‘এবার কেন আসে নাই হালুম?’, ‘টুকটুকি কই?’, ‘বই আছে, ওরা নাই কেন?’– গতকাল অমর একুশে বইমেলার সিসিমি ওয়ার্কশপের স্টলে গিয়ে এসব প্রশ্ন শোনা যাচ্ছিল। এর উত্তরে স্টলের সিনিয়র আউটরিচ খলিলুর রহমান বলছিলেন, ‘ইউএসএআইডির প্রকল্প সিসিমপুর।

ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অর্থায়ন বন্ধ রয়েছে। তাই এবার মেলায় সিসিমপুরের আনন্দটা নেই।’ সিসিমপুর না থাকায় প্রথম শিশুপ্রহরে প্রত্যাশিত ভিড় দেখা যায়নি। বইও কম বিক্রি হয়েছে বলে জানিয়েছেন বিক্রয়কর্মীরা।

তবে ব্যতিক্রমী প্রকাশনীগুলোতে ভিড় দেখা গেছে। এ রকম একটি স্টল হলো ‘গুফি’। সেখানে প্রাথমিক শিক্ষার বর্ণ ও শব্দ কার্ড, পপআপসহ নানাভাবে তৈরি বই রাখা হয়েছে। এগুলো শিশুদের আকর্ষণ করছে। এ ছাড়া চড়ুই ডটকমের স্টলে দেখা যায়, শিশুদের উপযোগী বিভিন্ন ধাঁধার গুচ্ছ। শৈশব স্টলে শিশুদের খেলাধুলার ব্যবস্থা ছিল।

পাঞ্জেরী পাবলিকেশন্সের প্রতিনিধি ইফতেখার বলেন, ‘প্রথম শিশুপ্রহরে বাচ্চাদের বই বিক্রির প্রত্যাশিত রূপটা নেই।’ 

তবে ছুটির দিন হওয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলা প্রাঙ্গণের দুই অংশে বাড়তে থাকে নানা বয়সী মানুষের ভিড়। পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে অনেকে মেলায় আসেন।

ঐতিহ্য প্রকাশনীর ব্যবস্থাপক আমজাদ হোসেন কাজল বলেন, ‘উচ্চমার্গীয় পাঠকদের পাশাপাশি নতুন প্রজন্মের বইও আমরা রেখেছি। এ কারণে আমাদের প্যাভিলিয়নে ভিড় লেগে থাকে আর বই না কিনে কেউ যায় না।’

চায়না বুক হাউজ পরিদর্শনে উপদেষ্টা
গতকাল বিকেল ৪টার দিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে চায়না বুক হাউজ পরিদর্শনে আসেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

স্টল পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশের মানুষের চিকিৎসাসেবা বাড়াতে হাসপাতাল তৈরি করছে চীন। সহজে ভিসা, টিকিট এবং কম খরচে চিকিৎসা পাওয়ার জন্য উদ্যোগ নিয়েছে।’

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘চীন আমাদের অর্থনীতি ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ সহযোগী। আগামী বছর আমরা ১০টি বই যৌথভাবে প্রকাশ করার ব্যাপারে কাজ করছি। এর মধ্যে পাঁচটি চায়না ভাষার ক্ল্যাসিক বাংলায় অনুবাদ হবে এবং বাংলা ভাষার পাঁচটি ক্ল্যাসিক চায়নিজ ভাষায় অনুবাদ হবে। আমরা ১০টি বই দিয়ে শুরু করছি, সামনে বাড়বে।’

তিনি আরও বলেন, ‘চীনের সঙ্গে আমাদের সাংস্কৃতিক বিনিময়ের কাজ চলমান। চীন দূতাবাসের সহযোগিতায় আমরা সিনেমা নিয়ে একটি কাজ করতে যাচ্ছি, যা বাংলাদেশের সিনেমাপ্রেমীদের আনন্দ দেবে।’

বিভিন্ন বইয়ের পাশাপাশি স্টলটিতে দেখা যায়, চীনা ঐতিহ্যবাহী ড্রাগন, ক্রাফটিংসহ বিভিন্ন শিল্পের প্রর্দশন।

নতুন বই
গতকাল মেলায় নতুন বই আসে ১৮৪টি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সামিহা মাহজাবিন অর্চির উপন্যাস ঐশী রহস্য (ঐকতান প্রকাশনী), মোহাম্মাদ আব্দুল আজিজের কাব্যগ্রন্থ গানের ডালি (লেখাচিত্র), চৌধুরী নূর হুসাইনের কিশোর উপন্যাস মুকুট রাজার দেশে (অন্যপ্রকাশ), শাহনাজ মুন্নীর ছোটগল্প প্রিজন ডিলাক্স ট্যুর (কথাপ্রকাশ) ও ইকবাল খন্দকারের কিশোর উপন্যাস কবিরদের নিখোঁজ রহস্য (পাঞ্জেরী)।

শিশু-কিশোরদের নিয়ে আয়োজন
অমর একুশে উদযাপনের অংশ হিসেবে গতকাল সকাল সাড়ে ৮টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ড.

আবদুস সাত্তার। ৭৫০ জন প্রতিযোগী এতে অংশ নেয়।

সকাল ১০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে শিশু-কিশোর আবৃত্তি প্রতিযোগিতার প্রাথমিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৪৩৩ জন প্রতিযোগী অংশ নেয়। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ড. তারিক মনজুর, অধ্যাপক শায়লা আহমেদ এবং বাচিকশিল্পী শফিকুর রহমান বাহার।

আলোচনা অনুষ্ঠান
গতকাল বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘সাংস্কৃতিক ইতিহাসের দর্পণে গোলাম মুরশিদ পাঠ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন সামজীর আহমেদ। আলোচনায় অংশ নেন স্বরোচিষ সরকার ও গাজী মো. মাহবুব মুর্শিদ। সভাপতিত্ব করেন মোরশেদ শফিউল হাসান।

প্রাবন্ধিক বলেন, বাংলাদেশে সাংস্কৃতিক ইতিহাস প্রাতিষ্ঠানিকতা পেলে গোলাম মুরশিদ হবেন তাঁর পুরোধা ব্যক্তি। তাঁর ইতিহাস চর্চার প্রধানতম বৈশিষ্ট্য হলো উপেক্ষিতের প্রতি নজর, আন্তঃশৃঙ্খলাধর্মিতা এবং ব্যক্তিকে ইতিহাসের কর্তাসত্তায় অধিষ্ঠিত করা।

আলোচকদ্বয় বলেন, অত্যন্ত নির্মোহভাবে মুরশিদ ইতিহাসকে দেখার চেষ্টা করেছেন।

গতকাল জুলাই’র গল্প মঞ্চে শহীদ স্মরণ অনুষ্ঠানে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। লেখক বলছি মঞ্চে নতুন বই নিয়ে আলোচনা করেন ইকতিজা আহসান ও মৃদুল মাহবুব।

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মোসা. ইসমত আরা ও মুহাম্মদ ইসমাইল। সংগীত পরিবেশন করেন জি এম জাকির হোসেন, তানজিনা করিম স্বরলিপি, মাকসুদুর রহমান মোহিত খান প্রমুখ।

উৎস: Samakal

কীওয়ার্ড: বইম ল গতক ল

এছাড়াও পড়ুন:

জনবল নিয়োগ দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী, পদ ৪৩০

বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী। নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে ৪৩০ জনকে নিয়োগ দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে। এর মধ্যে ৪০০ জন পুরুষ ও ৩০ জন নারী। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

১. ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)

পদসংখ্যা: ২৮০ (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), জোকেশনালসহ], জিপিএ–৩.৫০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৭.৫ সেন্টিমিটার।

২. রেগুলেটিং

পদসংখ্যা: ১২ (পুরুষ), ৮ (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৭২.৫ (পুরুষ), ১৬০.০২ (মহিলা)।

৩. রাইটার

পদসংখ্যা: ১৮ (পুরুষ), ৪ (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)।

৪. স্টোর

পদসংখ্যা: ১৪ (পুরুষ), ৪ (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)।

৫. মিউজিশিয়ান

পদসংখ্যা: ৮ (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান [মাদ্রাসা (বিজ্ঞান), ভোকেশনালসহ], জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ)।

আরও পড়ুনবিমানবাহিনী নেবে অফিসার ক্যাডেট, দেখুন চাকরির বিস্তারিত১৬ সেপ্টেম্বর ২০২৫

৬. মেডিকেল

পদসংখ্যা: ১০ (পুরুষ), ৬ (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ ন্যূনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ–৩.৫০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)

৭. কুক

পদসংখ্যা: ২৫ (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ–২.৫০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ)

৮. স্টুয়ার্ড

পদসংখ্যা: ১০ (পুরুষ), ৮ (মহিলা)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ–২.৫০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ), ১৫৭.৪৮ (মহিলা)

৯. টোপাস

পদসংখ্যা: ১৫ (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬২.৫ (পুরুষ)।

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭০১৬ সেপ্টেম্বর ২০২৫

১০. এমওডিসি (নৌ)

পদসংখ্যা: ৮ (পুরুষ)।

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান (মাদ্রাসা, ভোকেশনালসহ), জিপিএ–৩.০০ ও তদূর্ধ্ব।

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১৬৭.৫ (পুরুষ)

বেতন ও ভাতা

সশস্ত্র বাহিনীর বেতনকাঠামো অনুযায়ী।

বয়সসীমা

১ জানুয়ারি ২০২৬ তারিখে—

১. নাবিক: ১৭ থেকে ২০ বছর।

২. এমওডিসি (নৌ): ১৭ থেকে ২২ বছর।

আরও পড়ুনটিআইবিতে চুক্তিভিত্তিক নিয়োগ, নেবে ১২৫ জন১৫ সেপ্টেম্বর ২০২৫অন্যান্য শর্ত (সব পদের জন্য)

১. সাঁতার জানা অত্যাবশ্যক।

২. অবিবাহিত (বিপত্নীক/তালাকপ্রাপ্ত নয়)।

৩. চাকরিরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র আনতে হবে।

আবেদনের নিয়ম

www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি

৩০০ টাকা (বিকাশ/নগদ/রকেট/TAP/Ok Wallet)।

আবেদনের শেষ সময়

৫ অক্টোবর ২০২৫।

আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুনসিনিয়র অফিসার নেবে বেসরকারি ব্যাংক, বেতন ৪০০০০১৫ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ