ছাত্র সংসদ নির্বাচনকালে ছাত্র রাজনীতি বন্ধের সুপারিশ!
Published: 10th, February 2025 GMT
সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি ‘পুরোপুরি’ বন্ধের সুপারিশ করেছে অর্থনৈতিক কৌশল পুনর্নির্ধারণ-সংক্রান্ত টাস্কফোর্স। ফলে ছাত্র রাজনীতি নিয়ে পুরোনো বিতর্ক নতুন করে ফিরে এসেছে। ৪ ফেব্রুয়ারি প্রকাশিত সমকালের প্রতিবেদন অনুযায়ী, টাস্কফোর্স এ সুপারিশের কারণও বলেছে। তাদের মতে, দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় ব্যাপক পরিসরে ছাত্র রাজনীতি দেখা যায়, যা একাডেমিক স্বাধীনতার ক্ষেত্রে অন্যতম বড় চ্যালেঞ্জ।
বিশ্ববিদ্যালয়গুলোতে যখন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আয়োজন চলছে, তখনই এ সুপারিশ এলো। ইতোমধ্যে এ সুপারিশের প্রতিবাদও জানিয়েছে কোনো কোনো ছাত্র সংগঠন। এটা সত্য, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে এক ধরনের জনমত গড়ে উঠেছে। ৫ আগস্টের পরে কেউ কেউ এর পক্ষে কথাও বলেছেন। কিন্তু মাথাব্যথার দাওয়াই হিসেবে টাস্কফোর্স মাথা কাটার সুপারিশ করেছে। সর্বশেষ চব্বিশের গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সব ক্রান্তিকালে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে। আগামীর জাতীয় নেতৃত্ব গড়ে তোলার জন্যও শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি চালু রাখতে হবে।
তবে হ্যাঁ, এত দিন শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির নামে দলীয় লেজুড়বৃত্তির যে অপচর্চা ছিল, তা বন্ধ করা জরুরি। টাস্কফোর্স যদি সুপারিশ করত– ‘দলবাজি’ বন্ধ করতে হবে, তা যথার্থ হতো। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পরই আমি লিখেছি, ‘ছাত্র ও শিক্ষক রাজনীতির নামে দলবাজির কারণে শুধু শিক্ষাঙ্গনে পড়াশোনার পরিবেশই বিঘ্নিত হয়নি; একই সঙ্গে উচ্চশিক্ষার মূল উদ্দেশ্যও ব্যাহত হয়েছে।’ (রাষ্ট্র সংস্কার শুরু হোক শিক্ষাঙ্গনে সংস্কার দিয়ে, সমকাল, ১৬ আগস্ট ২০২৪)।
আমি এটাও মনে করি, সুস্থ ধারার ছাত্র রাজনীতি নিশ্চিত হতে পারে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমেই। জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীরা যে ৯ দফা ঘোষণা করে, সেখানে তাদের একটি দাবি ছিল– শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ চালু করতে হবে। সে কারণেই ৫ আগস্টের পর ছাত্র সংসদ নির্বাচনের দাবি জোরালো হয়।
গত বছরের শেষ দিক থেকে যখন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ছাত্র সংগঠনগুলো আলোচনা শুরু করে, তখন প্রায় সবাই দ্রুত নির্বাচনের দাবি করলেও বিএনপির সহযোগী ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ভিন্ন অবস্থান আমরা দেখেছি। বিশেষ করে ডিসেম্বরে এ লক্ষ্যে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈঠকে ছাত্রদল অংশ নেয়নি। পরে তারা ছাত্র সংসদ নির্বাচনের আগে ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের দাবি তোলে। একদিকে বিএনপি জাতীয় নির্বাচনের আগে সংস্কার চাইছে না, অন্যদিকে ছাত্রদল ছাত্র সংসদ নির্বাচনের আগে সংস্কার দাবি করছে। বিপরীতমুখী এ অবস্থানে আপাতদৃষ্টিতে মনে হয়েছে, ছাত্রদল সংস্কারের কথা বলে ছাত্র সংসদ নির্বাচন বিলম্বিত করতে চায়। এ আশঙ্কা অবশ্য উড়িয়ে দিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। ‘দ্রুত ছাত্র সংসদ নির্বাচন চায় ছাত্রদল’ শিরোনামে সম্প্রতি তিনি এক লেখায় বিস্তারিত লিখেছেন। ছাত্রদলও যখন ‘দ্রুত’ ছাত্র সংসদ নির্বাচনের কথা বলছে, তার মানে, এ ব্যাপারে জাতীয় ঐক্য তৈরি হয়েছে। অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবিরসহ প্রায় সব ছাত্র সংগঠন এখন ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে। তবে হ্যাঁ, ছাত্রদল এখনও সংস্কার চায়। সে সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হতেই পারে।
আমরা দেখছি, সবার আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পূর্বঘোষিত রূপরেখা অনুযায়ী, গত ১ ফেব্রুয়ারি জাকসু নির্বাচনের তপশিল ঘোষণার কথা ছিল। তবে জাকসুর গঠনতন্ত্রের সংস্কারসহ প্রয়োজনীয় সংস্কারের দাবিতে ছাত্রদল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রশিবির ও অন্যান্য সংগঠনের পাল্টাপাল্টি অবস্থানের কারণে তা পিছিয়ে যায়। সম্প্রতি জাকসু নির্বাচন-সংক্রান্ত পরিবেশ পরিষদের সভা শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.
জাকসু নির্বাচনের যে রোডম্যাপ এসেছে, তা অন্যান্য বিশ্ববিদ্যালয়ও অনুসরণ করতে পারে। ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে এলে দ্রুততম সময়ের মধ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ও এগিয়ে আসতে পারে। ডাকসুর ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেভাবে ভাববে নিশ্চয়।
বস্তুত ক্যাম্পাসে ছাত্র সংসদভিত্তিক ছাত্র রাজনীতির বিকল্প নেই। নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শিক্ষার্থীদের চাওয়া-পাওয়ার প্রতিফলন ঘটানো দরকার, যেখানে কোনো একক রাজনৈতিক দলের আধিপত্য থাকবে না। দলীয় প্রভাব বলয় থেকে শিক্ষাঙ্গনকে মুক্ত রাখতে রাজনৈতিক সরকার আসার আগেই ছাত্র সংসদ নির্বাচন সম্পন্ন করা জরুরি। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আসা বর্তমান অন্তর্বর্তী সরকার এ ক্ষেত্রে ব্যর্থ হলে ক্যাম্পাসে পুরোনো সেই দলবাজি ও খুনোখুনির রাজনীতি ফিরে আসার শঙ্কা আছে। বর্তমানে হলগুলোতে হল প্রশাসনের যে নিয়ন্ত্রণ আছে, সেই নিয়ন্ত্রণও আলগা হয়ে যেতে পারে। সে জন্যই তিন থেকে ছয় মাসের মধ্যেই দেশের শিক্ষাঙ্গনগুলোতে ছাত্র সংসদ নির্বাচন হওয়া জরুরি।
গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ডাকসু সংলাপ: সংস্কার ও নির্বাচন’ বিষয়ে এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা যথার্থই বলেছেন, ছাত্র সংসদ নির্বাচন হবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারের অংশ, যাতে প্রতিবছর নির্দিষ্ট সময়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় রাজনীতিতে যা-ই ঘটুক, তার প্রভাব ডাকসুর ওপর পড়বে না– এটি নিশ্চিত করতে আমাদের রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে।
৫ আগস্ট আওয়ামী লীগ ও ছাত্রলীগের যে পরিণতি হয়েছে, সেখান থেকে রাজনীতিকদের শিক্ষা নিতেই হবে। ছাত্রনেতারাও নিশ্চয় বাস্তবতা অনুধাবন করে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত সময়ে করার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহায়তা করবেন।
মাহফুজুর রহমান মানিক:
জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল
mahfuz.manik@gmail.com
উৎস: Samakal
কীওয়ার্ড: ছ ত র র জন ত ছ ত র স গঠন র জন ত ক ৫ আগস ট ছ ত রদল সরক র
এছাড়াও পড়ুন:
মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার
রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।
ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’