চিকিৎসা সরঞ্জাম নিয়ে স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। এ জাদুঘরে স্থান পেয়েছে পুরোনো দিনের চক্ষু চিকিৎসা পদ্ধতির নানা সামগ্রী, টেলিফোন, মোবাইল ফোন, বিভিন্ন বাদ্যযন্ত্র, গানের রেকর্ডারসহ বিবিধ দুষ্প্রাপ্য জিনিস।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে ডা. মুকতাদির চক্ষু হাসপাতালের দ্বিতীয় তলায় রয়েছে এ জাদুঘর। যা প্রতিষ্ঠা করেছেন খ্যাতনামা চক্ষু চিকিৎসক মুকতাদির।
স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের স্বাগত জানানোর জন্য প্রবেশদ্বারে রাখা হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যের হুঁকা ও পানদানি। এ ছাড়া রয়েছে নানা সময়ের চশমা, মোমদানি, হারিকেন, কুপিবাতি, কলেরগান (গ্রামোফোন), হ্যাজাকবাতি, কেরোসিন স্টোভ, রেডিও, টেপ রেকর্ডার, হারমোনিয়াম, হাওয়াইয়ান গিটার, তবলা, টেলিফোন, ফ্যাক্স মেশিন, ট্রানজিস্টর ও ক্যাসেট প্লেয়ার, সাদা-কালো টিভি, টাইপ রাইটার, ভিসিআর, ক্যাসেট, তারবিহীন ইন্টারকম, সিডি প্লেয়ার ও ডিভিডি প্লেয়ার।
গত ১ জানুয়ারি জাদুঘরটি উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা.
স্মৃতি যাদুঘরে স্বাধীনতা পদকপ্রাপ্ত চক্ষু চিকিৎসক অধ্যাপক এ কে এম এ মুকতাদিরের বর্ণাঢ্য কর্মজীবনের নানা স্মৃতিবিজড়িত অসংখ্য নিদর্শন রয়েছে। রয়েছে তাঁকে নিয়ে ৪৭ বছরের প্রকাশিত বিভিন্ন সংবাদপত্রের কাটিং। এ জাদুঘরে ৬২টি দেশের মুদ্রাও রাখা হয়েছে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//