র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল, ১৫টি ম্যাচ আর একটি ট্রফি; আর মাত্র ছয় দিনের অপেক্ষা শেষে শুরু ওয়ানডে ফরম্যাটের ‘চ্যাম্পিয়ন’ এই টুর্নামেন্ট। স্বাগতিক পাকিস্তান হলেও হাইব্রিড মডেলের এই আসরে ভারতের ম্যাচগুলো আরব আমিরাতের দুবাইয়ে। কে হবে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন? 

আপাতত এই কৌতূহলের উত্তর দিতে হচ্ছে বিশেষজ্ঞদের। সেখানেই কেউ ভারত, কেউ বা পাকিস্তান; কেউ আবার অস্ট্রেলিয়ার কথা বলছেন। সাবেক অসি অধিনায়ক রিকি পন্টিং যেমন ফাইনালের দুটি দল হিসেবে অস্ট্রেলিয়া ও ভারতকে এগিয়ে রেখেছেন। ওয়েস্ট ইন্ডিজ নেই এই আসরে, তাই সাবেক ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের ফেভারিট এবার ভারত। শ্রীলঙ্কাও খেলার সুযোগ পায়নি, তাই নিজ দেশের কথা বলতে পারছেন না মুত্তিয়া মুরালিধরনও। তাঁর ফেভারিট অবশ্য পাকিস্তান ও ভারত। রবি শাস্ত্রীরও তাই।

‘আসরটি চ্যাম্পিয়নদের, তাই এখানে সবাই ফেভারিট। তার পরও আমি পাকিস্তান ও ভারতকে এগিয়ে রাখব। কারণ, পাকিস্তান তাদের ঘরের মাঠে খেলতে নামবে। আর ভারত এই কন্ডিশনে ভালো দল।’ 

এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মুরালিধরন জানান, আসন্ন এই আসরে স্পিনাররা ভালো করবে। ‘উইকেটের সুবিধা নিয়ে আফগানিস্তানের রশিদ খান ও ভারতের রবীন্দ্র জাদেজা ভালো করবে বলে মনে হচ্ছে। তবে এর বাইরেও অন্য কোনো স্পিনার উঠে আসতে পারে। রিকি পন্টিং তাঁর ভবিতব্য বলতে গিয়ে বর্তমান কিছু পরিসংখ্যান সামনে এনেছেন। যেখানে তিনি বলতে চেয়েছেন, সম্প্রতি আইসিসির টুর্নামেন্টগুলোতে অস্ট্রেলিয়া ও ভারত বেশির ভাগ ফাইনাল খেলেছে। ‘আপনি বর্তমানে দুই দলের স্কোয়াডের দিকে যদি তাকান এবং সাম্প্রতিক আইসিসি টুর্নামেন্টগুলোর পারফরম্যান্স বিচার করেন, তাহলে অস্ট্রেলিয়া ও ভারতকে এগিয়ে রাখবেন।’ 

পন্টিং অবশ্য এর পাশাপাশি পাকিস্তানকেও রেখেছেন তাঁর ফেভারিট হিসেবে। সর্বশেষ ২০১৭ সালে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। রবি শাস্ত্রীও ব্যাপারটি মনে করিয়ে দেন। ‘পাকিস্তান গত ছয়-সাত মাসে এই ফরম্যাটে দারুণ খেলেছে। সেমিফাইনালে তাদের রাখতেই হবে। পাকিস্তান এমনই ভয়ংকর দল এবং তারা যদি নকআউটে পৌঁছে যায়, তাহলে দ্বিগুণ ভয়ংকর হয়ে যাবে।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ভ রতক

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ রিয়াজ (২৯) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিয়াজ কুমিল্লা জেলার মুরাদনগর থানার মোকশাইল গ্রামের আব্দুল ছাত্তার মিয়ার ছেলে। সে বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় মিজানের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম জানান, থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারি যে, মিজমিজি কান্দাপাড়া এলাকায় মিজানের বাসার সামনের পাকা রাস্তার ওপর রিয়াজ নামে ওই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে রিয়াজ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন। পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির ভাঁজ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত রিয়াজ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ