গাজীপুরের শ্রীপুর উপজেলায় ছুটির টাকা পরিশোধ, শ্রমিক ছাঁটাই বন্ধ ও নির্যাতনের প্রতিবাদসহ ১৬ দফা দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ক্রাউন এক্সক্লুসিভ ওয়ার লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এ সময় শ্রমিকরা সড়কে গাছের ডালপালা পুড়িয়ে প্রতিবাদ জানায় এবং কারখানার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং পথচারী ও যাত্রীরা ভোগান্তিতে পড়ে।

শ্রমিকদের দাবি, বাৎসরিক অর্জিত ছুটির বকেয়া টাকা পরিশোধ, টিফিন বিল প্রদান, ঈদ বোনাস বেসিকের সমপরিমাণ করা, এক হাজার টাকা হাজিরা বোনাস চালু, শ্রমিক ছাঁটাই বন্ধ, শ্রমিকদের প্রতি খারাপ আচরণ বন্ধ এবং সুয়িং ইনচার্জ কাইয়ূম ও লিংকিং ফেরদৌসকে চাকরিচ্যুত করা ইত্যাদি। শ্রমিকদের দাবি, এ সব শর্ত পূরণ করা হলে তারা কাজে যোগ দেবেন।

আরো পড়ুন:

লিবিয়া থেকে উদ্ধারের জন্য ২৭ বাংলাদেশির আকুতি

খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের ধর্মঘট 

শ্রমিকদের অভিযোগ, কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ছুটির টাকা ও টিফিন বিল পরিশোধ করছে না, অনিয়মিত হাজিরা বোনাস দিচ্ছে এবং কথায় কথায় শ্রমিক ছাঁটাই করছে। পাশাপাশি সন্ত্রাসীদের দিয়ে তাদের ভয়ভীতি দেখানো হয় ও নির্যাতন করা হয়।

শ্রমিকদের অভিযোগের বিষয়ে ক্রাউন এক্সক্লুসিভ ওয়ার লিমিটেড কারখানার ব্যবস্থাপনা পরিচালকের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

শ্রীপুর শিল্প পুলিশের পরিদর্শক আবদুল লতিফ জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ১৬ দফা দাবির মধ্যে ১৪টি মেনে নিয়েছেন। তবে কারখানায় মোবাইল ফোন ব্যবহারের অনুমতি ও দুইজন ইনচার্জকে চাকরিচ্যুত করার বিষয়ে তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে। শ্রমিকরা আগামীকাল থেকে কাজে যোগ দেওয়ার আশ্বাস দিয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুপুরের পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

ঢাকা/রফিক/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ