বিশ্বের সবচেয়ে দামি ফুটবল লিগের মুকুট ধরে রাখল ইংলিশ প্রিমিয়ার লিগ। খেলাধুলার মাঠের খবর ছাড়াও বেটিং ও আর্থিক বিশ্লেষণী ওয়েবসাইট স্পোর্টিংপিডিয়া এই তথ্য প্রকাশ করেছে। ইংল্যান্ডের শীর্ষস্থানীয় এই লিগের বর্তমান মোট বাজারমূল্য ১১৭৭ কোটি ইউরো। ২০ দলের এই লিগে প্রতিটি দলের গড় দাম ৫৮ কোটি ৮০ লাখ ইউরো করে।

মোট বাজারমূল্যে ১০০ কোটি ইউরো পেরিয়ে গেছে ১১টি ফুটবল লিগ। ফুটবল বৈশ্বিক অর্থনীতির ব্যাপ্তি যে দিন দিন আরও বাড়ছে, এটাকে তার প্রমাণ বলেই মনে করে স্পোর্টিংপিডিয়া।

আরও পড়ুন১৬ বছরেই ইউরোপিয়ান ফুটবলে নতুন রেকর্ড আইরিশ কিশোরের৩ ঘণ্টা আগে

সবচেয়ে দামি পাঁচ ফুটবল লিগের মধ্যে দুইয়ে স্প্যানিশ লা লিগা। স্পেনের শীর্ষস্থানীয় এ লিগের বাজারমূল্য ৫২৯ কোটি ইউরো। অর্থাৎ প্রিমিয়ার লিগের তুলনায় লা লিগার বাজারমূল্য অর্ধেকেরও কম। তিনে ইতালির শীর্ষ লিগ সিরি আ। তাদের বাজারমূল্য ৫০৭ কোটি ইউরো। ৪৪৮ কোটি ইউরো দাম নিয়ে চারে জার্মান বুন্দেসলিগা। ফ্রান্সের শীর্ষস্থানীয় লিগ আঁ-এর দাম ৩৫২ কোটি ইউরো। শুধু প্রিমিয়ার লিগের দামই ১ হাজার কোটি পেরিয়ে গেছে।

দামে সবার ওপরে ইংলিশ প্রিমিয়ার লিগ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ টবল

এছাড়াও পড়ুন:

জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি খুন

ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক কলহের জেরে জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। বুধবার দিবাগত রাতে উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফজিলা খাতুন (৪৫) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের বাসিন্দা মৃত জালাল উদ্দিনের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনির মিয়া (৩০) উপজেলার হরিরামপুর ব্যাপারী গ্রামের সেলিম মিয়ার ছেলে। ঘটনার রাতে স্ত্রী রুমা আক্তারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাড়ি থেকে বের হয়ে যান মনির। পরে রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি বাড়ি ফিরে আসেন এবং চার বছরের ছেলে রোহানকে নিয়ে চলে যেতে চান। এতে স্ত্রীর সঙ্গে তার আবারও বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মনির হাতে থাকা ছুরি দিয়ে স্ত্রীকে আঘাত করতে গেলে শাশুড়ি ফজিলা খাতুন বাধা দেন। তখন মনির শাশুড়িকে ছুরিকাঘাত করেন। পাশাপাশি স্ত্রীকেও আঘাত করেন তিনি। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে ফজিলা খাতুনের মৃত্যু হয়।

মুক্তাগাছা থানার ওসি মো. কামাল হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো। তবে অভিযুক্ত পালিয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে।

সম্পর্কিত নিবন্ধ