অফিসের রুটিন কাজে আটকে পড়ে প্রায় হাঁপিয়ে উঠেছি। বহুদিন কোথাও বেড়াতে যাওয়া হয়নি। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম মনের ক্লান্তি দূর করতে কোথাও ভ্রমণে যাওয়া দরকার। ভ্রমণ শরীর আর মন দুইয়ের জন্য সেরা দাওয়াই। ভ্রমণের স্বপ্ন ভাবনায় দানা বাঁধলে ভাবতে থাকি- যদি পাখির মতো মুক্ত জীবন থাকতো, পৃথিবী চষে বেড়ানোর মতো টাকা থাকতো, তাহলে ঘুরে বেড়াতাম সবুজ পাহাড়ে, গাংচিলের মতো নীল জলের সমুদ্রের উপর। স্বপ্নকে বাস্তবায়ন করা খুব কঠিন ব্যাপার!
এবার ভ্রমণের স্থান নির্বাচন করেছি ইন্ডিয়ার এমন একটি রাজ্য, যার আশেপাশে কাঞ্চনজঙ্ঘা বা হিমালয়ের সৌন্দর্য নেই। যেখানে নেই সাদা বরফের গায়ে সোনালি রোদের কিরণ লেগে দ্যোতনা সৃষ্টির দৃশ্য, নেই শ্বেত বরফের শীতলতা। যাচ্ছি কবিগুরুর শহর, জীবনানন্দের শহর, শীর্ষেন্দু, সুনীল, সমরেশের শহর কলকাতায়।
১০ জানুয়ারি ২০২৫, রাত ১২টা ৩০ মিনিট। তল্পিতল্পা বলতে একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে ঢাকার আরামবাগ থেকে দাদাদের দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ভ্রমণসঙ্গী সহকর্মী লিটু ভাই আর সঞ্জয়দা। আমরা যখন বাসে বসে আছি তখন বাইরে প্রচুর শীত। ধোঁয়ার মতো হয়ে কুয়াশা পুরো দিগন্ত ঢেকে রেখেছে। সারাদিন অফিস করার পর রাতে ক্লান্তিতে শরীর অবসন্ন হয়ে আছে। মধ্যরাতে বাসে বসে চোখের পাতা বুজে আসছে। তবুও চোখের পাতা এক হতে দিচ্ছি না, যাত্রাপথে স্বপ্নের পদ্মা সেতু প্রথমবার দেখব বলে।
রাত দেড়টা, আমাদের বাস পৃথিবীর অন্যতম খরস্রোতা পদ্মা নদী পার হচ্ছে। পদ্মা সেতুতে আছে দুই স্তরবিশিষ্ট স্টিল ও কংক্রিটে নির্মিত চার লেনের সড়ক ও রেলপথ। ঢাকার সাথে এই সেতু দক্ষিণ বঙ্গকে এক সুতায় গেঁথেছে। সন্ধ্যাবেলা অফিস শেষে দিগন্তে যখন চোখ রেখেছিলাম, তখন আকাশ ছিল অপুষ্টিতে ভোগা অর্ধাকৃতির চাঁদ আর হাজার তারার দখলে। বাসের কাচের জানালা দিয়ে মধ্যরাতে তাকিয়ে দেখছি, কুয়াশার কুণ্ডলী চাঁদ-তারা ঢেকে রেখেছে। পদ্মা নদীর বুকে ধুধু অন্ধকার তার চাদর বিছিয়ে রেখেছে। ভেবেছিলাম, যখন পদ্মা পার হবো তখন চাঁদ-তারার যৌথ আলো পদ্মার জলের বুকে রুপালি আভা সৃষ্টি করবে।
দু’পাশের জ্বলন্ত সড়কবাতির ধবধবে আলোয় সেতুর সৌন্দর্য দেখতে দেখতে পাড়ি দিলাম, ২১টি জেলার সাথে সংযোগকারী পদ্মা সেতু। রাত যতই গভীর হতে থাকল শীতের তীব্রতা ততই বাড়তে থাকল। সকাল ছ’টায় যখন বাস থেকে বেনাপোল নামিয়ে দেয়া হলো তখন তীব্র শীতে কেঁপে উঠলাম। শীতেও আমরা উদ্বিগ্ন হলাম না। সারারাত বাস ভ্রমণে শরীরে ক্লান্তি এলেও তিনজন চেয়ার বসে ঘণ্টাদেরেক ঘোড়ার মতো ঘাড় উঁচিয়ে ঘুমিয়ে শক্তি সঞ্চয় করে নিলাম। যাতে কলকাতা পৌঁছানোর পর ক্লান্তি ঘিরে ধরতে না পারে।
সকাল নয়টায় নাস্তা সেরে ইমিগ্রেশনের জন্য প্রবেশ করলাম। কলকাতা দেখার নেশায় ভাবনার রাজ্যে ভেসে উঠছে নতুন স্বপ্ন। মনের আয়নায় ভেসে উঠছে শহরের একটা কল্পিত চিত্র। ইমিগ্রেশনে হঠাৎ এলাকার ছোট ভাই সাব-ইন্সপেক্টর তুষারের সাথে দেখা। ও ইমিগ্রেশনে যতটা সম্ভব সহায়তা করে বলল, দুই দেশের গন্ডগোলের কারণে এখন সীমান্ত একেবারে শান্ত, কোনো ভিড় নেই। আগের সময় হলে এতক্ষণ বেনাপোল বন্দর রূপান্তরিত হতো মেলা প্রাঙ্গণে।
আমরা যখন বিদায় নিয়ে ওপারে চলে যাচ্ছি। এমন সময় কানের কাছে এসে তুষার আবার বলল, ভাইয়া, এই শীতে কাশ্মীরের বাঁকে বাঁকে শীতল বরফ জমে থাকে। পর্বত চূড়ায় বরফ ঢাকা গুহার মুখ দিয়ে ধোঁয়ার মতো কুয়াশার কুণ্ডলী বের হয়। আপেল গাছ থেকে হাত দিয়ে সতেজ আপেল পেড়ে খাওয়ার মজাই আলাদা। দুই পা দুইদিকে ঝুলিয়ে ঘোড়ায় চড়ে পৃথিবীর ভূস্বর্গ দেখার স্বপ্ন পূরণ করে নিন। প্রস্তুতি থাকলে কলকাতা পৌঁছে কাশ্মির চলে যান।
তুষারের কথা শুনে হঠাৎ মনে পড়ল সহকর্মী মামুন, তুষার কান্তি ও আরাফাতের কথা। মাসখানেক আগে ওরা কাশ্মির ঘুরে এসে বলেছিল, কাশ্মিরে এবড়োথেবড়ো পাথুরে পাহাড়ি পথের চূড়া পেরিয়ে গন্তব্যে পৌঁছাতে অনেকবার ঘোড়ার রাশ টেনে ধরতে হয়েছিল। ঘোড়ার হ্রেষা ধ্বনি, বরফে খুরের আওয়াজ আর লাগামের টুংটাং শব্দ ওদের অনেক শিহরিত করেছিল। ওদের দেহের প্রতিটি পেশি গুণটানা ধনুকের মতো টানটান হয়ে গিয়েছিল উত্তেজনায়। ওরা ভয়মিশ্রিত খুশিতে শিহরিত হয়ে চেঁচিয়ে উঠেছিল অনেকবার। বলেছিল, অনেক উঁচু আর খাঁজকাটা বরফের পর্বতে ওঠা এত সহজ নয়! বরফের শীতল মিছিলে যোগ দেওয়ার শিহরণ নাকি, না গিয়ে অনুভব করা সম্ভব নয়! ওরা ফিরতি পথের বিরতিতে ঘোড়াগুলোকে যথেষ্ট দানাপানি দিয়েছিল, যাতে ফিরতি পথে ঘোড়াগুলো শরীরের ওজন বহন করতে পারে।
সহকর্মীদের মুখে কাশ্মিরের সৌন্দর্যের গল্প শুনে স্থির করে রেখেছি। পৃথিবীর স্বর্গ যদি কাশ্মির হয়, তাহলে অনন্তকালের অপেক্ষায় না থেকে, জীবদ্দশায় কিছু পয়সা খরচ করে একবার পৃথিবীর স্বর্গ ঘুরে আসব। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে আমরা পেট্রাপোল সীমান্তে এপারে এসে দাঁড়ালাম। এশিয়ার বৃহত্তম স্থল শুল্ক-স্টেশন বেনাপোল-পেট্রোপোল । পেট্রাপোলকে কেন্দ্র করে এখানে বিশাল অর্থনীতিক কর্মকাণ্ড গড়ে উঠেছে। দিগন্তে তাকিয়ে দেখলাম, আকাশের বুকে ঝুলে থাকা উদিত সূর্যটা দেখা যাচ্ছে না কুয়াশার কারণে।
কলকাতা এক সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের পুরাতন শহর। এই শহরকে ভারতের সাংস্কৃতিক রাজধানী বলা হয়। এই শহর তার মাটিতে সাহিত্যিক, শৈল্পিক ও বৈপ্লবিক চেতনার অনেক গুনীজনের জন্ম দিয়ে বিশ্ববিদিত হয়েছে। মনে হচ্ছে, ভারতের শিল্প ও সাহিত্য চেতনার মনীষীদের জন্মস্থান কলকাতা আমাদের ঠকাবে না! কলকাতার ঐতিহ্য, খাবার এবং প্রাণবন্ত পরিবেশ এক অনন্য অভিজ্ঞতা দেবে! এসব ভাবতে ভাবতে হরিদাসপুর পৌঁছে কাশ্মিরের ভাবনার রেশ কেটে গেল।
সঞ্জয়দা হঠাৎ বলল, আমরা বাসে না গিয়ে লোকাল ট্রেনে বনগাঁ থেকে শিয়ালদহ হয়ে কলকাতা যাব। ট্রেন ভ্রমণে ইন্ডিয়ার মানুষের সঙ্গে মিশে ওদের সংস্কৃতিটা জানতে পারব। আমরা হরিদাসপুর থেকে অটোতে রওনা হলাম বনগাঁর পথে। বনগাঁয় পৌঁছে পরিস্থিতিটা বুঝার চেষ্টা করলাম। বুকের মাঝে ভয়ের একটা আতঙ্ক শিরশির করে উঠছে। ভাবলাম, দুই দেশের চলমান রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতির কারণে উটকো ঝামেলায় আবার না পড়ে যাই!
বনগাঁ থেকে ২০ রুপি করে টিকেট কেটে শিয়ালদহের ট্রেনে বসে পড়েছি। প্রথম স্টেশন হওয়ায় যাত্রীর আনাগোনা খুব কম। টিকিটের গায়ে লেখা সময় ধরে ট্রেন ১০.
কিছুক্ষণ পর চোখে পড়ল সবুজ গাছপালা সমতল এলাকাটিকে ঘিরে আছে। কৃষকের বিস্তীর্ণ ফসলের মাঠে হলুদ শর্ষে ফুলের অবারিত সৌন্দর্য লুটোপুটি খাচ্ছে। হলুদের গালিচা মোড়ানো বিস্তীর্ণ প্রান্তর দেখে মন জুড়িয়ে যাচ্ছে। যেদিকে চোখ যায়, সেখানেই প্রকৃতি হলুদ চাদর বিছিয়ে রেখেছে। এ যেন আমাদের দেশের মতো আরেক রূপসী বাংলা। অন্য যাত্রীরা আমার মতো শর্ষে ফুলে মুগ্ধ হচ্ছেন কিনা বুঝতে পারছি না। আমাদের দেশে আমন ধান উঠে যাওয়ার পর বোরো আবাদের আগের সময়টুকুতে চাষ হয় শর্ষের। অনেক কৃষক দুই ফসলি জমিকে তিন ফসলি করার চেষ্টা করে হলুদ শর্ষে ফুলের চাষে। এই সময় মৌমাছিরা ফুল থেকে ফুলে উড়ে ঘটায় প্রাকৃতিক পরাগায়ন। ফসল ভালো হয় মৌমাছির কারণে।
আমাদের ট্রেন শিয়ালদহের দিকে যত এগিয়ে যাচ্ছে যাত্রী আর হকারের আনাগোনা তত বাড়ছে। হকার ঝুড়ি ভর্তি কমলালেবু, আপেল বিক্রির সময় বলে যাচ্ছে একশ রুপিয়া কেজি। কখনো কাঠির ডগায় পতাকার মতো আমড়া উড়িয়ে হাজির হচ্ছে হকার। কেউ পেয়ারা, আচার, শনপাপড়ি। কেউ উচ্চস্বরে বলছে, ভাল বাদাম, ছোলা, ঝুরি ভাজা খেলে বলবেন। পাশেই এক ফেরিওয়ালা রেশমি চুড়ি, চিরুনি, রুমাল, পুঁতিরমালাসহ হরেক রকমের জিনিস বিক্রি করে চলছে। দমদম স্টেশনে ট্রেন থামতেই চোখে পড়ল, জানালার বাইরে এক হকার শিশুতোষ বইয়ের পাতা মেলে ধরেছে, তাতে রঙিন জিরাফ গলা উঁচিয়ে দাঁড়িয়ে আছে, আর বানর ঝুলে আছে গাছের ডালে। মনে হচ্ছে দুনিয়ায় যত রকমের ফেরিওয়ালা আর হকার আছে তাদের সবার দেখা মিলছে বনগাঁ ট্রেনে।
ট্রেন যখন বারাসাত স্টেশনে আসল তখন অগণিত যাত্রীর স্রোত ট্রেনে। তিল পরিমাণ জায়গা ফাঁকা নেই বগিতে। ট্রেনে এতো লোক দেখিনি আমি। গোনা সম্ভব নয়। যাত্রীরা মৌমাছির ঝাঁকের মতো গুনগুন আওয়াজ তুলছে। যাত্রীদের গায়ের উত্তাপে ট্রেনে শীতের তীব্রতা কমে এসেছে। অনেক ঘুরিয়ে-পেচিয়ে বারাসাত স্টেশন, বামন গাছির গোলকধাঁধার পথ পেরিয়ে ট্রেন থামল শিয়ালদহ। আমরা যখন শেষ স্টেশনে পৌঁছালাম, তখন সূর্যটা মধ্য আকাশের বুকে চলে এসেছে।
শুনেছি, জব চার্নকের হাতে গড়া কলকাতা শহরকে নিয়ে অহঙ্কার করার মতো অনেক কিছুই আছে! ৩৩৩ বছরের পুরোনো এই শহরের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে শতবর্ষী সব স্থাপনা, কয়েকশ বছরের ইতিহাস। ইতিহাসের পাতায় স্থান করে নেওয়া পুরোনো স্থাপনা মানুষকে মুগ্ধ করে! কিন্তু শিয়ালদহ রেল স্টেশন থেকে ট্যাক্সির জন্য যখন হেঁটে পথ চলছি তখন জনবহুল এলাকাটির হৈচৈ আর অপরিচ্ছন্ন নোংরা রাস্তাঘাট দেখে হতাশ হলাম। মূল শহরে প্রবেশের আগেই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সম্পর্কে বিরূপ ধারণা বদ্ধমূল হলো।
চলতি পথে ফুটপাতের দোকানিরা ফলের দাম হাঁকছে। বড় দানার আনার ১৫০ রুপিয়া, কমলালেবু ১০০ কেজি। বাংলাদেশের তুলনায় এখানে ফল খুবই সস্তা। ট্যাক্সি খুঁজতে খুঁজতে চলতি পথে চোখে পড়ছে ঐতিহ্যবাহী ট্রাম লাইন। কিন্তু ট্রামগাড়ি চলার দৃশ্য চোখে পড়ছে না। কিছু লাইন পিচ দিয়ে চাপা দেওয়া হয়েছে, আবার কোথাও বুক উঁচিয়ে আছে লাইন। লাইনের অবস্থা দেখে মনে হচ্ছে কলকাতার ট্রাম গাড়ির ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। ভাবনার অতলে ডুবে ট্রাম লাইন পার হওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রিয় কবি জীবনানন্দ দাশ মৃত্যুবরণ করেছিলেন।
নিউ মার্কেটের কাছেই মারকুইস স্ট্রিট। অবশেষে আমরা ট্যাক্সি যোগে চলে আসলাম মারকুইস স্ট্রিট। মুসলিম অধ্যুষিত হওয়ায় বাংলাদেশিরা মারকুইস স্ট্রিটের হোটেলে বেশি থাকে। রাত্রি যাপনের জন্য তিন তারকা মানের একটা আবাসিক হোটেলে এলাম। প্রতি রুমের ভাড়া ৩০০০ রুপিয়ার কমে রাজি হলো না ম্যানেজার। আমাদের এক সফরসঙ্গী ম্যানেজারকে বিনয়ের সাথে জিজ্ঞেস করলো- দাদা, আমি কি ওয়াশরুমটা ব্যবহার করতে পারি? খুব চাপ পেয়েছে! ম্যানেজার সাহেব নীরব হয়ে আছেন। আমি ম্যানেজারকে অনুরোধের স্বরে বললাম, তিনি অস্বস্তিতে আছেন, সুযোগটা দিলে ভালো হতো দাদা। ম্যানেজার ঠোঁটটা বাকিয়ে কর্কশ কণ্ঠে বলল, রুম ভাড়া না নিলে ওয়াশরুম ব্যবহার করা যাবে না! আমি ত্যাড়া চোখে তাকিয়ে দেখলাম, ম্যানজারের কথা শুনে ঘৃণা আর ক্রোধে জ্বলজ্বল করছে সফরসঙ্গীর চোখ। ম্যানেজারের আচরণে অবাক না-হওয়া সামান্য কিছু মানুষের মধ্যে আমিও একজন। কারণ আগেও এ ধরনের কিছু ঘটনার কথা শুনেছিলাম। টয়লেটের জন্য এদেশে অনেক আন্দোলন হয়েছে। এদের কাছে অন্য যে কোন কিছুর চেয়ে টয়লেট বেশি মূল্যবান! প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার উপায় না থাকায় বাধ্য হয়েই চেপে রাখলেন তিনি।
কিছুক্ষণের মধ্যেই ভালো মানের একটা হোটেল পেয়ে গেলাম। হোটেল ম্যানেজারের সাথে কথা বলে জানা গেল, কয়েক মাস আগেও তাদের হোটেলে ঠাঁই নাই, ঠাঁই নাই অবস্থা ছিল। এখন বাংলাদেশীরা না আসায় হোটেল মালিকসহ সব ব্যবসায়ী মাছি তাড়াচ্ছেন। আমাদের হোটেলসংলগ্ন বিল্ডিংয়ের নিচেই বাংলাদেশের নামকরা বাস কাউন্টার সোহাগ, শ্যামলী এবং অল্প বিস্তর দূরে রয়েল সার্ভিস এবং বিআরটিসির কাউন্টার। তাতে বড় বড় বাংলা অক্ষরে লেখা রয়েছে ‘কলকাতা-ঢাকা-নারায়ণগঞ্জ’। কোথাও আবার লেখা রয়েছে ‘কলকাতা-ঢাকা-চট্টগ্রাম’। বাস কাউন্টার দেখে মনটা খুশিতে ভরে গেল। জায়গাটাকে কলকাতার বুকে ‘এক টুকরো বাংলাদেশ’ মনে হলো। মনে হলো যেন আমরা বাংলাদেশের ভেতরেই আছি।
আমরা বিকাল চারটায় কলকাতার ঐতিহ্যবাহী কস্তূরী রেস্তোরাঁয় খাবারের লাইন দিলাম। দুপুরের ভোজে কলাপাতায় দেওয়া হলো চিতলের কালিয়া, খাসির কষা মাংসের তরকারি, আলু কুমড়া করলার তৈরি শুক্তো, মোচার ঘন্টো ও বাসমতী ভাতের সাথে আরও কয়েক পদ। খাবার শেষে ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেন্ট পলস ক্যাথেড্রাল, প্রিন্সেপ ঘাট, হাওড়া ব্রিজ, পরিদর্শন করার সিদ্ধান্ত নিলাম। আমরা ইন্ডিয়ান সীম ক্রয়ের জন্য একটা দোকানের সামনে অপেক্ষা করছি। হঠাৎ পাশ থেকে কলকাতার এক সাচ্চা মুসলিম ভুরু কুঁচকে একাকী বলে চলেছে– শালীনতা লংঘনেরও একটা সীমা থাকা উচিত! শালা, সাদা চামড়ার শয়তান! নিজেকে সভ্য দাবি করলেও এরাই অসভ্যতার বীজ রাস্তাঘাটে বিলিয়ে বেড়ায়।
কথা শুনে আমি পাশ ফিরে তাকাতেই চোখ পড়ল খাপছাড়া তলোয়ারের মতো এক যুবতী পাশে দাঁড়িয়ে আছে। সম্ভবত ইউরোপ বা আমেরিকার পর্যটক হবে। ওর সোনালি চুলগুলো ঘাড়ের পিছনে ছড়িয়ে আছে। ঘটনা কি তা জানার জন্য নিচের দিকে আঁড়চোখে তাকালাম। প্রথমে বিদেশিনীর শরীরের নিচের অর্ধাংশ চামড়ার মতো শ্বেত কাপড় মনে হলো। তারপর মনে হলো, কাপড় নয় ওর নিজের শরীরের চামড়া! চোখের পাতা এমনিতেই বন্ধ হয়ে গেল। কয়েক মুহূর্ত পর দৃষ্টির দরজা খুলে দেখি বিদেশিনী উধাও হয়েছেন। আমি ঠাওর করতে পারলাম না- ছোট প্যান্ট পরা বিদেশি মেয়েটির সংস্কৃতি নাকি বয়োজ্যেষ্ঠের মনের সংকীর্ণতা! (চলবে)
তারা//
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ন দর য কলক ত র শ য় লদহ আম দ র ন র জন র জন য ভ রমণ বরফ র র উপর র একট যখন ব র সময়
এছাড়াও পড়ুন:
সন্তানদের টানে বিচ্ছেদ থেকে বন্ধন, আদালত চত্বরে আবার বিয়ে
তিন বছর আট মাস আগে বিবাহবিচ্ছেদ হয় এক দম্পতির। পরে দুই কন্যাসন্তানের হেফাজত চেয়ে আদালতে পাল্টাপাল্টি মামলা করেন মা ও বাবা। শুনানির সময় বাবার সঙ্গে আদালতে সন্তানদের দেখা হতো। কিন্তু এতটুকু দেখাতে মন ভরত না সন্তানদের। সন্তানেরা মা-বাবাকে সব সময় একসঙ্গে কাছে পেতে চাইত। সাত বছর বয়সী বড় কন্যা প্রতিবার সাক্ষাতের সময় কান্নাকাটি করে মা-বাবাকে একসঙ্গে থাকার জন্য আকুতি জানাত।
পরে দুই কন্যার মানসিক অবস্থা বিবেচনা করে ব্যথা ও অভিমান ভুলে ওই দম্পতি আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। প্রায় তিন বছর মামলা চালানোর পর গত মার্চ মাসে আদালত চত্বরে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী মলয় কুমার সাহা প্রথম আলোকে বলেন, শুধু কন্যাদের মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে ওই দম্পতি আবার এক হয়েছেন। আপসের পর ধর্মীয় বিধান মেনে আদালত চত্বরে তাঁদের আবার বিয়ে সম্পন্ন হয়েছে। তাঁরা সংসার শুরু করেছেন।
যেভাবে দ্বন্দ্ব, যেভাবে আপস
২০১৭ সালে পারিবারিকভাবে এই দুজনের বিয়ে হয়। তাঁরা দুজনই উচ্চশিক্ষিত। দুজনই উচ্চপদে চাকরি করেন। বিয়ের পর নারীর বাবার বাড়িতে তাঁদের সংসার শুরু হয়। পরে রাজধানীতে একটি ভাড়া বাসা নিয়ে থাকা শুরু করেন। বিয়ের এক বছরের মাথায় তাঁদের কন্যাসন্তানের জন্ম হয়।
নারীর ভাষ্য, বিয়ের পর তাঁদের সংসার ভালোই চলছিল। স্বামী যৌতুক চেয়েছিলেন। এ কারণে মেয়ের সুখের কথা ভেবে যৌতুক হিসেবে ছয় লাখ টাকা ব্যয় করে টিভি, ফ্রিজ, খাট ও আলমারি উপহার দেন তাঁর বাবা।
মামলায় ওই নারী অভিযোগ করেন, বসুন্ধরা আবাসিক এলাকায় তাঁর স্বামীর ভাড়া বাসায় ওঠার কয়েক মাস পর থেকে সংসারে অশান্তি শুরু হয়। ভাড়া বাসার পাশে তাঁর ননদের বাসা ছিল। শাশুড়ি কখনো তাঁদের সঙ্গে, আবার কখনো মেয়ের বাসায় থাকতেন। তুচ্ছ কারণে শাশুড়ির সঙ্গে তাঁর প্রায় সময় মনোমালিন্য হতো। এ নিয়ে স্বামী তাঁকে কটু কথা বলতেন। একপর্যায়ে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন স্বামী। তবু সন্তানের কথা ভেবে অত্যাচার সহ্য করে সংসার করতে থাকেন তিনি।
মামলায় ওই নারী আরও অভিযোগ করেন, একপর্যায়ে বাবার কাছ থেকে জমি লিখে নিতে স্বামী তাঁকে চাপ দিতে শুরু করেন। এ প্রস্তাবে রাজি না হওয়ায় শারীরিক ও মানসিক নির্যাতন আরও বেড়ে যায়। একসময় তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়। পরে নির্যাতন সহ্য করতে না পেরে বিয়ের চার বছরের মাথায় তিনি স্বামীকে তালাক দিয়ে সন্তান নিয়ে বাবার বাড়ি চলে যান।
তালাক কার্যকরের (তিন মাস) আগে স্বামীর পরিবারের সদস্যরা তালাকের নোটিশ প্রত্যাহারের অনুরোধ করতে থাকেন। স্বামী ও তাঁদের স্বজনেরা ওই নারীর কাছে অঙ্গীকার করেন, আর কখনোই শারীরিক বা মানসিক নির্যাতন করা হবে না। স্বামীর অনুরোধ ও সন্তানের কথা ভেবে কার্যকর হওয়ার আগে ওই নারী তালাকের নোটিশ প্রত্যাহার করে নেন। আবার সংসার শুরু করেন।
আদালতের কাছে নারী দাবি করেন, আবার সংসার শুরুর পর থেকে কয়েক মাস তাঁর স্বামীর সঙ্গে সম্পর্ক বেশ ভালো ছিল। তবে দ্বিতীয় সন্তান গর্ভে আসার পর থেকে আবারও স্বামী নির্যাতন করা শুরু করেন। তিনি এতটাই উগ্র হয়ে ওঠেন যে নির্যাতন ঠেকাতে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে স্বামী তাঁদের সঙ্গেও খারাপ ব্যবহার করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে আবারও স্বামীর বাসা ছেড়ে চলে যান বাবার বাসায়। ২০২১ সালের ৩০ আগস্ট তিনি আবার তাঁর স্বামীকে তালাকের নোটিশ দেন। তালাক কার্যকরও হয়। ছয় মাস পর একটি বেসরকারি হাসপাতালে তাঁর দ্বিতীয় কন্যাসন্তানের জন্ম হয়। স্বামী কখনো দ্বিতীয় সন্তানকে দেখতে আসেননি।
তবে এই নারীর সব অভিযোগ অস্বীকার করেছেন তাঁর সাবেক স্বামী। সাবেক স্বামীর অভিযোগ, তাঁর মায়ের সঙ্গে স্ত্রীর বনিবনা হতো না। এ কারণে স্ত্রী প্রায় সময় তাঁর মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। একদিন রাগ করে তাঁর স্ত্রী বড় মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যান। দ্বিতীয় সন্তান জন্মের পর কন্যাদের দেখতে তিনি শ্বশুরবাড়িতে গেলে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মারধর করেন। এ সময় তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন দেন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে।
এ ঘটনার পর তাঁদের দুজনের মধ্যে আর কোনো সমঝোতা হয়নি। পরে দুই কন্যার হেফাজত চেয়ে সাবেক স্ত্রীকে বিবাদী করে পারিবারিক আদালতে মামলা করেন সাবেক স্বামী। অন্যদিকে ওই নারীও সাবেক স্বামীকে বিবাদী করে একই ধারায় মামলা করেন।
আরও পড়ুনবিয়ের অনেক বছর পরও কেন বিচ্ছেদ হয়১০ জুলাই ২০২৪বিবাদীপক্ষের আইনজীবী মলয় কুমার সাহা প্রথম আলোকে বলেন, এই দম্পতির বড় সন্তানের বয়স প্রায় সাত বছর, আর ছোট সন্তানের বয়স চার বছর। পারিবারিক আদালতে মামলার শুনানি চলাকালে আদালতকক্ষে স্বামী-স্ত্রীর দেখা হতো। দুই কন্যা তখন মা–বাবা দুজনের সঙ্গেই কথা বলত। তারা কান্নাকাটি করত; সবাই মিলে একসঙ্গে থাকতে চাইত। একসময় স্বামী-স্ত্রী দুজনই সন্তানের মানসিক অবস্থার কথা চিন্তা করে আবার একসঙ্গে সংসার করার সিদ্ধান্ত নেন।
আইনজীবী মলয় কুমার সাহা বলেন, মা–বাবার বিচ্ছেদের পর সন্তানেরা মানসিক যন্ত্রণার মুখোমুখি হয়। শিশুর মানসিক বিকাশে মা–বাবার আদর-ভালোবাসা বিরাট ভূমিকা রাখে। বিচ্ছেদের কারণে আদর-ভালোবাসার ঘাটতি সন্তানদের জীবনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। এ কারণে দুই কন্যার মানসিক সুস্থতার কথা ভেবে গত মার্চ মাসে আপস করে ওই দম্পতি আবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা সংসার শুরু করেছেন। তাঁদের ব্যাপারে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। তাঁরা এখন সুখে আছেন।
আরও পড়ুনবিচ্ছেদের ৫০ বছর পর আবার একসঙ্গে দুজন ০৮ ডিসেম্বর ২০২৪আরও পড়ুনডিভোর্সের পরও সন্তানের কথা ভেবে এক ছাদের নিচে থাকা কি ঠিক২৮ ফেব্রুয়ারি ২০২৫