স্বীকৃত শেষ ব‌্যাটসম‌্যান জাকের আলী যখন সপ্তম ব‌্যাটসম‌্যান হিসেবে আউট হলেন তখন বাংলাদেশের স্কোরবোর্ডের চিত্র এরকম, ৭ উইকেটে ১৩৭। ওভার মাত্র ২৮.১।

চ্যাম্পিয়নস ট্রফিতে চ‌্যাম্পিয়ন হওয়ার ঘোষণা দিয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ। অথচ পাকিস্তান শাহীনসের বিপক্ষে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ম‌্যাচেই ব‌্যাটিংয়ে বেহাল দশা। শেষ পর্যন্ত আরো ১০ ওভার ব‌্যাটিং করে স্কোরবোর্ডে ২০২ রান তুলে অলআউট বাংলাদেশ।

সৌম‌্য সরকার ৩৫, মেহেদী হাসান মিরাজ ৪৪ ও তানজিম সাকিব ৩০ রান করেন। এছাড়া বিশের ঘর ছুঁয়েছেন তাওহীদ হৃদয় । বাকিরা কেউ বিশের ঘর পেরোতে পারেননি। সৌম‌্য ৪ চারে ৩৮ বলে ৩৫ রান করেন। সর্বোচ্চ ৪৪ রান করে মিরাজ ৫৩ বলে ৩টি হাঁকান। বাংলাদেশের ইনিংসের একমাত্র ছক্কাটি আসে তানজিম সাকিবের ব‌্যাট থেকে। ২৭ বলে ৪ চার ও ১ ছক্কা হাঁকান লেজের এই ব‌্যাটসম‌্যান।

আরো পড়ুন:

চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

সাবেক অধিনায়কদের সঙ্গে ফারুকের বৈঠকে কী হয়েছে

পাকিস্তান শাহীনসের হয়ে বল হাতে উসামান মির ৪৩ রানে ৪ উইকেট নেন। ২ উইকেট পেয়েছেন মুসা খান।

সংক্ষিপ্ত স্কোর: তানজিদ হাসান (৬), সৌম‌্য সরকার (৩৫), নাজমুল হোসেন শান্ত (১২), মেহেদী হাসান মিরাজ (৪৪), তাওহীদ হৃদয় (২০), মুশফিকুর রহিম (৭), জাকের আলী অনিক (৪), রিশাদ হোসেন (১৪), তানজিম সাকিব (৩০), নাসুম আহমেদ (১৫) ও তাসকিন আহমেদ (৪)।

ঢাকা/ইয়াসিন/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন ধরনের ব্যাটারি তৈরি করছে ফোর্ড

কম খরচে দীর্ঘ পথ যেতে সক্ষম বৈদ্যুতিক গাড়ি তৈরির জন্য লিথিয়াম ম্যাঙ্গানিজ রিচ (এলএমআর) সেলযুক্ত ব্যাটারি তৈরি করছে ফোর্ড। নতুন এ ব্যাটারি ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ির সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। ফোর্ডের ইলেকট্রিফাইড প্রপালশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক চার্লস পুন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মিশিগানের রোমুলাসে অবস্থিত আয়ন পার্ক ব্যাটারি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে বিশেষ প্রযুক্তির মাধ্যমে লিথিয়াম ম্যাঙ্গানিজ সমৃদ্ধ এলএমআর ব্যাটারি তৈরি করা হচ্ছে।

ফোর্ডের তথ্যমতে, এলএমআর ব্যাটারির শক্তির ঘনত্ব নিকেল ব্যাটারির তুলনায় বেশি। তাই নতুন ব্যাটারি কাজে লাগিয়ে দীর্ঘ পথ চলতে পারবে বৈদ্যুতিক গাড়ি। নতুন ব্যাটারির বিষয়ে চার্লস পুন বলেছেন, ‘ফোর্ড প্রথমে নিকেল-ম্যাঙ্গানিজ-কোবাল্ট (এনএমসি) ব্যাটারি তৈরি করেছে। এরপর ২০২৩ সালে তৈরি করেছে লিথিয়াম-আয়রন-ফসফেট এলএফপি ব্যাটারি। এবার আসছে এলএমআর ব্যাটারি। আমরা এই দশকের মধ্যেই এলএমআর ব্যাটারির উৎপাদন বাড়াতে চাই। ফোর্ডের ভবিষ্যৎ মডেলের গাড়িতে এই ব্যাটারি ব্যবহারের জন্য কাজ চলছে।’

সায়েন্স ডাইরেক্ট সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, লিথিয়াম-সমৃদ্ধ ম্যাঙ্গানিজভিত্তিক ক্যাথোড উপকরণ ৩০ বছর আগে আবিষ্কৃত হয়েছে। নিকেল ও কোবাল্টের অনুপস্থিতির কারণে এসব ব্যাটারির শক্তির ঘনত্ব বেশি।

সূত্র: ইনসাইড ইভিস

সম্পর্কিত নিবন্ধ