প্রায় দুই যুগের ক্যারিয়ার। তবে পরিচিতি আর স্বীকৃতি পেতে অনেকটা সময় লেগে গেল। নির্মাতারা যেমন তাঁকে খুঁজে পাননি, তেমনি ব্যক্তিগত নানা ঝঞ্ঝাটে অভিনয় থেকেই স্বেচ্ছাবিরতি নিয়েছিলেন কিরান কালকিন। ‘সাকসেশন’-এর পর ‘আ রিয়েল পেইন’ দিয়ে কক্ষপথে ফিরলেন এই মার্কিন অভিনেতা।
গত এক দশকের অন্যতম আলোচিত সিরিজ ‘সাকসেশন’। এইচবিওর এ সিরিজে রোমান রয় চরিত্রে অভিনয় করে এমি, গোল্ডেন গ্লোব, সেগ জেতেন কিরান।
সেই সিরিজের সাফল্যের রেশ কাটতে না কাটতেই ‘আ রিয়েল পেইন’ ছবিতে বেঞ্জি চরিত্রে হাজির হলেন ৪২ বছর বয়সী অভিনেতা। জেসি আইজেনবার্গ পরিচালিত সিনেমাটি গত বছর সানড্যান্সে প্রিমিয়ারের পর থেকেই আলোচনায় ছিল। ২০২৪ সালের নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তির পর ছবিটির প্রশংসায় যোগ দেন সাধারণ দর্শক। ৩০ লাখ ডলার বাজেটের সিনেমাটি প্রেক্ষাগৃহে ১ কোটি ৮০ লাখের বেশি ব্যবসা করে। গত মাসে এ সিনেমায় অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোবে পার্শ্বচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জেতেন কিরান, একই বিভাগে অস্কারেও মনোনয়ন পেয়েছেন।
‘আ রিয়েল পেইন’–এর দৃশ্য। আইএমডিবি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে