Prothomalo:
2025-07-31@08:28:52 GMT

বইমেলার নতুন বই

Published: 14th, February 2025 GMT

প্রবন্ধ, গবেষণা, ইতিহাস ও স্মৃতি

● তাজউদ্দীন আহমদের ডায়েরি: ১৯৪৯–৫০—তাজউদ্দীন আহমদ

প্রথমা প্রকাশন, দাম: ৫৫০ টাকা

● ঊনসত্তরের গণ–অভুত্থান ও জনমুক্তির প্রশ্ন—সিরাজুল ইসলাম চৌধুরী

প্রথমা প্রকাশন, দাম: ৮০০ টাকা।

● আ মরি আহমদ ছফা—সলিমুল্লাহ খান

মধুপোক, দাম: ৬৫০ টাকা।

● গোলাম আম্বিয়া খান লুহানী: এক অজানা বিপ্লবীর কাহিনি—মতিউর রহমান

প্রথমা প্রকাশন, দাম: ৬০০ টাকা।

● আমিই রাষ্ট্র—আলী রীয়াজ

প্রথমা প্রকাশন, দাম: ৩২৫ টাকা।

● ড.

মুহম্মদ শহীদুল্লাহ: অগ্রন্থিত চিঠিপত্র—তাঁর লেখা, তাঁকে লেখা—সম্পাদনা: আনিসুর রহমান

প্রথমা প্রকাশন, দাম: ৪৭০ টাকা।

● কাব্য ও নাট্য: কাব্যনাট্য—শান্তনু কায়সার

ঐতিহ্য, দাম: ৩৭০ টাকা।

● কাশফ—পারভেজ আলম

আদর্শ, দাম: ৬০০ টাকা।

● ফিলিস্তিন: একুশ শতকের উপনিবেশের ইতিহাস—সারোয়ার তুষার

ইউপিএল, দাম: ৬৫০ টাকা।

● জুলাই গণ-অভ্যত্থানের সাক্ষ্য—সম্পাদক : সাজ্জাদ শরিফ

প্রথমা প্রকাশন, দাম: ৪০০ টাকা।

● রুশ-ইউক্রেন যুদ্ধ: সত্য-মিথ্যার লড়াই—বদরুল আলম খান

বাতিঘর, দাম: ৪৮০ টাকা।

● সড়ক থেকে কর্মক্ষেত্র: বাংলাদেশের কাঠামোগত দুর্ঘটনা—কল্লোল মোস্তফা

প্রথমা প্রকাশন, দাম: ৩৫০ টাকা।

● সিলেটের ইতিহাস: ব্রিটিশ আমল—ফারুক আহমদ 

ইউপিএল, দাম: ১১৫০ টাকা।

● লারমা ও লালডেঙ্গা : জুম্ম ও মিজোদের স্বশাসনের সংগ্রাম—আলতাফ পারভেজ

বাতিঘর, ৬৫০ টাকা।

● নানা চোখে জীবনানন্দ—ফয়জুল লতিফ চৌধুরী

কথাপ্রকাশ, দাম: ৭০০ টাকা।

● ‘গরম’ জলবায়ু ও গরম রাজনীতি—ফরিদা আখতার

আগামী, ৫০০ টাকা।

● সুফি দর্শন ও প্রেম: রুমি, কিয়ের্কেগার্ড ও নিৎসের বয়ানে—পুলিন বকসী 

জ্ঞানকোষ, ৪৪০ টাকা।

● গণঅভ্যুত্থানের চিন্তাশিখা—মুসা আল হাফিজ

ঐতিহ্য, দাম: ২৭০ টাকা।

● হিমবেহালা কিংবা পিয়াস মজিদের কবিতা—নিয়াজ মাহমুদ

বেঙ্গল বুকস, ৩০০ টাকা।

● ছাত্র–জনতার অভ্যুত্থান: নতুন পথে বাংলাদেশ—আল মাসুদ হাসানউজজ্জামান

প্রথমা প্রকাশন, দাম: ৪৫৭ টাকা।

● পূর্ব বাংলার ভাষা—এবাদুর রহমান 

ঐতিহ্য, ৮৫০ টাকা।

● সংকটকালের অর্থনীতি: সংস্কার ও উন্নয়ন—বিরূপক্ষ পাল

প্রথমা প্রকাশন, দাম: ৩৭৫ টাকা।

● স্বৈরতন্ত্র প্রতিরোধের পথ: রাষ্ট্র সংস্কার ও সংবিধান সংশোধন

প্রথমা প্রকাশন, দাম: ৪২০ টাকা।

● উন্নয়ন ও বিশ্বায়ন : দৃশ্যপট আন্তর্জাতিক ও বাংলাদেশ—রিজওয়ানুল ইসলাম 

বাতিঘর, দাম: ৫০০ টাকা।

● তাজউদ্দীন নামে একজন প্রধানমন্ত্রী ছিলেন—মহিউদ্দীন আহমদ

প্রথমা প্রকাশন, দাম: ৫৮০ টাকা। 

● মেমোরিজ অব ফ্যাসিজম—রিফাত হাসান

গ্রন্থিক, ৭০০ টাকা।

● ফ্যাসিবাদ ও বাংলাদেশ—মুস্তাফা মজিদ 

আগামী, ৪০০ টাকা।

● সিনেমা টিনেমা—মানস চৌধুরী 

গ্রন্থিক, ৯০০ টাকা।

● জুলাই জাগরণের দিনলিপি—ফাহমিদুল হক 

আদর্শ, দাম: ৩২০ টাকা।

● ফিলোসফি ইজ ডেড—সৈকত আমীন  

গ্রন্থিক, দাম: ১০৭০ টাকা।

● সংস্কৃতি: দ্বন্দ ও সমন্বয়—রাজীব সরকার

সৃজন, দাম: ২৫০ টাকা।

● সংবাদপত্রে জুলাই অভ্যুত্থান—আহম্মদ ফয়েজ 

আদর্শ, দাম: ২০০০ টাকা।

● ৩৬শে জুলাই: গ্রাফিতির ভাষায় চব্বিশের গণঅভ্যুত্থান—মো. কাওসার হাসান

ইউপিএল, দাম: ২৪০০ টাকা।

● ভুট্টোর তওবা ও মুক্তিযুদ্ধের নানাদিক—হাসান ফেরদৌস

প্রথমা প্রকাশন, দাম: ৪২০ টাকা।

● শত্রুভূমি থেকে সন্মুখ সমরে—বজলুল গনি পাটোয়ারী

প্রথমা প্রকাশন, দাম: ৩৮০ টাকা।

● সমরে সংস্কৃতিতে মুক্তিযুদ্ধ—শিমুল সালাহ্​উদ্দিন 

আগামী, দাম: ৯৯৭ টাকা।

উপন্যাস ও ছোটগল্প

● লাগে উরাধুরা—হাসনাত আবদুল হাই

ঐতিহ্য, দাম: ২৩০ টাকা।

● সময় বহিয়া গেল—আনোয়ারা সৈয়দ হক

প্রথমা প্রকাশন, দাম: ৪৫০ টাকা।

● পূর্ণসখা—হরিশংকর জলদাস

কথাপ্রকাশ, ৭০০ টাকা।

● নিশি ট্রেনের ভুত—আনিসুল হক

প্রথমা প্রকাশন, দাম: ২৮০ টাকা।

● মানচিত্র—শাহীন আখতার

বাতিঘর, দাম: ৩৬০ টাকা।

● সিক্রেট—আন্দালীব রাশদী

প্রথমা প্রকাশন, দাম: ২৫০ টাকা।

● নীল মাকখির চোখ—ফরিদ কবির

অন্যপ্রকাশ, দাম: ১০০০ টাকা।

● রূপকুমার ও হরবেলা সুন্দরীর অসমাপ্ত পালা—প্রশান্ত মৃধা

বেঙ্গল বুকস, দাম: ২৫০ টাকা।

● আনবাড়ী—লুনা রুশদী 

কথাপ্রকাশ, দাম: ২৫০ টাকা।

● চনর্কি—কিযী তাহ্​নীন

বাতিঘর, দাম: ৮০০ টাকা।

● প্রিজন ডিলাক্স ট্যুর—শাহ্​নাজ মুন্নী

কথাপ্রকাশ, দাম: ৪০০ টাকা।

● দ্য নিউ অ্যাডভেঞ্চার অব ফার্মের মুরগি—আদনান মুকিত

প্রথমা প্রকাশন, দাম: ৪২৫ টাকা।

● অল–ইন—আলভী আহমেদ

বাতিঘর, দাম: ৪০০ টাকা। 

● একটি বিষণ্ন রাইফেল—রায়হান রাইন

প্রথমা প্রকাশন, ৫৫০ টাকা।

● প্রেম প্রার্থনা মৃত্যু—মুরাদ কিবরিয়া

আদর্শ, দাম: ৯০০ টাকা।

● বিদ্ধাশ্রম হয়ে ওঠা কফিহাউসটি—অলাত এহসান

জ্ঞানকোষ, দাম: ৪০০ টাকা।

● কবরী—বিশ্বজিৎ চৌধুরী

প্রথমা প্রকাশন, দাম: ৫০০ টাকা।

● রূপ-নারানের কূলে—আহমাদ মোস্তফা কামাল 

কথাপ্রকাশ, দাম: ৪০০ টাকা।

● শোধ—শিবব্রত বর্মন

প্রথমা প্রকাশন, দাম: ২৭৫ টাকা।

● সবগুলো অতিপ্রাকৃত এবং একটি প্রাকৃত—সালেহা চৌধুরী

বেঙ্গলবুকস, দাম: ৩০০ টাকা।

● জুলাইয়ের অশেষ পাখিরা—মঈন শেখ 

ঐতিহ্য, দাম: ৩০০ টাকা।

● ভোর ও বারুদের গল্প—আশানুর রহমান 

কথাপ্রকাশ, দাম: ৩০০ টাকা।

● তিতাসের বুনোহাঁস—মাসউদ আহমাদ

প্রথমা প্রকাশন, দাম: ৫৫০ টাকা।

● সকল প্রশংসা মার্কিন সাম্রাজ্যবাদের—সাম্য রাইয়ান 

ঘাসফুল, দাম: ৩৬০ টাকা।

● যেখানে সীমান্ত তোমার—খন্দকার স্বনন শাহরিয়ার

প্রথমা প্রকাশন, দাম: ৩৬০ টাকা।

● অন্য কাহন—আফতাব হোসেন

ঐতিহ্য, দাম: ৩৫০ টাকা।

কবিতা

● গাছ নেই, ছায়া পড়ে আছে—আশরাফ আহমদ

অন্যপ্রকাশ, দাম: ২৫০ টাকা।

● ওপরে ওঠার সিঁড়ি—মাহবুব কবির 

বাতিঘর, দাম: ২৫০ টাকা।

● দায় ও দহনের বর্ণমালা—মতিন রায়হান

কথাপ্রকাশ, দাম: ৩০০ টাকা। 

● রূপকথার রাস্তাঘাট—পিয়াস মজিদ

বেঙ্গল বুকস, দাম: ৩২০ টাকা।
● তবু আমরা জেগে থাকবো—আলতাফ শাহনেওয়াজ

ঐতিহ৵, দাম: ১৮০ টাকা।

● আগাছার ছায়ায় শুয়ে আছে বটগাছ—ফেরদৌস মাহমুদ

ঘাসফুল, দাম: ১৯৫ টাকা।

● গোল্ডফিশের কান্না—রওশন আরা মুক্তা

ঐতিহ্য, দাম: ১৮০ টাকা।

● মেমোরিজ অব ৩৩ জুলাই—রুম্মানা জান্নাত

ঐতিহ্য, দাম: ২০০ টাকা।

● কাগজের কান্না—সেঁজুতি জাহান 

বৈভব, দাম: ৩৪০ টাকা।

● অধরা শহীদি মিছিল—মোহাম্মদ রোমেল

জ্ঞানকোষ, দাম: ২৮০ টাকা।

● আমরা কথা বলি কেননা নীরবতা ফ্যাসিস্টের ভাষা—হাসান রোবায়েত

ঐতিহ্য, দাম: ২২০ টাকা।

● জীবন কিংবা জিজ্ঞাসার জার্নাল—আহমেদ দীন রুমি 

আদর্শ, দাম: ২০০ টাকা।

● ল্যাংস্টন হিউজের ‘কালো’ কবিতা—মাশরুর ইমতিয়াজ

বৈভব, দাম: ৩৬০ টাকা।

● মফস্বলীয় ইন্টেন্সিটি—সৈয়দা নীলিমা দোলা

ঐতিহ্য, দাম: ২৮০ টাকা। 

● মাস্তুুলের জ্বর—নকিব মুকশি

ঘাসফুল, দাম: ২৬৫ টাকা।

● মাংশাসী ধুতুরার ঘ্রাণ—উম্মে রায়হানা

ঐতিহ্য, দাম: ২০০ টাকা।

অনুবাদ

● প্রগতিশীল উর্দু কবিতা—অনুবাদ : সফিকুন্নবী সামাদী

ইউপিএল, দাম: ৬৯০ টাকা।

● ছাব্বিশ দিন: দস্তইয়েফ্​স্কির জুয়াড়ি লেখার আখ্যান—অনুবাদ: জাভেদ হুসেন 

প্রথমা প্রকাশন, ৬০০ টাকা।

● ওয়ালীকে যেমন দেখেছি—অ্যান-মারি ওয়ালীউল্লাহ

বাতিঘর, দাম: ৮০০ টাকা।

● বব ডিলানের আত্মকথা—ভাষান্তর: শওকত হোসেন 

বেঙ্গল বুকস, দাম: ৪৯৬ টাকা।

● আত্মগোপনে লেখা—অনুবাদ: অরুণ সোম 

বাতিঘর, দাম: ৪৫০ টাকা।

● বিষয় দস্তইয়েফ্​স্কি—অনুবাদ: মশিউল আলম

মাওলা ব্রাদার্স, দাম: ৪৫০ টাকা।

● ইউটোপিয়ার নৃবিজ্ঞান—অনুবাদ: আনন্দ অন্তঃলীন 

কথাপ্রকাশ, দাম: ৪০০ টাকা।

● গ্লাডিয়েটর, জলদস্যু ও বিশ্বাসের খেলা—অনুবাদ: মৃদুল মাহবুব

আদর্শ, দাম: ৪০০ টাকা।

গ্রন্থনা: হুসাইন আহমদ

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ৪০০ ট ক ৩০০ ট ক ২৫০ ট ক র রহম ন ন আহমদ অন ব দ ব ত ঘর আদর শ প রথম ন আহম আহম দ

এছাড়াও পড়ুন:

নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হলে রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য নষ্ট হবে: সালাহউদ্দিন

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট করার পর আবারও আলোচনায় যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য নষ্ট হবে বলে তিনি সতর্ক করেছেন।

আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার ২০তম দিনে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, দেশে যেন আর কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ জন্ম নিতে না পারে, সে লক্ষ্যে সংবিধান সংশোধনের উদ্যোগে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আমাদের পক্ষ থেকেই প্রস্তাব ছিল, কেউ যেন ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারেন, সেটি গৃহীত হয়েছে। আমরা আরও প্রস্তাব দিয়েছি, নির্বাচন কমিশন গঠনে একটি স্বাধীন সার্চ কমিটি গঠন করা হোক, যেখানে সরকারি দল, বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধি থাকবে, সেটিও গ্রহণযোগ্য হয়েছে।’

সালাহউদ্দিন আরও বলেন, ‘আমরাই প্রস্তাব করেছি যে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠিত হলে পরবর্তী সময়ে সংসদ কোনো সংশোধনী আনলে, তা রাষ্ট্রপতির অনুমোদনের আগে গণভোটে যেতে হবে। এটি গৃহীত হওয়া মানে, দেশের ভবিষ্যৎ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় পদক্ষেপ।’

তবে এসব অগ্রগতির মধ্যেও নির্বাহী বিভাগের ক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির এই নেতা। বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাহী বিভাগের জবাবদিহি যেমন সংসদের কাছে, তেমনি জনগণের কাছেও রয়েছে। কিন্তু যদি কর্তৃত্ব না থাকে, কেবল দায়িত্ব আর জবাবদিহি থাকে, তাহলে তা কার্যকর রাষ্ট্র পরিচালনার জন্য যথেষ্ট নয়।’

সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগে নির্বাহী বিভাগের হাত–পা বাঁধা হলে তা ভবিষ্যতের জন্য বাধা সৃষ্টি করতে পারে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন। তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে নির্বাহী বিভাগকে শক্তিশালী হতে হবে, দুর্বল নয়।’

বিএনপির পক্ষ থেকে বলা হয়, তারা গঠনমূলক লক্ষ্য নিয়ে সংলাপে অংশ নিচ্ছে। তবে যেখানে মৌলিক দ্বিমত রয়েছে, সেখানে অংশগ্রহণ থেকে বিরত থাকা বা মতপার্থক্য প্রকাশ করাও গণতন্ত্রের ভাষা।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘সব বিষয়ে ঐকমত্য হবে, এমন দাবি কেউ করেননি। দ্বিমত থাকবে, ভিন্নমত থাকবে, আর সেগুলোর মধ্য দিয়েই তো গণতন্ত্রের সংগ্রাম এগিয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘আমরা মনে করি না যে নোট অব ডিসেন্ট দিয়ে কাউকে ঐকমত্যে বাধ্য করা উচিত। ঐকমত্যের অর্থই হচ্ছে সবাইকে সঙ্গে নিয়ে পথচলা। বিএনপি অংশ না নিলে কীভাবে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হবে, সেটি নিয়েও প্রশ্ন থেকে যায়।’

বক্তব্য শেষে সালাহউদ্দিন আহমদ জানান, সংলাপের পরবর্তী পর্যায়ে বিএনপি অংশ নেবে এবং ইতিবাচক আলোচনার জন্য প্রস্তুত থাকবে।

আরও পড়ুনঐকমত্য কমিশনের বৈঠক: ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় হুড়োহুড়ি করে বের হলেন সবাই৫৪ মিনিট আগেবিএনপির ওয়াকআউট

কমিশনের প্রস্তাবিত সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান আলোচনায় অংশ নেয়নি বিএনপি। বেলা সাড়ে ১১টার পর বিষয়টি আলোচনার জন্য উপস্থাপন করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তাঁরা আলোচনায় অংশ নেবেন না।

পরে আলী রীয়াজ বলেন, বিএনপির পক্ষে বলা হয়েছে, তারা আলোচনায় থাকবে না। একটি রাজনৈতিক দল আলোচনায় অংশ না নিলে আলোচনা করা যাবে না, তা নিয়ে সিদ্ধান্ত দিতে পারি না।

আজ আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল।

আলোচনায় সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আরও উপস্থিত আছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, এমদাদুল হক, সফর রাজ হোসেন, ইফতেখারুজ্জামান ও আইয়ুব মিয়া।

আরও পড়ুনজাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াক আউট, পরে যোগদান২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • টেলিযোগাযোগ বিভাগের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • মানিব্যাগ তুলতে সেপটিক ট্যাংকে নেমে বড় ভাইয়ের মৃত্যু, ছোট ভাই হাসপাতালে
  • সিলেটে সহপাঠীর সঙ্গে বেড়াতে যাওয়া স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
  • ৪ কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ২১টি স্থাপনার নাম বদল
  • ২ বছরের ভেতরে জুলাই সনদ বাস্তবায়নে আপত্তি নেই বিএনপির
  • জুলাই সনদের খসড়ায় ফ্যাসিবাদের দুঃশাসনের চিত্র নেই: ইসলামী আন্দোলন
  • কক্সবাজারের সোনাদিয়া উপকূলে ভেসে এল অজ্ঞাতনামার লাশ, এখনো নিখোঁজ অরিত্র
  • তাজউদ্দীন আহমদ দেশের স্বাধীনতার প্রধান পুরুষ
  • মানবাধিকার মিশন নিয়ে উদ্বেগ, আলোচনা ছাড়া সিদ্ধান্ত ন্যায়সংগত হয়নি: সালাহউদ্দিন আহমদ
  • নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হলে রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য নষ্ট হবে: সালাহউদ্দিন