আইওএস ও আইপ্যাডএসে ‘জিরো ডে’ ঘরানার গুরুতর নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়ার পর তড়িঘড়ি করে অপারেটিং সিস্টেমগুলোর হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির তথ্যমতে, ‘আইওএস ১৮.৩.১’ ও ‘আইপ্যাডএস ১৮.৩.১’ সংস্করণগুলোয় ‘সিভিই–২০২৫–২৪২০০’ নামের ‘জিরো ডে’ ঘরানার একটি নিরাপত্তাত্রুটির সমাধান করা হয়েছে। পুরোনো সব সংস্করণে নিরাপত্তাত্রুটিটি থেকে যাওয়ায় সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে দ্রুত আইওএস ও আইপ্যাডএস হালনাগাদের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিকিউরিটি ল্যাবের গবেষক বিল মার্কজ্যাক প্রথম আইওএস ও আইপ্যাডএসে থাকা নিরাপত্তাত্রুটিটির সন্ধান পান। ক্ষতির মাত্রা বিবেচনায় নিরাপত্তাত্রুটিটি বেশ ভয়ংকর হওয়ায় অ্যাপলকে জানান তিনি। এরপর দ্রুত নিরাপত্তাসুবিধা হালনাগাদ করে আইওএস ও আইপ্যাডএসের নতুন সংস্করণ উন্মুক্ত করে অ্যাপল।

অ্যাপলের তথ্যমতে, পুরোনো সংস্করণের আইওএস ও আইপ্যাডএসের ইউএসবি রেসটিকটেড মোডে নিরাপত্তা ত্রুটিটি পাওয়া গেছে। এই ত্রুটি কাজে লাগিয়ে আইফোন ও আইপ্যাডের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে দূর থেকে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করতে পারে সাইবার অপরাধীরা। আর তাই দ্রুত আইওএস ও আইপ্যাডওএসের নতুন সংস্করণ ব্যবহার করতে হবে।

উল্লেখ্য, জিরো ডে নিরাপত্তাত্রুটি মূলত সফটওয়্যারের দুর্বলতা। নিজেদের তৈরি সফটওয়্যারে ত্রুটি শনাক্ত হলে দ্রুত সমাধান করে নিরাপত্তা প্যাঁচ উন্মুক্ত করে বিভিন্ন প্রতিষ্ঠান। কিন্তু প্যাঁচ উন্মুক্তের আগে হ্যাকাররা যদি সেই ত্রুটি ব্যবহার করতে পারে, তখন সেটিকে জিরো ডে নিরাপত্তাত্রুটি বলা হয়। তবে পুরোনো সংস্করণের আইওএস ও আইপ্যাডওএসে কত দিন ধরে এ নিরাপত্তাত্রুটি ছিল, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি অ্যাপল।

সূত্র: ইন্ডিয়া টুডে

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স স করণ

এছাড়াও পড়ুন:

বেসরকারি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ

বেসরকারি সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পদে অভিজ্ঞ ও যোগ্য কর্মী নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে।

নিয়োগপ্রাপ্তরা ওয়েব ও মোবাইল ভিত্তিক সফটওয়্যার, ডেটাবেজ পরিচালনা, রিপোর্টিং ব্যবস্থা ও কম্পিউটার প্রোগ্রাম তৈরির কাজে নিয়োজিত হবেন। সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য ৫ বছর এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারের জন্য ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর, ন্যূনতম CGPA ৩.০০।

চাকরির স্থান প্রশিকার সদর দপ্তর, ঢাকা, বয়সসীমা ৩৫ বছর, এবং ৬ মাসের প্রোবেশন পিরিয়ড রয়েছে।

আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৫, আবেদন ফি ৫০০ টাকা। প্রয়োজনীয় কাগজপত্র ও ছবি জমা দিতে হবে।

একনজরে

পদ: সিনিয়র ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার

সংখ্যা: ২

যোগ্যতা: কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর, CGPA ৩.০০+

অভিজ্ঞতা: ৫ বছর (সিনিয়র), ২ বছর (সফটওয়্যার ইঞ্জিনিয়ার)

বয়স: ৩৫ বছর

আরও পড়ুনটিআইবিতে চুক্তিভিত্তিক নিয়োগ, নেবে ১২৫ জন৩ ঘণ্টা আগে

চাকরির স্থান: সদর দপ্তর, ঢাকা

আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫

আবেদন ফি: ৫০০ টাকা

যোগাযোগ: ডিরেক্টর, মানবসম্পদ বিভাগ, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রশিকা ভবন, মিরপুর-২, ঢাকা। ই–মেইল: [email protected]

আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • বেসরকারি সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ