গাজীপু‌রের টঙ্গীর তুরাগ তী‌রে লা‌খো মু‌স‌ল্লির অংশগ্রহ‌ণে দ্বিতীয় পর্বে নিজামুদ্দিন মারকাজের (সাদ কান্ধলভীপন্থি) বিশ্ব ইজতেমার ময়দা‌নে জুমার নামাজ আদায় হ‌য়ে‌ছে। শুক্রবার দুপুর ১টা ৪৫ মি‌নি‌টে জুমার নামাজ শুরু হয়। এর আ‌গে জুমার খুতবা শুরু হয় ১টা ৩০ মি‌নি‌টে। নামাজের ইমামতি করেন আলমি মারকাজ নিজামুদ্দিনের আমীর মাওলানা সাদ কান্দলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। 

জুমার নামাজে মূল ইজতেমা মাঠে জায়গা না পেয়ে মুসল্লিরা মাঠ সংলগ্ন সড়ক, মহাসড়ক ও ফাঁকা জায়গায় নামাজ আদায় করেন। ফজরের পর বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার (নিজামুদ্দিন)। বয়ান তরজমা করেন মুফতি আজিম উদ্দিন। মিডিয়া সমন্বয়কারী মো.

সায়েম এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। 

জুমার নামাজের পর বয়ান করবেন ওয়াসিফুল ইসলাম (কাকরাইল)। আসর নামাজের পর বয়ান করবেন হাফেজ মনজুর (নিজামুদ্দিন)। তরজমা করবেন হাফেজ মনজুর। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা জমশেদ (নিজামুদ্দিন)। তার বয়ান বাংলায় তরজমা করবেন বাংলাদেশের মাওলানা মুনির বিন ইউসুফ।

এবারই প্রথম শবে বরাতের রজনীতে অনুষ্ঠিত হ‌য়ে‌ছে বিশ্ব ইজতেমা। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি শুক্রবার রাতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে একসঙ্গে পবিত্র শবে বরাত পালন করবেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশ থেকে লাখ লাখ মুসল্লি ময়দানে জড়ো হন। পবিত্র ও মর্যাদাপূর্ণ এই রজনীতে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হওয়ায় মুসল্লিদের মাঝে বাড়তি আবেগ কাজ করছে।

রংপুর থে‌কে আসা নুরুল ইসলাম না‌মে এক মুস‌ল্লি ব‌লেন, ইজতেমা মাঠে উপস্থিত লাখো মানুষ একসঙ্গে শবে বরাতের নামাজ পড়বেন। নামাজ শেষে একসঙ্গে রোজা রাখবেন। বড় জামাতে জুমার নামাজ আদায় করে‌ছেন। এটা অনেক বড় পাওয়া।

রোববার আখেরি মোনাজাতের দিন ফজরের নামাজের পর বয়ান করবেন মুফতি রিয়াসাত (নিজামুদ্দিন)। হেদায়েতের কথা বল‌বেন মাওলানা জামশেদ (নিজামুদ্দিন)। মোনাজাত কর‌বেন মাওলানা ইউসুফ বিন সাদ।

৩১ জানুয়ারি শুরু হয়ে টানা ছয় দিন চলে শুরায়ে নেজাম (জুবায়েরপন্থি) তাবলিগ জামাতের প্রথম পর্বের ইজতেমা। ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুই ধাপের প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শেষ হয়। ১৪ ফেব্রুয়ারি থে‌কে দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারীদের (মাওলানা সাদপন্থি)  ইজতেমার দ্বিতীয় পর্বে শুরু হ‌য়। ১৬ ফেব্রুয়া‌রি মোনাজা‌তের মধ্য দিয়ে শেষ হ‌বে এ বছ‌রের ইজ‌তেমা।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: ব শ ব ইজত ম ইজত ম র

এছাড়াও পড়ুন:

পাহাড়, সমুদ্র, চা–বাগান—একসঙ্গে দেখা যায় যে উপজেলায়

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ

  • আগামী বছর নির্বাচনের পর বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা
  • শাহরুখের ব্যাপারে সাবধান করলেন জুহি চাওলা
  • শাহরুখের অজানা এই সাত তথ্য জানেন?
  • পাহাড়, সমুদ্র, চা–বাগান—একসঙ্গে দেখা যায় যে উপজেলায়