মালদ্বীপে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৬ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। চার দলের এই প্রতিযোগিতায় আজ (১৫ জুন) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিক মালদ্বীপকে ৭৫-৪২ পয়েন্টে হারিয়ে পদক নিশ্চিত করে কিশোররা।

মালেতে আয়োজিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশ নেয় ভারত, শ্রীলঙ্কা ও স্বাগতিক মালদ্বীপ। ছেলেদের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ নারী দলও অংশ নেয় টুর্নামেন্টে। তবে সাফল্যের দেখা পায়নি মেয়েরা। একই দিনে মেয়েদেরও ব্রোঞ্জের জন্য লড়তে হয়েছিল মালদ্বীপের বিপক্ষে। তবে সাফল্যের গল্প গড়া হয়নি তাদের। স্বাগতিকদের বিপক্ষে ৮৬-২২ পয়েন্টের বড় ব্যবধানে হেরে যেতে হয় মেয়েদের।

ছেলেদের হয়ে সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স এসেছে সান মুরংয়ের কাছ থেকে, একাই করেছেন ২৪ পয়েন্ট। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ পয়েন্ট আসে আফ্রিদির হাত ধরে। আগের দিনও গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপকে হারিয়েছিল বাংলাদেশ, তাই আত্মবিশ্বাস নিয়েই ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে নামে তারা।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব স ক টবল

এছাড়াও পড়ুন:

বিবাহবিচ্ছেদের পর আত্মহত্যা করতে চেয়েছিলেন চাহাল

এ বছরের মার্চে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ভারতের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ইউটিউবার–অভিনেত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় তাঁর। ভারতের ইউটিউবার রাজ শামানির সঙ্গে পডকাস্টে সংসার ভাঙা নিয়ে কথা বলেছেন চাহাল।

ভারতের হয়ে ২০২৩ সালে সর্বশেষ খেলা এই লেগ স্পিনার জানিয়েছেন, কয়েক বছর ধরেই তাঁর ও ধনশ্রীর মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছিল না। তবু তাঁরা এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগপর্যন্ত ব্যক্তিগত জীবনের ঝামেলা সামনে নিয়ে আসেননি। তিনি আরও জানিয়েছেন, বিবাহবিচ্ছেদের পর তিনি কঠিন সময়ের মধ্য দিয়ে যান এবং একপর্যায়ে আত্মহত্যা করার কথাও ভাবেন।

আরও পড়ুনকাঁধের চোটে ভারতের বিপক্ষে আর খেলতে পারবেন না ওকস১ ঘণ্টা আগে

ভারতের হয়ে ৭২ ওয়ানডে ও ৮০ টি–টোয়েন্টি খেলা চাহালের কাছে রাজ শামানি জানতে চেয়েছিলেন, ঠিক কী কারণে তাঁদের সম্পর্কটা ভেঙে গেল? ৩৫ বছর বয়সী চাহালের উত্তর, ‘বেশ কিছুদিন ধরে সমস্যা হচ্ছিল। কিন্তু আমরা সিদ্ধান্ত নিই চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা ব্যাপারটা সামনে আনব না।’

২০১৬ সালের জুনে ভারতের হয়ে অভিষেক চাহালের। চার বছর পর ধনশ্রীকে বিয়ে করেন তিনি। চাহাল জানিয়েছেন, জাতীয় দলে হয়ে খেলায় তাঁর ব্যস্ত হয়ে পড়া এবং ধনশ্রীরও নিজ ক্যারিয়ার নিয়ে মনোযোগী হয়ে পড়ায় কেউ কাউকে সময় দিতে পারেননি। সাংসারিক ঝামেলার এটাই মূল কারণ বলে মনে করেন চাহাল।

যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা

সম্পর্কিত নিবন্ধ