‘সৃজনে মননে আমরা সুহৃদ’– এ প্রতিপাদ্যে সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে দেশের বিভিন্ন ইউনিটের সুহৃদদের অংশগ্রহণে শুরু হয়েছে ‘সুহৃদ আড্ডা’। বছর ঘুরে আবার এসেছে ফেব্রুয়ারি। বাঙালির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ মাসটির পরিচিতি ‘ভাষার মাস’ হিসেবে। এ মাসটিকেই সুহৃদরা বেছে নিয়েছেন আড্ডা-আসরের জন্য। গান, আবৃত্তি, গল্প-আড্ডা আর কথামালায় সাজানো অনলাইন এ আসর ৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। ৮ বিভাগের আট জেলার সুহৃদ প্রতিনিধির পাশাপাশি ঢাকা কেন্দ্রীয় কমিটির সুহৃদরা অংশ নেন সূচনা পর্বে। সুহৃদ আড্ডা ২০২৫-এর উদ্বোধন করেন সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান।
তিনি বলেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে পারস্পরিক যোগাযোগ বাড়াতে অনলাইন আড্ডা অত্যন্ত কার্যকর একটি পদক্ষেপ। যানজটসহ বিভিন্ন কারণে আমাদের মাঝে যে স্থবিরতা নেমে এসেছে তা কাটিয়ে তরুণ মনে নতুন প্রাণের সঞ্চার করবে এবং দেশজুড়ে ছড়িয়ে থাকা সুহৃদদের সঙ্গে যোগাযোগ ও ভাবের আদান-প্রদানের সময়োপযোগী উদ্যোগ ‘সুহৃদ আড্ডা’। কোনো ভালো উদ্যোগ গ্রহণের পরে তা চলমান রাখা কঠিন, তাই আমি প্রত্যাশা করি সুহৃদরা এ আড্ডা নিয়মিতভাবে আয়োজন করবে; যাতে আমরা পাস্পরিক ভাবের লেনদেন করতে পারি। এই যোগাযোগের ফলে তোমরা নিজের কাজ সম্পর্কে অন্যকে জানাতে ও অন্যের কাজ সম্পর্কে নিজেরা জানতে পারবে। আমরা আমাদের লেখালেখি নিয়ে আলোচনা করতে পারি। এ আড্ডায় ধারাবাহিকভাবে অধিকসংখ্যক সুহৃদকে যুক্ত করা যেতে পারে। গল্প, কৌতুক, গান, আড্ডায় সুহৃদদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করবে। সবাই নতুন করে স্বপ্ন দেখছে। তোমাদের সেই স্বপ্নকে মেধা ও শ্রম দিয়ে বাস্তবায়ন করতে হবে।
উদ্বোধনী পর্বে অংশ নেন– সুহৃদ সমাবেশ ঢাকা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব ফরিদুল ইসলাম নির্জন, ফরিদপুরের সহসভাপতি শিক্ষক মো.
আবু হেনা মোস্তাফা কামালের ‘একুশের কবিতা’ থেকে আবৃত্তির মধ্য দিয়ে আড্ডা শুরু করেন সঞ্চালক সমকাল সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক মো. আসাদুজ্জামান। সুহৃদদের মধ্যে পরিচয় পর্ব শেষে সাংগঠনিক আলোচনার পর সুস্মিতা সিনহা বীথি ও জান্নাতুল ফিরদাউস মিমের গানে নতুন উদ্যম পায় আড্ডা। সাইয়ারা আফিয়া ঝুমুরের আবৃত্তি আর প্রশান্ত সরকারের অভিনয় দর্শকের প্রশংসা কুড়ায়। শিক্ষাজীবন থেকে ক্যারিয়ার পর্বে যাত্রার অভিজ্ঞতা ভাগাভাগির পাশাপাশি সংগঠন চর্চার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত থেকে বিভিন্ন ইউনিটের কর্ম পরিকল্পনা সবই আলোচনায় উঠে আসে। সুহৃদদের আগ্রহের ভিত্তিতে পরবর্তী আড্ডা লেখক ও সুহৃদদের প্রকাশিত বই নিয়ে আয়োজনের সিদ্ধান্ত হয়। v
সুহৃদ ঢাকা
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার
জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২১ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার সার্বিক প্রস্তুতি শেষ হয়েছে।
নির্বিঘ্ন, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭২ হাজার ৬২ জন পরীক্ষার্থী আবেদন করে। গত ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২৮ এপ্রিল ফলাফল প্রকাশিত হয়। আগামী ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।