ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের, যাত্রীদের ভোগান্তি
Published: 11th, February 2025 GMT
তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় কলেজ স্থানান্তরের দাবি উপেক্ষা, কলেজের কার্যক্রম বন্ধ ও অন্যত্র পাঠদানের সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে সদর উপজেলার সাহেপ্রতাপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
অবরোধের কারণে দূরপাল্লার বিভিন্ন গন্তব্যের যাত্রীবাহী বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা ব্যানার হাতে বিভিন্ন স্লোগান দিতে দিতে মহাসড়কের সাহেপ্রতাব মোড়ে আসেন। পুলিশের বাধা ডিঙিয়ে তাঁরা মহাসড়কে বসে পড়েন।
অবরোধে থাকা শিক্ষার্থীরা বলছেন, নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের অধীন নিয়ে পাঠদানের দাবি তাঁদের দীর্ঘদিনের। সরকার বিষয়টি আমলে না নিয়ে বরং নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি এ কলেজের শিক্ষার্থীদের পাঠদান প্রক্রিয়া টাঙ্গাইলের কালিহাতী ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অপমানজনক। নরসিংদীর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধের এই প্রক্রিয়া শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না।
দাবি পূরণে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন জানিয়ে শিক্ষার্থীরা বলেন, আন্দোলনের অংশ হিসেবে তাঁরা বেশ কয়েকবার ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সভা-সমাবেশ ও মানববন্ধন করেছেন। কর্তৃপক্ষ তাঁদের দাবি বাস্তবায়নে একাধিকবার আশ্বাস দিয়েও পূরণ করেনি। নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে তাঁত বোর্ড থেকে সরিয়ে বস্ত্র অধিদপ্তরের অধিভুক্ত করে নরসিংদীতেই কলেজ পরিচালনার দাবি তাঁদের।
শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের খবর পেয়ে বেলা আড়াইটায় জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী ও পুলিশ সুপার আবদুল হান্নান স্থানীয় সেনা ক্যাম্পের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের নিবৃত্ত করার চেষ্টা করেন। বেলা তিনটায় এই প্রতিবেদন লেখার সময়ও মহাসড়ক অবরোধ আন্দোলন থেকে সরে আসেননি শিক্ষার্থীরা। জানতে চাইলে মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমরা এসেছি শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে উঠে যাওয়ার অনুরোধ নিয়ে। তাঁদের সঙ্গে কথা বলছি, অবরোধ তুলে দেওয়ার চেষ্টা চলছে।’
এর আগে গত ৯ ডিসেম্বর একই স্থানে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরবর্তীকালে গত ৬ জানুয়ারি বেলা দুইটা থেকে প্রতিষ্ঠানটির সেমিনারকক্ষে তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দিকীসহ কমপক্ষে ১৫ জন কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন তাঁরা। ওই দিন রাত ৯টায় জেলা প্রশাসক, পুলিশ সুপার ও দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের হস্তক্ষেপে লিখিত প্রতিশ্রুতি দিয়ে অবরুদ্ধ দশা থেকে বের হয়েছিলেন ওই কর্মকর্তারা।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।
ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।
আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।
আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।
ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।
আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫