ভারতের বিপক্ষের ম্যাচটি নিয়ে প্রত্যাশা অবশ্য কম ছিল না। কিন্তু প্রত্যাশা আর প্রাপ্তির সম্মিলন ঘটেনি। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাট করতে নেমে নিদারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। সেখান থেকে তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক লড়াই করে লড়াকু পুঁজি এনে দিলেও সেটা জেতার জন্য যথেষ্ট হয়নি। শুভমান গিলের অপরাজিত সেঞ্চুরিতে ভারত ২১ বল ও ৬ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয়।

ম্যাচ শেষে শান্ত অবশ্য জানিয়েছেন যে, ঠিক কোন কোন জায়গায় বাংলাদেশ হেরেছে, ‘‘আমি মনে করি প্রথম পাওয়ার প্লে। সেখানে আমরা যেভাবে ব্যাটিং করেছি সেখানেই আমাদের ম্যাচটা শেষ হয়ে গেছে। ওই অবস্থা থেকে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের পক্ষে রিকভার করা কঠিন। মাঠে অবশ্য আমরা বেশ কিছু ভুল করেছি। বেশ কিছু ক্যাচ ছেড়েছি। রান আউট মিস করেছি। ওই সুযোগগুলো যদি কাজে লাগানো যেত, তাহলে ম্যাচের ফল ভিন্ন হলেও হতে পারত।’’

তবে হৃদয় ও জাকেরের প্রশংসা করেছেন অধিনায়ক, ‘‘তবে হৃদয় ও জাকের যেভাবে ব্যাটিং করেছে সেটা ছিল অসাধারণ। এই ধরনের উইকেটে স্পিনাররা সুবিধা পায়। বল ঘোরে। সেখানে হৃদয় ও জাকের খুব ভালো ব্যাটিং করেছে। আমি মনে করি না আমাদের স্পিন বোলারের ঘাটতি ছিল। মাহমুদউল্লাহর কিছুটা ইনজুরি রয়েছে। তবে আমাদের পেসাররা কিন্তু খারাপ বোলিং করেনি। যদি আমরা শুরুতে উইকেট তুলে নিতে পারতাম তাহলে ম্যাচের ফল ভিন্ন হতেও পারত।’’

আরো পড়ুন:

তাওহীদ-জাকেরের লড়াই ছাপিয়ে গিলের সেঞ্চুরিতে ভারতের জয়

দ্রুততম ১১ হাজারে দ্বিতীয় রোহিত

পরের ম্যাচে সোমবার নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় পরের ম্যাচটি বাংলাদেশের জন্য অতিব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ