সিসিমপুর না থাকায় আনন্দ নেই শিশুদের
Published: 8th, February 2025 GMT
‘এবার কেন আসে নাই হালুম?’, ‘টুকটুকি কই?’, ‘বই আছে, ওরা নাই কেন?’– গতকাল অমর একুশে বইমেলার সিসিমি ওয়ার্কশপের স্টলে গিয়ে এসব প্রশ্ন শোনা যাচ্ছিল। এর উত্তরে স্টলের সিনিয়র আউটরিচ খলিলুর রহমান বলছিলেন, ‘ইউএসএআইডির প্রকল্প সিসিমপুর।
ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অর্থায়ন বন্ধ রয়েছে। তাই এবার মেলায় সিসিমপুরের আনন্দটা নেই।’ সিসিমপুর না থাকায় প্রথম শিশুপ্রহরে প্রত্যাশিত ভিড় দেখা যায়নি। বইও কম বিক্রি হয়েছে বলে জানিয়েছেন বিক্রয়কর্মীরা।
তবে ব্যতিক্রমী প্রকাশনীগুলোতে ভিড় দেখা গেছে। এ রকম একটি স্টল হলো ‘গুফি’। সেখানে প্রাথমিক শিক্ষার বর্ণ ও শব্দ কার্ড, পপআপসহ নানাভাবে তৈরি বই রাখা হয়েছে। এগুলো শিশুদের আকর্ষণ করছে। এ ছাড়া চড়ুই ডটকমের স্টলে দেখা যায়, শিশুদের উপযোগী বিভিন্ন ধাঁধার গুচ্ছ। শৈশব স্টলে শিশুদের খেলাধুলার ব্যবস্থা ছিল।
পাঞ্জেরী পাবলিকেশন্সের প্রতিনিধি ইফতেখার বলেন, ‘প্রথম শিশুপ্রহরে বাচ্চাদের বই বিক্রির প্রত্যাশিত রূপটা নেই।’
তবে ছুটির দিন হওয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গণের দুই অংশে বাড়তে থাকে নানা বয়সী মানুষের ভিড়। পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে অনেকে মেলায় আসেন।
ঐতিহ্য প্রকাশনীর ব্যবস্থাপক আমজাদ হোসেন কাজল বলেন, ‘উচ্চমার্গীয় পাঠকদের পাশাপাশি নতুন প্রজন্মের বইও আমরা রেখেছি। এ কারণে আমাদের প্যাভিলিয়নে ভিড় লেগে থাকে আর বই না কিনে কেউ যায় না।’
চায়না বুক হাউজ পরিদর্শনে উপদেষ্টা
গতকাল বিকেল ৪টার দিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে চায়না বুক হাউজ পরিদর্শনে আসেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
স্টল পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের মানুষের চিকিৎসাসেবা বাড়াতে হাসপাতাল তৈরি করছে চীন। সহজে ভিসা, টিকিট এবং কম খরচে চিকিৎসা পাওয়ার জন্য উদ্যোগ নিয়েছে।’
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘চীন আমাদের অর্থনীতি ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ সহযোগী। আগামী বছর আমরা ১০টি বই যৌথভাবে প্রকাশ করার ব্যাপারে কাজ করছি। এর মধ্যে পাঁচটি চায়না ভাষার ক্ল্যাসিক বাংলায় অনুবাদ হবে এবং বাংলা ভাষার পাঁচটি ক্ল্যাসিক চায়নিজ ভাষায় অনুবাদ হবে। আমরা ১০টি বই দিয়ে শুরু করছি, সামনে বাড়বে।’
তিনি আরও বলেন, ‘চীনের সঙ্গে আমাদের সাংস্কৃতিক বিনিময়ের কাজ চলমান। চীন দূতাবাসের সহযোগিতায় আমরা সিনেমা নিয়ে একটি কাজ করতে যাচ্ছি, যা বাংলাদেশের সিনেমাপ্রেমীদের আনন্দ দেবে।’
বিভিন্ন বইয়ের পাশাপাশি স্টলটিতে দেখা যায়, চীনা ঐতিহ্যবাহী ড্রাগন, ক্রাফটিংসহ বিভিন্ন শিল্পের প্রর্দশন।
নতুন বই
গতকাল মেলায় নতুন বই আসে ১৮৪টি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সামিহা মাহজাবিন অর্চির উপন্যাস ঐশী রহস্য (ঐকতান প্রকাশনী), মোহাম্মাদ আব্দুল আজিজের কাব্যগ্রন্থ গানের ডালি (লেখাচিত্র), চৌধুরী নূর হুসাইনের কিশোর উপন্যাস মুকুট রাজার দেশে (অন্যপ্রকাশ), শাহনাজ মুন্নীর ছোটগল্প প্রিজন ডিলাক্স ট্যুর (কথাপ্রকাশ) ও ইকবাল খন্দকারের কিশোর উপন্যাস কবিরদের নিখোঁজ রহস্য (পাঞ্জেরী)।
শিশু-কিশোরদের নিয়ে আয়োজন
অমর একুশে উদযাপনের অংশ হিসেবে গতকাল সকাল সাড়ে ৮টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ড.
সকাল ১০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৪৩৩ জন প্রতিযোগী অংশ নেয়। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ড. তারিক মনজুর, অধ্যাপক শায়লা আহমেদ এবং বাচিকশিল্পী শফিকুর রহমান বাহার।
আলোচনা অনুষ্ঠান
গতকাল বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘সাংস্কৃতিক ইতিহাসের দর্পণে গোলাম মুরশিদ পাঠ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন সামজীর আহমেদ। আলোচনায় অংশ নেন স্বরোচিষ সরকার ও গাজী মো. মাহবুব মুর্শিদ। সভাপতিত্ব করেন মোরশেদ শফিউল হাসান।
প্রাবন্ধিক বলেন, বাংলাদেশে সাংস্কৃতিক ইতিহাস প্রাতিষ্ঠানিকতা পেলে গোলাম মুরশিদ হবেন তাঁর পুরোধা ব্যক্তি। তাঁর ইতিহাস চর্চার প্রধানতম বৈশিষ্ট্য হলো উপেক্ষিতের প্রতি নজর, আন্তঃশৃঙ্খলাধর্মিতা এবং ব্যক্তিকে ইতিহাসের কর্তাসত্তায় অধিষ্ঠিত করা।
আলোচকদ্বয় বলেন, অত্যন্ত নির্মোহভাবে মুরশিদ ইতিহাসকে দেখার চেষ্টা করেছেন।
গতকাল জুলাই’র গল্প মঞ্চে শহীদ স্মরণ অনুষ্ঠানে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। লেখক বলছি মঞ্চে নতুন বই নিয়ে আলোচনা করেন ইকতিজা আহসান ও মৃদুল মাহবুব।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মোসা. ইসমত আরা ও মুহাম্মদ ইসমাইল। সংগীত পরিবেশন করেন জি এম জাকির হোসেন, তানজিনা করিম স্বরলিপি, মাকসুদুর রহমান মোহিত খান প্রমুখ।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরু হচ্ছে শনিবার মধ্যরাতে
তিন মাস দুই দিন পর কাপ্তাই হ্রদে শুরু হচ্ছে মৎস্য আহরণ। শনিবার (২ আগস্ট) মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরতে পারবেন জেলেরা।
কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি থাকায় কয়েক বছরের মধ্যে এবার নির্দিষ্ট সময়ে মাছ আহরণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। অন্যান্য বছর ২-৩ দফা সময় বাড়িয়ে প্রায় চার মাস পর মাছ আহরণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতো। কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, প্রজনন এবং অবমুক্ত করা মাছের বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর তিন মাস কাপ্তাই হ্রদে মাছ আহরণে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন।
এদিকে, মাছ আহরণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর শুধু জেলে পাড়া নয়, কর্মচঞ্চল হয়ে উঠেছে জেলার সবচেয়ে বড় মৎস্য অবতরণকেন্দ্র বিএফডিসি ঘাট। মাছ পরিবহন ও সংরক্ষণের জন্য প্রস্তুত করা হচ্ছে ড্রাম, বরফ ভাঙার মেশিন। দীর্ঘ ৯২ দিনের কর্মহীন জীবনের অবসান ঘটাতে প্রহর গুনছেন জেলেরা। ইতোমধ্যে সব প্রস্তুতি সেরে রেখেছেন ব্যবসায়ী ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।
বিএফডিসি সূত্র বলছে, কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধির জন্য ১ মে থেকে ৩০ আগস্ট পর্যন্ত কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ রাখা হয়। এ সময়ে হ্রদে প্রায় ৬০ মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়। কাপ্তাই হ্রদে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় ২৬ হাজার জেলে।
রাঙামাটির শহরের পুরান পাড়া জেলা পল্লীর বাসিন্দা নেপাল দাশ জানিয়েছেন, মাছ ধরায় নিষেধাজ্ঞাকালে যে সরকারি সহায়তা পাওয়া যায়, তাতে পরিবার নিয়ে চলা কঠিন। দীর্ঘ তিন মাস পর মাছ ধরতে নামতে পারব, এতে খুশি আমরা।
নতুন পাড়ার জেলে অমর কান্তি দাশ বলেছেন, হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাবে। তবে, পানিতে ঢেউ থাকায় শুরুতে বেশি মাছ পাওয়া যাবে না। পানি কিছু কমে আসলে ও স্থির হলে ভালো মাছ পাব, আশা করি। হ্রদে নামার জন্য যা যা প্রস্তুতি, সবকিছু শেষ করেছি। জাল ও নৌকা মেরামত করা হয়েছে। এখন শুধু লেকে নামার অপেক্ষা।
রাঙামাটি মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি উদয়ন বড়ুয়া বলেছেন, এবার নিষেধাজ্ঞার শুরু থেকে পর্যাপ্ত বৃষ্টির ফলে কাপ্তাই হ্রদে যথেষ্ট পানি থাকায় মাছ প্রথম থেকেই প্রজনন এবং বড় হওয়ার সুযোগ পেয়েছে। আশা করছি, এবার পর্যাপ্ত মাছ পাওয়া যাবে। ব্যবসায়ীরা সব প্রস্ততি নিয়েছেন। রবিবার সকাল থেকে বিএফডিসি ঘাটে মাছ আসবে।
বিএফডিসির রাঙামাটি অঞ্চলের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেছেন, নিষেধাজ্ঞাকালীন আমাদের উপকেন্দ্রগুলোর যেসব অবকাঠামো সংস্কারের প্রয়োজন ছিল, সেসব আমরা শেষ করেছি। অন্যান্য যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সেসবও শেষ হয়েছে। আশা করছি, গত বছরের মতো এবছরও ভালো মাছ পাওয়া যাবে।
ঢাকা/শংকর/রফিক