Samakal:
2025-05-01@05:22:48 GMT

ইউক্রেনে ট্রাম্পের পরিকল্পনা

Published: 16th, February 2025 GMT

ইউক্রেনে ট্রাম্পের পরিকল্পনা

ইউক্রেনের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প যখন ‘শান্তি পরিকল্পনা’ উস্কে দিতে সিদ্ধান্ত নিয়েছেন, তখন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের কাছ থেকে সব কিছু আলোচনার টেবিলে আছে, শুনে খুব ভালো লাগছে। এ ছাড়া প্রেসিডেন্ট পুতিন কি আলোচনা আয়োজনে ইচ্ছুক? আমি মনে করি, হেগসেথ আলোচনা চালিয়ে যেতে খুব ইচ্ছুক। সৌদি কারিগরদেরও তা আয়োজনের সম্ভাবনা রয়েছে। ট্রাম্প বলেছেন, এই শান্তি আলোচনা প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মাধ্যমে আয়োজন করা যেতে পারে। 

আলোচনার একটি মোটামুটি নির্ভরযোগ্য নীতি রয়েছে। আপনি যদি প্রথমে একটি সংখ্যা বলেন, তবে সেটি ধরে দরকষাকষি শেষ করবেন। আবার যদি অন্য দিক থেকে প্রথমে একটি নম্বর আসে, আপনি সেটি ধরে আলোচনায় এগিয়ে যান। যে কারণেই হোক, আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগেই হেগসেথ ইতোমধ্যে ২০১৪ সাল থেকে রাশিয়ার দখল করা বেশির ভাগ বা সব জমি ফিরিয়ে দেওয়া, ইউক্রেনকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি বাদ দিয়েছেন। ইউক্রেনের ন্যাটোতে যোগদানের সম্ভাবনা বাতিল করেছে এবং ভবিষ্যতে ইউরোপীয়দের নিরাপত্তার হুমকি এড়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিশ্চয়তা অনিশ্চিত হয়ে পড়েছে। আমি মনে করি, ভ্লাদিমির পুতিন সব কিছু মেনে নেবেন এই বলে, ‘আপনাকে আমি ভাড়া করেছি!’

অন্য আগ্রহী পক্ষগুলোকে আরও জোরালোভাবে আত্মসমালোচনা করা উচিত। আমি গতকাল পড়েছি এবং শুনেছি, ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্রের সুবিধাবাদী তৎপরতার কারণে কতটা ‘ব্যথিত’ ও বিস্মিত হয়েছেন এবং ভোগান্তিতে পড়েছেন। কিন্তু .

.. কীভাবে? কী ঘটতে যাচ্ছে, সে ব্যাপারে তারা কী ভেবেছিলেন? ট্রাম্প কিন্তু বিষয়গুলো নিয়ে এক বছরেরও বেশি সময় কথা বলছেন। তিনি বলেছিলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন। কেবল এটুকু বলা যায়, ট্রাম্প হয়তো প্রক্রিয়া শুরু করতে কিছুটা বিলম্ব করেছেন। উপরন্তু, আমি বলব না, হেগসেথকে বোঝা কঠিন ছিল। আসলে যেসব ইঙ্গিত পাওয়া গেছে, তাতে আপনি তাঁকে বেশ অক্ষরে অক্ষরে পড়তে পারেন। তাঁর বাহুর বৃহৎ মাংসপেশিতে একটি অ্যাসল্ট রাইফেলের সঙ্গে মার্কিন পতাকা আঁকা এবং চিন্তা-ভাবনার বেশ কয়েকটি সহজ সূত্র তাঁর উভয় হাতের নিচে লেখা। তিন বছর আগে পুতিন ইউক্রেন আক্রমণ করার পর ইইউ নেতারা ভার্সাইয়ে মিলিত হন। আপনি মনে করতে পারেন, এই স্থানের বৈঠক মানে নেতাদের মনে এই ভাবনার উদয় হয়েছিল, ‘আসুন, আর বাজে কিছু না করি।’ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা করেছিলেন, ১৯১৯ সালের ভার্সাই ইউরোপকে বিভক্ত করছিল, কিন্তু ২০২২ সালের  ভার্সাই ইউরোপকে ঐক্যবদ্ধ করছে। কিন্তু এটি বাস্তবে তেমনটাই ঘটেছে, তা বলা যেতে পারে না। বরং তা বিস্ময়কর কিছু নয়, সেই সভা থেকে যে ঘোষণাটি প্রকাশিত হয়েছিল, তাতে স্পষ্ট হয়– ইউরোপ তার সুন্দর কথা এবং চিরকালের সুখী সুখী ভাবের মধ্যেই ঢুকে রয়েছে।

এখন মার্কিন প্রশাসন ও পুতিন ছাড়া কারও অবস্থা সুখকর নয়; বাকিরা ইউক্রেনের ব্যাপারে সবচেয়ে অখুশি। নিজের ভবিষ্যৎ নিয়ে এই জোরালো দরকষাকষির আলোচনায় রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র সমান অংশীদার কিনা– এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, হ্যাঁ, এটি একটি আকর্ষণীয় প্রশ্ন। আমার অনুমান, আপনার প্রশ্নের উত্তর হলো, ইউক্রেন চালকের আসনে বসা দূরের কথা, যেমনটা বিভিন্ন লোক নরম সুরে বলে থাকেন, দেশটি গাড়িতেই উঠতে পারেনি। এমনকি হয় ইউক্রেন গাড়ির পেছনে দৌড়াচ্ছে অথবা সবচেয়ে বাজেভাবে বললে, গাড়িটা তার ওপর দিয়েই চালিয়ে নেওয়া হচ্ছে।

মেরিনা হাইড: কলাম লেখক; দ্য গার্ডিয়ান থেকে ভাষান্তর 
ইফতেখারুল ইসলাম

উৎস: Samakal

কীওয়ার্ড: ইউক র ন ইউর প

এছাড়াও পড়ুন:

শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত না হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়

রাষ্ট্র শ্রমিককে মর্যাদার দৃষ্টিতে না দেখলে তাদের কোনো অধিকারই প্রতিষ্ঠিত হবে না। শোভন কাজ, নিরাপদ কর্মপরিবেশ কিংবা পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা– এসব অধিকার আইন এবং নীতিমালার মধ্যেই সীমাবদ্ধ থেকে যাবে। অথচ শ্রমিকের নিরাপত্তা তাঁর অধিকার, এটা দরকষাকষির বিষয় নয়। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত না হলে উৎপাদন কমে, রপ্তানি কমে। পরিণামে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। 
পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা সম্মেলনে গতকাল সোমবার এমন পর্যবেক্ষণ তুলে ধরেন বক্তারা। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) এ আয়োজন করে। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান ও আইএলওর কান্ট্রি ডিরেক্টর টুমো পোটিয়াইনেন। 

শ্রম উপদেষ্টা বলেন, ৫০ বছর ধরে শ্রম খাতে যেসব সংস্কার, উন্নয়ন কাজ করা হয়নি, সেগুলোর জন্য এখন চাপ তৈরি হয়েছে। সাত মাস ধরে এ খাতের অনেক সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। সম্প্রতি বিভিন্ন পোশাক কারখানায় শ্রম অসন্তোষ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, শ্রম খাতে সংকট হলে কাউকে খুঁজে পাওয়া যায়নি। ত্রিপক্ষীয় কমিটি কিংবা অন্যান্য বিভাগ– সংকটকালে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে। উপদেষ্টা বলেন, ‘শ্রম আইন মানা না হলে সরকারি টেন্ডারেও অংশ নেওয়া যাবে না। গতকাল বিএটি বাংলাদেশের কিছু লোক এসেছিল, যাদের ২০১৯ সালে ছাঁটাই করা হয়েছিল। আমি বিএটিকে বলেছি, আপনারা হয় আইন মেনে চলেন, না-হয় এ দেশ থেকে ব্যবসা গুটিয়ে চলে যান। বাধ্য হয়ে এমন শক্ত কথা বলতে হয়েছে।’ 
আলোচনায় শ্রম সচিব বলেন, মানুষ নির্বিঘ্নে তার কর্মক্ষেত্রে যাবে, অথচ কাজের জায়গাগুলোকে যেন মৃত্যুকূপ বানিয়ে রাখা হয়েছে। শ্রম সংস্কার কমিশন তাদের প্রতিবেদনে যেসব সুপারিশ দিয়েছে, তার প্রতিটি বিষয় নিয়ে কাজ হবে। 

সম্মেলনে পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ডিআইএফইর যুগ্ম মহাপরিদর্শক মো. মতিউর রহমান এবং সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেইনিং বিভাগের পরিচালক হাসনাত এম আলমগীর।
মতিউর রহমান বলেন, ২০১৩ সালে রানা প্লাজা ধসের ঘটনার পরেও প্রায় প্রতিবছরই কমবেশি বড় দুর্ঘটনা ঘটেছে। পেশাগত নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় এবং তাদের তদারকি কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন।

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেইনিং বিভাগের পরিচালক হাসনাত এম আলমগীর বলেন, পেশাগত ক্ষেত্রে অসুস্থতার বিষয়টি উপেক্ষিত থেকে যাচ্ছে। শ্রমিকরা ঠিক সময়ে বেতন না পেলে তাদের মানসিক স্বাস্থ্যে বিরূপ প্রভাব পড়ে। 
শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন বলেন, পেশাগত নিরাপত্তা মানুষের মৌলিক অধিকার, এটা দরকষাকষির বিষয় না। এটি যতদিন না ঠিক হবে ততদিন শিল্পও টেকসই হবে না। 
ডিআইএফইর মহাপরিদর্শক মো. ইমরুল মহসিন বলেন, দ্বন্দ্ব নিরসনে মালিক, শ্রমিক ও সরকার– প্রত্যেকের মাঝে এক ধরনের প্রতিপক্ষ মনোভাব কাজ করে। এই সুযোগে গরম তাওয়ায় কীভাবে রুটি ভেজে খাওয়া যায়, অনেকে সেই চেষ্টা করে। 
প্যানেল আলোচনায় বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান ও শ্রমবিষয়ক সংস্কার কমিশনের সদস্য তাসলিমা আখতার বলেন, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত না হলে উৎপাদন কমে, রপ্তানি কমে। পরিণামে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। 

সম্পর্কিত নিবন্ধ

  • শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত না হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়