প্রতিবছর সেপ্টেম্বরে নতুন মডেলের আইফোন আনার ঘোষণা দিয়ে থাকে অ্যাপল। তবে এ বছর ফেব্রুয়ারি মাসেই নতুন মডেলের আইফোন উন্মুক্ত করতে পারে অ্যাপল। এ বিষয়ে অ্যাপল সুনির্দিষ্ট কোনো তথ্য না জানালেও ১৯ ফেব্রুয়ারি নতুন পণ্য উন্মোচনের জন্য অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। আর তাই এই অনুষ্ঠানেই ‘এসই ৪’ মডেলের নতুন আইফোনসহ বিভিন্ন পণ্যের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি টিজার প্রকাশ করেছেন। সেখানে বিশেষ গ্রেডিয়েন্ট টোনে অ্যাপলের লোগো দেখা গেছে। টিজারে ১৯ ফেব্রুয়ারি উল্লেখ থাকায় সেদিনই অ্যাপলের নতুন মডেলের আইফোন বাজারে আনার ঘোষণা আসতে পারে বলে গুঞ্জন উঠেছে প্রযুক্তিবিশ্বে। শুধু তা-ই নয়, নতুন আইফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন নিয়েও প্রযুক্তিবিশ্বে চলছে তুমুল জল্পনাকল্পনা।

আরও পড়ুনঅ্যাপলের পণ্যের নামের শুরুতে ‘আই’ লেখা থাকে কেন০৩ ফেব্রুয়ারি ২০২৫

প্রতিবছরের মতো এবারও অ্যাপল আগে ধারণ করা ভিডিওর মাধ্যমে নতুন পণ্য উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে। যদি আইফোন এসই ৪-এর ঘোষণা আসে, তবে এটি হবে এসই সিরিজের সবচেয়ে বড় আপগ্রেড। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, তুলনামূলক সাশ্রয়ী দামের নতুন মডেলের আইফোনটিতে প্রথমবারের মতো টাচ আইডির পরিবর্তে ফেস আইডি প্রযুক্তি যুক্ত করা হতে পারে। এত দিন অ্যাপলের এসই সিরিজের ফোনে হোম বাটন ও টাচ আইডি থাকলেও এবার সেটি পুরোপুরি সরিয়ে ফেলা হবে।

আরও পড়ুনআইফোনের ব্যাটারির স্থায়িত্ব দ্বিগুণ করতে অ্যাপলের ৩ পরামর্শ১৫ জানুয়ারি ২০২৫

গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন অনুসারে, আইফোন এসই ৪ মডেলে অ্যাপলের হালনাগাদ এ১৮ প্রসেসর থাকতে পারে। এর ফলে আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–সমর্থিত নতুন সুবিধা ব্যবহার করা যাবে। ক্যামেরাতেও পরিবর্তন আসতে পারে। নতুন আইফোনের সম্ভাব্য দাম হতে পারে ৫০০ ডলার। এর ফলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের সঙ্গে বড় ধরনের প্রতিযোগিতা তৈরি হবে আইফোনের।

সূত্র: নিউজ ১৮

আরও পড়ুনযে ভুলের কারণে আইফোনের ক্ষতি হতে পারে, জানাল অ্যাপল২০ ফেব্রুয়ারি ২০২৪.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আইফ ন র

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ