল দিনগুলোর উত্তাপ ফিরে পাবেন।

সম্পর্কিত নিবন্ধ