চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড় প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশার (ম্যাক্সিমা) চালকেরা। মামলা না দেওয়া এবং পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা দেওয়ার দাবিতে এই কর্মসূচি পালন করেছেন তাঁরা। আজ রোববার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত চালকেরা সড়ক অবরোধ করেন।

আজ বেলা একটায় সরেজমিন দেখা যায়, সড়কের মাঝখানে অটোরিকশা রেখে বিক্ষোভ করছেন চালকেরা। এতে লালদীঘি থেকে কোতোয়ালি পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে গেছে। দাবি আদায়ে নানা স্লোগানও দেন চালকেরা। আনোয়ার হোসেন নামের এক চালক প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম নগরের কোতোয়ালি থেকে চকবাজার পর্যন্ত চলাচল করেন তাঁরা। এ পথের বিভিন্ন জায়গায় দাঁড়ানোর পর মামলা দিচ্ছে ট্রাফিক পুলিশ। যাত্রী ওঠানামার জন্য তাঁদের এখানে দাঁড়াতে হয়।

আনোয়ার হোসেনের অভিযোগ, কোতোয়ালি মোড়ে দাঁড়ানোর জন্য নির্দিষ্ট জায়গা নেই। কিন্তু মোড়ে দাঁড়ালেই পাঁচ হাজার টাকার মামলা দেওয়া হচ্ছে। অথচ সারা দিন গাড়ি চালিয়ে দুই হাজার টাকাও উঠছে না। সড়কে চলাচল করার জন্য ট্রাফিক পুলিশকে চাঁদা দিতে হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

জসিম উদ্দিন নামের আরেক চালক দাবি করেন, লাইসেন্স, গাড়ির ট্যাক্স-টোকেনসহ কাগজপত্র ঠিক থাকার পরও ট্রাফিক পুলিশ পার্কিংয়ের মামলা দিচ্ছে। এ কারণে রাস্তায় নামতে হয়েছে। হয়রানি বন্ধ করতে হবে। পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জায়গা ঠিক করে দিতে হবে। চালকেরা জানান, কোতোয়ালি থেকে চকবাজার পর্যন্ত অর্ধশতাধিক অটোরিকশা নিয়মিত চলাচল করে।

হয়রানিমূলক মামলা কিংবা চাঁদা দাবির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মারিফুল করিম। তিনি প্রথম আলোকে বলেন, এই মুহূর্তে পুলিশ হয়রানিমূলক মামলা করবে কিংবা চাঁদা দাবি করবে, এমন সুযোগ নেই। তারপরও এ বিষয় নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করা হবে।

জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.

আবদুল করিম প্রথম আলোকে বলেন, ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চালকদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। আপাতত সড়ক থেকে চালকেরা উঠে গেছেন। যান চলাচল শুরু হয়েছে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: র জন য

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ