Samakal:
2025-11-03@13:26:47 GMT

দলগুলোতে তারকা হারানোর মিছিল

Published: 13th, February 2025 GMT

দলগুলোতে তারকা হারানোর মিছিল

শুরুর আগেই বড় ধরনের ধাক্কা খেল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দলটি তাদের সেরা পেস অ্যাটাকের কাউকেই পাচ্ছে না আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ব্যক্তিগত কারণে আসর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অসি পেসার মিচেল স্টার্ক। তাঁর আগে ইনজুরির কারণে ছিটকে যান প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল মার্শ। আর মার্কাস স্টয়নিস তো অবসরই নিয়ে নিয়েছেন। 

অস্ট্রেলিয়ার যে দলটি বছর দেড়েক আগে বিশ্বকাপের ফাইনাল খেলেছিল, সেই দলের অনেকেই থাকছেন না চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারত অনেক চেষ্টা করেও স্কোয়াডে রাখতে পারেনি তাদের সেরা পেসার জাসপ্রিত বুমরাহকে। পিঠের চোটের কারণে তাঁকে ছিটকে যেতে হয়েছে এই আসর থেকে। তারকা হারানোর এই মিছিলে আফগানিস্তান, পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাও রয়েছে। সেই হিসেবে বরং বাংলাদেশ দলকে অন্তত চোট আঘাতের সমস্যা পোহাতে হয়নি।

বুমরাহকে পাওয়ার জন্য চেষ্টার সর্বোচ্চ করেছিল ভারতীয় বোর্ড। তাঁর পিঠের ব্যথা সারিয়ে ফিট করে তোলার জন্য বেঙ্গালুরুতে তিন চিকিৎসকের একটি দল কয়েক দিন ধরে নিরলস চেষ্টা করে গেছেন। তবে শেষ পর্যন্ত তাঁকে বাদ দিয়ে হার্সিত রানাকে দলে নেওয়া হয়েছে। বাদ দেওয়া হয়েছে যশ্বসী জয়সোয়ালকেও। তাঁর জায়গায় নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকে। 

স্টিভেন স্মিথকেও শেষ পর্যন্ত দল সাজাতে হয়েছে কিছু বদল নিয়ে। দলে সুযোগ পেয়েছেন শন অ্যাবট, বেন ডোয়ারশিস, জ্যাক ফ্রেজার- ম্যাগার্ক, স্পেনসার জনসন ও তানভীর সাংঘাকে নিয়ে। আফগান দলের বড় ধাক্কা আল্লাহ গজনফরের মতো স্পিনারকে হারানো। মেরুদণ্ডে চীড় ধরেছে তাঁর, আরেক স্পিনার মুজিবুর রহমানও ইনজুরিতে।

অবশেষে নঙ্গিয়াল খারোতিকে দলে ভেড়াতে হয়েছে তাদের। চোটের কারণে এর আগেই নিউজিল্যান্ড হারিয়েছে রাচিন রবীন্দ্র ও লকি ফার্গুসনকে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ইংল্যান্ড পায়নি জ্যাকব বিকেলকে। পাকিস্তানও ঘরের মাঠে তাদের মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে পাচ্ছে না হারিস রউফকে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মামলা করলেন ঢাবির সেই শিক্ষিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষিকার এডিটেড ও ‘আপত্তিকর’ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে মামলা করা হয়েছে।

ভুক্তভোগী শিক্ষিকা শেহরীন আনিম ভূঁইয়া মোনামী সোমবার (৩ নভেম্বর) দুপুরে বাদী হয়ে শাহবাগ থানায় মামালাটি করেন।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদ মনসুর রাইজিংবিডি ডটকমকে বলেন, “মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তদন্তপূর্বক আসামিদের আইনের আওতায় আনা হবে।”

পুলিশ জানায়, সন্দেহভাজন আসামি মুজতবা খন্দকার সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট। মুজতবা তার ফেসবুক অ্যাকাউন্টে শিক্ষিকার ছবি অশালীনভাবে এডিট করে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইনি, পোশাকের স্বাধীনতায় পরেছে বিকিনি।”

এছাড়া আরো তিনজনের নাম উল্লেখ করা হয়েছে এজাহারে। মামলায় বেশ কিছু অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে, যারা এই ছবি ও তথ্য ছড়াতে সাহায্য করেছেন।

ঢাকা/এমআর/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ