স্মার্টফোন ব্যবহারকারীদের বিভিন্ন কৌশলে বোকা বানিয়ে ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে থাকে সাইবার অপরাধীরা। এ ক্ষেত্রে টেলিফোন ওরিয়েন্টেড অ্যাটাক ডেলিভারি (টিওএডি) কৌশল বেশ ভয়ংকর। কারণ, এই কৌশল কাজে লাগিয়ে ফোনে কথা বলার সময় বিভিন্ন প্রলোভন দেখিয়ে ক্ষতিকর অ্যাপ ইনস্টল করতে প্রলুব্ধ করা হয়ে থাকে। আর তাই টেলিফোন ওরিয়েন্টেড অ্যাটাক থেকে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে ফোনে কথা বলার সময় স্মার্টফোনের গুরুত্বপূর্ণ সেটিংস পরিবর্তনের সুযোগ স্বয়ংক্রিয়ভাবে সীমিত করার সুবিধা চালু করছে গুগল।

টেলিফোন ওরিয়েন্টেড অ্যাটাকের মাধ্যমে সাইবার হামলা চালানোর জন্য প্রথমে বিভিন্ন প্রলোভনযুক্ত এসএমএস পাঠিয়ে নির্দিষ্ট নম্বরে ফোনকল করতে বলা হয়। কেউ সেই নম্বরে ফোনকল করলে বিভিন্ন কৌশলে ভুয়া নির্দেশনা দিয়ে বিপজ্জনক অ্যাপ ইনস্টল করানো হয়। এর ফলে অ্যাপটির মাধ্যমে স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশ করে এবং নিয়মিত তথ্য চুরি করে পাঠাতে থাকে। অ্যান্ড্রয়েডের নতুন নিরাপত্তা সুবিধাটি ফোনকল চলাকালীন ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ সেটিং পরিবর্তনের সুযোগ সীমিত করবে। বিশেষভাবে, এই সুরক্ষা ব্যবস্থা ‘অজানা উৎস থেকে অ্যাপ ইনস্টল’ এবং ‘অ্যাকসেসিবিলিটি অ্যাকসেস’ চালুর মতো সংবেদনশীল কার্যক্রম প্রতিরোধ করবে।

আরও পড়ুন‘পিগ বুচারিং’ প্রতারণায় যুক্ত ২০ লাখ অ্যাকাউন্ট মুছে ফেলল মেটা: কী এই প্রতারণা, কীভাবে নিরাপদ থাকবেন২৪ নভেম্বর ২০২৪

গুগলের তথ্যমতে, নতুন এ সুবিধার মাধ্যমে ফোনকলে কথা বলার সময় কেউ যদি স্মার্টফোনের সেটিংস পরিবর্তনের চেষ্টা করেন, তবে অ্যান্ড্রয়েড স্বয়ংক্রিয়ভাবে তা আটকে দেবে এবং একটি সতর্কবার্তা দেখাবে। এ ছাড়া, ফোনকল চলাকালীন কোনো অ্যাপকে ‘অ্যাকসেসিবিলিটি সার্ভিস’ ব্যবহারের অনুমতিও দেওয়া যাবে না। বর্তমানে অ্যান্ড্রয়েড ১৬ বেটা ২ সংস্করণে পরীক্ষামূলকভাবে সুবিধাটি চালু করা হয়েছে।

আরও পড়ুনঅনলাইনে চাকরির কথা বলে প্রতারণা, যেভাবে বোঝা যাবে১৪ সেপ্টেম্বর ২০২৪

এনসিসি গ্রুপ ও ফিনল্যান্ডের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের (এনসিএসসি-এফআই) তথ্যমতে, এসএমএস ও ফোনকলের মাধ্যমে স্মার্টফোনে ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করাচ্ছে সাইবার অপরাধীরা। এসব অ্যাপের মধ্যে ভাল্টার নামের একটি ড্রপার অ্যাপও রয়েছে। এই অ্যাপের মাধ্যমে স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে।

সূত্র: দ্য হ্যাকার নিউজ

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব যবহ র ফ নকল

এছাড়াও পড়ুন:

ফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের ভিডিও ফাঁস, ইসরায়েলে সেনাবাহিনীর সাবেক প্রসিকিউটর গ্রেপ্তার

ইসরায়েলি পুলিশ দেশটির সেনাবাহিনীর সাবেক একজন প্রসিকিউটরকে গ্রেপ্তার করেছে। একজন ফিলিস্তিনি বন্দীর ওপর ইসরায়েলি সেনাদের নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার পর ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

মেজর জেনারেল পদমর্যাদার ওই সাবেক প্রসিকিউটরের নাম ইয়াফাত তোমের-ইয়েরুশালমি। গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী।

জানা যায়, অনলাইনে ওই ভিডিওটি ফাঁস হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল। তখন তিনি তাঁর পদ থেকে পদত্যাগ করেন। এরপর নিখোঁজ ছিলেন।

ওই ভিডিওতে দেখা গেছে, সৈন্যরা এক বন্দীকে আলাদা স্থানে নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছেন। তাঁদের সঙ্গে একটি কুকুর রয়েছে। তাঁরা দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম ব্যবহার করে নিজেদের কার্যকলাপ এমনভাবে আড়াল করে রেখেছেন, যাতে কেউ দেখতে না পারে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিও ফাঁসের ঘটনাকে রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ‘জনসংযোগের ওপর সবচেয়ে তীব্র আক্রমণ’ বলে মন্তব্য করেছেন।

আরও পড়ুনফিলিস্তিনি বন্দীর ওপর নির্যাতনের ভিডিও ফাঁস ঘিরে ইসরায়েলের শীর্ষ আইনি কর্মকর্তার পদত্যাগ০১ নভেম্বর ২০২৫

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল-জাজিরার নউর ওদেহ বলেন, ওই নারী প্রসিকিউটরের আটকের ঘটনা ইসরায়েলে ‘রাজনৈতিক ও আইনি ঝড়’ তৈরি করেছে। তবে আটক হওয়া ব্যক্তির ওপর বাড়তি মনোযোগ মূল ঘটনা থেকে নজর সরিয়ে দিচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের কারাগারগুলোয় অন্তত ৭৫ জন ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন‘স্বপ্ন ছিল বুকে জড়িয়ে ধরার, এখন আশা দাফনটা যদি অন্তত করতে পারি’২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ