যুক্তরাজ্যের ওয়ার্ক পারমিটসহ (কাজের অনুমতি) ছয়টি ভিসা দেওয়ার কথা বলে সিলেটে এক ব্যক্তির কাছ থেকে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। ভিসা দিতে না পারায় টাকা ফেরত চাইলে নানা টালবাহানা করছেন অভিযুক্ত সৈয়দ উবায়দুর রহমান। একপর্যায়ে এলাকাবাসীর মধ্যস্থতায় ১২ লাখ টাকার চেক দিলেও সেগুলো ব্যাংকে ডিজঅনার (প্রত্যাখ্যাত) হয়েছে। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে।

ভুক্তভোগী ব্যক্তির নাম এস কে আজাদ আমিন। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর এলাকার বাসিন্দা। অভিযুক্ত উবায়দুর রহমানকে গ্রেপ্তার ও টাকা ফেরতের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তিনি। সৈয়দ উবায়দুর রহমান ওসমানীনগরের দক্ষিণ তাজপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে সিলেট নগরের কুয়ারপাড় এলাকায় বসবাস করেন।

অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে সৈয়দ উবায়দুর রহমান বলেন, ৬০ লাখ টাকা নয়, এস কে আজাদের সঙ্গে ১৬ লাখ টাকার লেনদেন হয়েছিল। তবে সালিসের মাধ্যমে তিনি ৪ লাখ টাকা ফেরত দিয়েছেন। বাকি টাকা আরও কিছুদিন পর দেওয়ার কথা, কিন্তু এর মধ্যে মামলা হয়েছে। এখন যেহেতু মামলা হয়েছে, বিষয়টি আইনি প্রক্রিয়াতেই সমাধান হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এস কে আজাদ অভিযোগ করেন, যুক্তরাজ্যের ছয়টি ওয়ার্ক পারমিট ভিসার ব্যবস্থা করে দিতে ২০২২ সালের শুরুর দিকে এস কে আজাদের সঙ্গে উবায়দুর রহমানের ১০ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকার চুক্তি হয়। এর মধ্যে প্রত্যেক ভিসার জন্য অগ্রিম হিসেবে ২ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা তাঁকে দেওয়া হয়। এর কয়েক মাস পর উবায়দুর ভিসা পেয়েছেন জানিয়ে হোয়াটসঅ্যাপে ভিসার ছবি পাঠান। পরে তিনি বাকি ৪৮ লাখ টাকা দিতে বলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, একপর্যায়ে এস কে আজাদ ব্যাংকের মাধ্যমে তাঁর অবশিষ্ট ৪৮ লাখ টাকা প্রদান করতে চাইলে উবায়দুর নগদ টাকা তাঁর হাতে তুলে দিতে অনুরোধ করতে থাকেন। তাঁর অনুরোধের পরিপ্রেক্ষিতে নগদ ৪৮ লাখ টাকা উবায়দুরের কাছে দেওয়া হয়। এরপর তাঁর হাতে ভিসাসংবলিত পাসপোর্ট তুলে দেওয়ার কথা থাকলেও তিনি কুরিয়ার সার্ভিসে পাসপোর্ট পাঠান। কিন্তু পাসপোর্টে কোনো ভিসা ছিল না। তখন তাঁরা প্রতারিত হওয়ার বিষয়টি বুঝতে পারেন।

এস কে আজাদ অভিযোগ করেন, এ নিয়ে একাধিবার যোগাযোগ করা হলে উবায়দুর রহমান নানা টালবাহানা করতে থাকেন। সব টাকা ফেরত দিতে একের পর এক তারিখ করতে থাকেন। এলাকাবাসীর মধ্যস্থতায় একপর্যায়ে গত বছরের ২১ জুলাই তিনি ২ লাখ টাকা করে ৬টি চেক দেন। কিন্তু চেকগুলো ডিজঅনার হলে আবারও মধ্যস্থতাকারীদের সহায়তায় তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি আশ্বাস দেন, ৯ ডিসেম্বর চেকগুলো ক্যাশ হবে। কিন্তু ১০ ডিসেম্বর আবারও ব্যাংক কর্তৃপক্ষ জানায়, অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই। এরপর গত ১২ ডিসেম্বর উবায়দুরের নামে তিনি লিগ্যাল নোটিশ পাঠালেও তিনি টাকা ফেরত দেননি। এসব ঘটনায় গত ১৪ জানুয়ারি সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে পৃথক দুটি মামলা করেন আজাদ। এ ছাড়া ভিসা জালিয়াতির অভিযোগে তাঁর বিরুদ্ধে আরেকটি মামলা দায়েরের বিষয়টিও প্রক্রিয়াধীন।

এস কে আজাদ আমীন বলেন, অনেকের সঙ্গে একই ধরনের প্রতারণা ও জালিয়াতি করে উবায়দুর রহমান। তিনি তাঁর দুই বোনকে ইংল্যান্ড পাঠিয়েছেন। নিজের বাসা আরও সম্প্রসারিতসহ বিলাসী জীবনযাপন করছেন। সংবাদ সম্মেলনে উবায়দুরকে দ্রুত গ্রেপ্তার করে সহজ–সরল বিদেশযাত্রীদের ক্ষতির হাত থেকে রক্ষার আহ্বানও জানান তিনি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ৬০ ল খ ট ক য গ কর

এছাড়াও পড়ুন:

১০ টাকায় ইলিশ বিতরণ, জনতার চাপে ‘মাফ চেয়ে’ এলাকা ছাড়ালেন ‘এমপি প্রার্থী’

ফরিদপুরে সদরপুর উপজেলায় মাত্র ১০ টাকায় ইলিশ মাছ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন রায়হান জামিল নামের এক ব্যক্তি। কিন্তু বিতরণের জন্য যে পরিমাণ মাছ তিনি এনেছিলেন, তার থেকে লোকসংখ্যা কয়েক গুণ বেশি হয়। সবাইকে মাছ দিতে না পেরে জনতার বিক্ষোভের মুখে কোনোরকমে এলাকা ছাড়েন তিনি।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে। তিনি ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর ৪ আসনের একজন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে এলাকায় তৎপরতা চালাচ্ছিলেন। এরই অংশ হিসেবে ‘জনগণের মন জয় করার জন্য’ তিনি ১০ টাকায় ইলিশ মাছ বিক্রির উদ্যোগ নিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রায়হান জামিল ‘স্বতন্ত্র প্রার্থী’ পরিচয় দিয়ে সপ্তাহখানেক আগে সদরপুরের বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটান। তাতে তিনি লেখেন, ১০ টাকায় ইলিশ মাছ দেবেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ব জাকের মঞ্জিল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই ইলিশ দেওয়ার কথা। এ খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকাল থেকে শত শত মানুষ জাকের মঞ্জিল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমান। বিতরণ শুরুর একপর্যায় মাছ ফুরিয়ে যায়। তখন মাছ নিতে না পারা লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে রায়হান জামিল পালিয়ে আত্মরক্ষা করেন।

‘স্বতন্ত্র এমপি প্রার্থী’ পরিচয়ে ১০ টাকায় ইলিশ বিতরণ করতে যাওয়া রায়হান জামিল

সম্পর্কিত নিবন্ধ

  • ১০ টাকায় ইলিশ বিতরণ, জনতার চাপে ‘মাফ চেয়ে’ এলাকা ছাড়ালেন ‘এমপি প্রার্থী’
  • পুকুরে প্রাণ গেল চাচাত ভাই-বোনের