সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, নারায়ণগঞ্জ শহরের খোলা মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া জামায়াতে ইসলামীর জনসভা। প্রায় চার দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এ জনসভা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকেই শহরের ইসদাইর এলাকায় ওসমানী পৌর স্টেডিয়ামে জনসভার কার্যক্রম শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা.

শফিকুর রহমানের। তার আগমন উপলক্ষে জেলা ও মহানগর জামায়াতের নেতাকর্মীরা অপেক্ষা করছেন।

এদিন সকাল থেকেই নেতাকর্মীরা ওসমানী পৌর স্টেডিয়ামে যেতে থাকেন। একপর্যায়ে স্টেডিয়াম ছাড়িয়ে যায় জনসাধারণের উপস্থিতি।

জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৮৪ সালে ঢাকা থেকে আলাদা হওয়ার পর নারায়ণগঞ্জে এখন পর্যন্ত প্রকাশ্যে খোলা মাঠে জনসমাবেশ করা হয়নি। কয়েকবার উদ্যোগ নিয়ে নানা প্রতিবন্ধকতায় শেষ পর্যন্ত করতে পারেনি জামায়াত। ২০০২ সালে নারায়ণগঞ্জ ক্লাবে কর্মীসভায় তৎকালীন জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী এলেও প্রকাশ্যে কোনো সভা করার সুযোগ হয়নি।

এর আগে জামায়াতের তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজমের নারায়ণগঞ্জ যাওয়ার কথা থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছিলেন শামীম ওসমান।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াত ইসলামের আমির আব্দুল জব্বার বলেন, দীর্ঘদিন পর বড় ধরনের একটি সভা আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, জামায়াত অন্যতম একটি বড় রাজনৈতিক দল। তাদের জনসভাকে কেন্দ্র করে পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। সাদা পোশাকেও রয়েছে পুলিশ। তাদের জনসমাবেশ যেন শান্তিপূর্ণভাবে হয় সে লক্ষ্যে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন।

এনজে

উৎস: SunBD 24

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন ত কর

এছাড়াও পড়ুন:

জেলা প্রশাসককে ২৪’র শহীদদের স্মারক দিল জামায়াত

জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তার হাতে ২৪ এর জুলাই -আগস্ট আন্দোলনে শহীদদের স্মারক গ্রন্থসহ শহীদদের তথ্য ভিত্তিক ডকুমেন্টারি স্বারক দিলেন জামায়াত নেতৃবৃন্দ।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা জেলা প্রশাসকের কার্যালয়ে জামায়াত নেতৃবন্দ এ স্বারক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী শাখার আমীর মাওলানা আবদুল জব্বার। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ জেলা  আমীর জনাব মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, এডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, এডভোকেট নিজাম উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, ২৪ এর জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হাসিনা সরকারের নির্বিচারে ছাত্র- জনতার উপর হামলার ঘটনায় প্রায় ১৮ শত শাহাদাৎ বরণ করে, জামায়াত সেই সকল শহীদদের নিয়ে স্বারক গ্রন্থ তৈরী করে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস চালু হচ্ছে ১০ মাস পর
  • অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে, দুই বন্ধু নিহত
  • আজমির ওসমান বাহিনীর অন্যতম ক্যাডার মাসুম প্রকাশ্যে. আতঙ্ক
  • মে দিবসের সমাবেশকে সফল করতে মহানগর বিএনপির মতবিনিময় সভা 
  • নারায়ণগঞ্জে বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন
  • নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তরুণের মৃত্যু
  • টানা তিন দিনের ছুটিতে রাজধানীতে ৩ বড় সমাবেশ
  • রাজধানীতে পরপর তিন দিনে তিন জনসমাবেশ
  • নারায়ণগঞ্জের কদম রসুল সেতুর সংযোগ সড়কের প্রবেশমুখ পুনর্নির্ধারণের দাবিতে স্মারকলিপি
  • জেলা প্রশাসককে ২৪’র শহীদদের স্মারক দিল জামায়াত