Samakal:
2025-05-01@13:53:13 GMT

‘এবার ভারতকে হারাব’

Published: 16th, February 2025 GMT

‘এবার ভারতকে হারাব’

ফরচুন বরিশালে নাজমুল হোসেন শান্ত টিম কম্বিনেশনের কারণে পরের দিকে ম্যাচ না পেলেও রিজার্ভ বেঞ্চে বসেও রিশাদ হোসেনকে সাপোর্ট করে গেছেন। তিনি মনেপ্রাণে চেয়েছেন, রিশাদ ভালো করুক। জাতীয় দলের একমাত্র লেগি ভালো করেছেনও। ফাইনাল ম্যাচে ‘ফিনিশিং টাচ’ তাঁর ব্যাটেই। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই যাওয়ার সন্ধ্যায় বিপিএল, জাতীয় দল, বোলিংয়ে উন্নতি ও ভেরিয়েশন নিয়ে বলা রিশাদ হোসেনের কথাগুলো শুনেছেন সেকান্দার আলী।

সমকাল: বিপিএলের ফাইনাল ম্যাচের ‘আনসাং হিরো’ আপনি। শেষের দিকে দুটি ছয় না মারলে বরিশাল চ্যাম্পিয়ন হয় না। ফাইনালের মতো ম্যাচে দলের প্রত্যাশা মেটাতে পেরে কতটা আত্মবিশ্বাস পেয়েছেন?
রিশাদ:
যে কোনো জয় আত্মবিশ্বাস দেয়। ভালো করলে নিজের উপকারে আসে। ফাইনাল জেতার মধ্য দিয়ে আমিও একটা আত্মবিশ্বাস পেয়েছি। এ ধরনের পরিস্থিতি তৈরি হলে কী করতে হয়, নার্ভ কতটা শক্ত রাখতে হয়; তা বুঝতে পেরেছি। আমরা ঘরোয়া ক্রিকেট খেলেই আন্তর্জাতিকের জন্য প্র্যাকটিস করি। এবারের ফাইনালের অভিজ্ঞতা জাতীয় দলে কাজে লাগাতে চেষ্টা করব পরিস্থিতি তৈরি হলে।

সমকাল: আগের বিপিএলে আপনি অনিয়মিত ছিলেন। এবার বরিশালে নিয়মিত খেলেছেন। এই সুযোগ পাওয়া নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই।
রিশাদ:
আলহামদুলিল্লাহ, পুরো টুর্নামেন্ট ভালোই গেছে। আগেরবার অন-অফ ছিলাম। চারটি ম্যাচ খেলেছি। এবার মানসিকভাবে শক্ত ছিলাম। সুযোগ পেলে ভালো খেলার চেষ্টা করব। ধন্যবাদ ফরচুন বরিশালের টিম ম্যানেজমেন্টকে। অধিনায়ক তামিম ইকবাল ভাইয়ের কাছে কৃতজ্ঞ আমার ওপর আস্থা রাখার জন্য।

সমকাল: সিনিয়র ক্রিকেটারদের সহযোগিতা কেমন ছিল?
রিশাদ:
সিনিয়র খেলোয়াড়রা অনেক হেল্প করেছেন। আমার ওপর বিশ্বাস রেখেছেন। আমিও বিশ্বাসের মর্যাদা রাখতে পেরেছি। আলহামদুলিল্লাহ।

সমকাল: নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, আপনার কাছে আরও বেশি আশা করেন। আপনার কাছে জাতীয় দলের অধিনায়কের প্রত্যাশা আসলে কী?
রিশাদ:
আশা তো থাকবেই। তারা আশা করেন, আমি একা হাতে যেন ম্যাচ জেতাতে পারি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং; তিন বিভাগে ভালো খেলি। তাদের প্রত্যাশা পূরণ করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।

সমকাল: দেশে লেগস্পিনার ছিল না। আপনি এখন লেগস্পিনারদের আইকন। ভাবতে কেমন লাগে?
রিশাদ:
এভাবে ভাবি না। আমার চেষ্টা থাকে ভালো খেলা। ধারাবাহিক উন্নতি করা। বোলিং ভেরিয়েশন নিয়ে কাজ করছি। দেশের জন্য ভালো কিছু করতে চাই। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং দিয়ে ভালো করতে পারলে, দলকে জেতাতে পারলেই খুশি।

সমকাল: মুশতাক আহমেদ কী শেখাচ্ছেন?
রিশাদ:
তাঁর সঙ্গে আমার নিয়মিত কথা হয়। তাঁর কাছ থেকে যতটা পারা যায়, নেওয়ার চেষ্টা করছি। বড় দলের বিপক্ষে, বড় ইভেন্টে কীভাবে ভালো খেলা যায়, সেগুলো নিয়ে কথা বলছি। তাঁর অভিজ্ঞতা কেমন ছিল, কীভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতেন, সেগুলো শুনছি।

সমকাল: টেকনিক্যালি, না ট্যাকটিক্যাল বিষয় নিয়ে বেশি কথা হয়?
রিশাদ:
বেশির ভাগ মনস্তাত্ত্বিক দিক নিয়ে কথা বলি। অভিজ্ঞতা জানতে চাই। টেকনিক্যালি যা আছে, সেগুলো নিয়ে চলতে পারব। এখান থেকে মেন্টালি সাপোর্ট দিয়ে সেগুলো এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।

সমকাল: বোলিংয়ের কোন কোন বৈচিত্র্য নিয়ে কাজ করছেন?
রিশাদ:
কিছু ভেরিয়েশন নিয়ে কাজ করছি। এক-দুই মাসে সেগুলো কার্যকর হবে না। ধাপে ধাপে উন্নতি করে, নিখুঁত করা গেলে সফল হতে পারব। ভেরিয়েশন শেখা খুব সহজ। শেখার পর সেগুলোকে নিখুঁতভাবে কাজে লাগাতে পারা চ্যালেঞ্জিং। ঘরোয়া ক্রিকেটে নতুন স্কিল প্রয়োগ করতে হবে। এক-দু’বার সফল হলেই আত্মবিশ্বাস পাব। আশা করি, সেগুলো সামনে আপনারা দেখতে পাবেন।

সমকাল: চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনাদের প্রত্যাশা কী?
রিশাদ:
চ্যাম্পিয়ন্স ট্রফিতে আশা হলো চ্যাম্পিয়ন হওয়া। আমাদের এই একটাই বিশ্বাস।

সমকাল: দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু। বাংলাদেশের জয়ের সম্ভাবনা কেমন?
রিশাদ:
ইনশাআল্লাহ ভারতের বিপক্ষেই জিতব। চ্যাম্পিয়ন হতে গেলে প্রতিটি ম্যাচ জিততে হবে। সব ম্যাচ সমান গুরুত্বপূর্ণ। তাই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে হবে। ভারতের বিপক্ষে জয় পাব ইনশাআল্লাহ।

সমকাল: নিউজিল্যান্ড উপমহাদেশের বাইরের দল। গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের বিপক্ষে জয়ের অভিজ্ঞতাও আছে। তাদের সঙ্গে কৌশলটা কী থাকবে?
রিশাদ:
আসলে কোনো কৌশল কাজে দেবে না নিজেরা ভালো করতে না পারলে। আমরা ভালো করতে চাই। নির্দিষ্ট দিনে ভালো খেলতে পারলে জিতব। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটিকে নিজেদের করার চেষ্টা থাকবে। যেহেতু তাদের বিপক্ষে ভালো স্মৃতি আছে, সেটা ইতিবাচক ক্রিকেট খেলতে সাহায্য করবে।

সমকাল: আপনার নিজের পরিকল্পনা?
রিশাদ:
সুযোগ পেলে সর্বোচ্চটা দিয়ে ভালো খেলার চেষ্টা করব। নার্ভ শক্ত রেখে খেলব।

সমকাল: পাকিস্তানকে হারাতে পারবেন?
রিশাদ:
আমরা ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান সবাইকে হারাব, ইনশাআল্লাহ।

সমকাল: টি২০ বিশ্বকাপে ভালো খেলেছেন। বৈশ্বিক ওয়ানডে টুর্নামেন্টে প্রথম খেলবেন। কোনো একসাইটমেন্ট?
রিশাদ:
সবাই সাপোর্ট দিচ্ছেন। নিজের ওপর বিশ্বাস রাখতে বলছেন। আত্মবিশ্বাস ধরে রাখার পরামর্শ দিচ্ছেন। তাই ভালো একটা বিশ্বাস আছে। এর বাইরে কোনো একসাইটমেন্ট নেই।

সমকাল: দলের পরিবেশ কেমন?
রিশাদ:
দলের পরিবেশ খুব ভালো। একটি মিশন সফল করার জন্য যে ধরনের মানসিকতা থাকতে হয়, সে রকম।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ত য় দল পর ব শ র জন য ফ ইন ল বর শ ল সমক ল আপন র

এছাড়াও পড়ুন:

দাবানলে পুড়ছে ইসরায়েল, ‘জরুরি অবস্থা’ ঘোষণা

ইসরায়েলের জেরুজালেম শহরের কাছে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। শুষ্ক আবহাওয়ায় তীব্র বাতাসে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন অগ্নিনির্বাপণ কর্মীরা। এমন পরিস্থিতিকে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। খবর সিএনএন, টাইমস অব ইসরায়েল, বিবিসি, আল জাজিরার

দাবানল নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে ইসরায়েল। দাবানলে এ পর্যন্ত অন্তত ১৩ জন আহত হয়েছেন। তবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। 

দাবানলকবলিত কয়েকটি এলাকার মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ বলেছেন, এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় তারা আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। তিনি বলেন, ‘আমরা জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি।’

জেরুজালেমের অগ্নিনির্বাপণ বিভাগের কমান্ডার শমুলিক ফ্রিডম্যান বলেন, ইসরায়েলের ইতিহাসে এটি সম্ভবত সবচেয়ে বড় দাবানল। সতর্ক করে তিনি বলেন, কিছু সময়ের মধ্যে ঘণ্টায় ৬০ মাইলের বেশি গতিতে বাতাস বইতে পারে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে।

এই দাবানলের কারণে বুধবার ইসরায়েলের মেমোরিয়া ডেতে তেল আবিব ও জেরুজালেমের মধ্যে সংযোগকারী প্রধান সড়ক ‘রুট-১’ বন্ধ করে দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ঘন ধোঁয়ার মধ্যে মানুষ সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে।

কয়েক ঘণ্টা পরে জরুরি সেবাকর্মীরা মহাসড়কে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সারি সারি গাড়ি তল্লাশি করে দেখছিলেন, ওই সব গাড়ির মধ্যে কেউ আটকে আছেন কি না।

অগ্নিনির্বাপণ বিভাগের কমান্ডার শমুলিক ফ্রিডম্যান বলেন, আমরা এখনো জানি না, কী কারণে আগুন লেগেছে। আমরা এখন পর্যন্ত কোনো সূত্রও খুঁজে পাইনি। এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি।

ইসরায়েলি পুলিশ বলেছে, তারা সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ওই ব্যক্তি একটি খোলা মাঠে আগুন লাগানোর চেষ্টা করছিলেন বলে পুলিশের দাবি।

এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ দাবি করেছে, জেরুজালেমের পুলিশ কর্মকর্তারা পূর্ব জেরুজালেমের একজন বাসিন্দাকে হাতেনাতে ধরে ফেলেছে। ওই ব্যক্তি তখন শহরের দক্ষিণ প্রান্তের একটি খোলা মাঠে আগুন লাগানোর চেষ্টা করছিলেন। তার কাছ থেকে একটি লাইটার, তুলা ও অন্যান্য দাহ্য পদার্থ উদ্ধার করা হয়েছে।

ইসরায়েলি পুলিশের দাবি, ৫০ বছর বয়সী সন্দেহভাজন ওই ব্যক্তি পূর্ব জেরুজালেমের উম তুবা এলাকার বাসিন্দা। উম তুবা এলাকায় আরব ফিলিস্তিনিরা বসবাস করে থাকে।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সার দাবানল মোকাবিলায় ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এমন ইউরোপীয় দেশগুলোর সঙ্গে কথা বলছেন। তিনি তাদের কাছ থেকে উড়োজাহাজের সহায়তা চেয়েছেন। ইতালি ও মেসিডোনিয়া থেকে তিনটি উড়োজাহাজ শিগগিরই ইসরায়েলে পৌঁছাবে বলে জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ বলেন, ‘আমরা জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি। জীবন বাঁচাতে এবং দাবানল নিয়ন্ত্রণে আনতে সব বাহিনীকে সক্রিয় করতে হবে।’

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, প্রায় ১২০টি দল এবং ১২টি অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার দাবানল মোকাবিলায় কাজ করছে।

শামির মেডিকেল সেন্টার ও কপলান মেডিকেল সেন্টারের তথ্যমতে, দাবানলের কারণে অন্তত ডজন খানেক মানুষকে এই দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইতিমধ্যে জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত হাদাসা মেডিকেল সেন্টারের পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতি অনুরোধ করা হয়েছে, ‘জরুরি প্রয়োজন ছাড়া’ কেউ যেন হাসপাতালে না আসেন। হাসপাতালে ভর্তি থাকলেও যাদের অবস্থা গুরুতর নয়, তাদের হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। একই সঙ্গে দাবানলে আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গত সপ্তাহে যে এলাকায় দাবানল দেখা দিয়েছিল, এবারও দাবানল প্রায় একই জায়গায় ছড়িয়েছে।

সম্পর্কিত নিবন্ধ