বুধবার অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠান, নতুন আইফোন আসবে কি
Published: 17th, February 2025 GMT
প্রতিবছর সেপ্টেম্বরে নতুন মডেলের আইফোন আনার ঘোষণা দিয়ে থাকে অ্যাপল। তবে এ বছর ফেব্রুয়ারি মাসেই নতুন মডেলের আইফোন উন্মুক্ত করতে পারে অ্যাপল। এ বিষয়ে অ্যাপল সুনির্দিষ্ট কোনো তথ্য না জানালেও ১৯ ফেব্রুয়ারি নতুন পণ্য উন্মোচনের জন্য অনুষ্ঠানের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। আর তাই এই অনুষ্ঠানেই ‘এসই ৪’ মডেলের নতুন আইফোনসহ বিভিন্ন পণ্যের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক সামাজিক যোগাযোগমাধ্যমে একটি টিজার প্রকাশ করেছেন। সেখানে বিশেষ গ্রেডিয়েন্ট টোনে অ্যাপলের লোগো দেখা গেছে। টিজারে ১৯ ফেব্রুয়ারি উল্লেখ থাকায় সেদিনই অ্যাপলের নতুন মডেলের আইফোন বাজারে আনার ঘোষণা আসতে পারে বলে গুঞ্জন উঠেছে প্রযুক্তিবিশ্বে। শুধু তা-ই নয়, নতুন আইফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন নিয়েও প্রযুক্তিবিশ্বে চলছে তুমুল জল্পনাকল্পনা।
আরও পড়ুনঅ্যাপলের পণ্যের নামের শুরুতে ‘আই’ লেখা থাকে কেন০৩ ফেব্রুয়ারি ২০২৫প্রতিবছরের মতো এবারও অ্যাপল আগে ধারণ করা ভিডিওর মাধ্যমে নতুন পণ্য উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে। যদি আইফোন এসই ৪-এর ঘোষণা আসে, তবে এটি হবে এসই সিরিজের সবচেয়ে বড় আপগ্রেড। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, তুলনামূলক সাশ্রয়ী দামের নতুন মডেলের আইফোনটিতে প্রথমবারের মতো টাচ আইডির পরিবর্তে ফেস আইডি প্রযুক্তি যুক্ত করা হতে পারে। এত দিন অ্যাপলের এসই সিরিজের ফোনে হোম বাটন ও টাচ আইডি থাকলেও এবার সেটি পুরোপুরি সরিয়ে ফেলা হবে।
আরও পড়ুনআইফোনের ব্যাটারির স্থায়িত্ব দ্বিগুণ করতে অ্যাপলের ৩ পরামর্শ১৫ জানুয়ারি ২০২৫গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন অনুসারে, আইফোন এসই ৪ মডেলে অ্যাপলের হালনাগাদ এ১৮ প্রসেসর থাকতে পারে। এর ফলে আইফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–সমর্থিত নতুন সুবিধা ব্যবহার করা যাবে। ক্যামেরাতেও পরিবর্তন আসতে পারে। নতুন আইফোনের সম্ভাব্য দাম হতে পারে ৫০০ ডলার। এর ফলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের সঙ্গে বড় ধরনের প্রতিযোগিতা তৈরি হবে আইফোনের।
সূত্র: নিউজ ১৮
আরও পড়ুনযে ভুলের কারণে আইফোনের ক্ষতি হতে পারে, জানাল অ্যাপল২০ ফেব্রুয়ারি ২০২৪.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আইফ ন র
এছাড়াও পড়ুন:
মিনিকেট চালের দাম কেজিতে ২-৫ টাকা কমেছে
বাজারে সরু তথা মিনিকেট চালের দাম কিছুটা কমেছে। খুচরা পর্যায়ে প্রতি কেজি মিনিকেট চালের দাম কেজিতে দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত কমেছে। তবে মোটা ও সরু নাজিরশাইল চালের দাম আগের মতোই রয়েছে। এ ছাড়া বাজারে আগের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও মুরগি।
আজ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কারওয়ান বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে খুচরা দোকানে ডায়মন্ড, মঞ্জুর, সাগর, রশিদ প্রভৃতি ব্র্যান্ডের প্রতি কেজি মিনিকেট চালের দাম কেজিতে দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত কমেছে। গত সপ্তাহে মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের প্রতি কেজি মিনিকেট ৯০ টাকা দরে বিক্রি হয়েছিল, যা আজ বিক্রি হয়েছে ৮৫ টাকায়। একইভাবে ডায়মন্ড ব্র্যান্ডের মিনিকেটের দাম ৮৮ টাকা থেকে কমে ৮৫ টাকা ও রশিদ ব্র্যান্ডের মিনিকেটের দাম ৭৮ টাকা থেকে কমে ৭৬ টাকা হয়েছে।
সবচেয়ে বেশি কমেছে মোজাম্মেল মিনিকেট চালের দাম। এই চালের দামই এত দিন সবচেয়ে বেশি ছিল। গত সপ্তাহেও খুচরায় মোজাম্মেল ব্র্যান্ডের প্রতি কেজি মিনিকেট চাল ১০০ টাকায় বিক্রি হয়েছে। আজ বাজারে সেটি বিক্রি হয় ৯২ টাকায়। অর্থাৎ কেজিতে ৮ টাকা কমেছে এই মিনিকেট চালের দাম।
তবে নাজিরশাইল, ব্রি-২৮, ব্রি-২৯ ও স্বর্ণা চালের দাম আগের মতোই রয়েছে। বর্তমানে মানভেদে প্রতি কেজি নাজিরশাইল চাল ৮০ থেকে ৯৫ টাকা, ব্রি-২৮ ও ব্রি-২৯ চাল ৬০ টাকা এবং স্বর্ণা চাল ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের খুচরা চাল বিক্রেতা তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখন বোরো ধানের মৌসুম চলছে। অর্থাৎ বোরো ধান থেকে যে চাল হয়, সেটি বাজারে এসেছে। সাধারণত মিনিকেট হিসেবে পরিচিত ছাঁটাই করা চালগুলো এ ধান থেকেই আসে। ফলে বাজারে নতুন মিনিকেট চালের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দামও কমেছে।
চড়া পেঁয়াজ, মুরগির দাম
বাজারে এখন মূলত দেশি পেঁয়াজই বেশি বিক্রি হয়। এই পেঁয়াজের দাম তিন সপ্তাহ ধরে বাড়তি রয়েছে। বর্তমানে ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। পাড়া-মহল্লায় এ দাম আরেকটু বেশি। গত এক মাসের মধ্যে পেঁয়াজের দাম কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়েছে। এ ছাড়া আমদানি করা পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগি এবং ডিমের দাম কিছুটা বেড়েছে। আজ বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা ও সোনালি মুরগি ২৬০ থেকে ৩১০ টাকায় বিক্রি হয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা ও সোনালির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। পাশাপাশি ফার্মের মুরগির বাদামি ডিমের দামও আগের মতোই বেশি রয়েছে। আজ এই মানের এক ডজন ডিম বিক্রি হয়েছে ১২৫ থেকে ১৩০ টাকায়।
রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে সবজি কিনছেন দুই ক্রেতা