বগুড়ায় অটোভ্যানকে ট্রাকচাপা, প্রাণ গেল ৫ জনের
Published: 22nd, February 2025 GMT
বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় পাঁচজন, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় দু’জন এবং পটুয়াখালীর দশমিনায় ট্রলি-অটোরিকশা সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। কুমিল্লার লালমাই, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, ফরিদপুরের বোয়ালমারী, মানিকগঞ্জের ঘিওর, ময়মনসিংহের ফুলবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও মাগুরার মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে সাতজনের। রাজধানীতে পৃথক দুর্ঘটনায় হাতিরঝিলে এক স্কুলছাত্র, গুলিস্তান এলাকায় বঙ্গভবনের সামনে এক অটোচালক ও বেইলি রোডে অজ্ঞাত একজন মারা গেছেন।
বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কের মেইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শাখা সড়ক থেকে মূল সড়কে ওঠার সময় ভ্যানের এক্সেল ভেঙে যায়। এ সময় নওগাঁ থেকে বগুড়াগামী গরুবাহী একটি দ্রুতগামী ট্রাক ভ্যানকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন– দুপচাঁচিয়া উপজেলার বানিয়াদিঘী গ্রামের মোজাহার (৬০) ও সাফিকুল ইসলাম (৪৫), আদমদীঘি উপজেলার বড় আকিড়া এলাকার শহিদুল ইসলাম (৬০), দুপচাঁচিয়ার মাঝিপাড়া গ্রামের মেজবাহ (৩২) ও ডিপুইল গ্রামের অটোরিকশাচালক ময়েন সরদার (৫৫)।
রাজধানীর হাতিরঝিল এলাকায় শুক্রবার বিকেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুলছাত্র মারা গেছে। তার নাম রাইয়ান জাবির (১৬)। রাইয়ান বনশ্রী মডেল হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। বিকেলে গুলিস্তান এলাকায় বঙ্গভবনের সামনের সড়কে বাসের ধাক্কায় এক ব্যাটারিচালিত রিকশাচালকের মৃত্যু হয়েছে। তাঁর নাম রাজীব হাওলাদার (৩৫)। এ ছাড়া গতকাল রাতে রাজধানীর বেইলি রোডে গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক যুবক (২৫) মারা গেছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
এদিকে সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে লালমাই উপজেলার সৈয়দপুর এলাকায় দলীয় সভা থেকে ফেরার পথে বাসের চাপায় জসীম উদ্দিন (৫০) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন।
পটুয়াখালীর দশমিনার পশ্চিম লক্ষ্মীপুরে শুক্রবার দুপুরে ট্রলি ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক গৃহবধূসহ দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন গৃহবধূ তানজিলা বেগম (৩০) ও ট্রলিচালক রাকিব হোসেন (৩০)। তানজিলা উপজেলা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়াডের্র মধ্য আরজবেগী গ্রামের জিয়ার হোসেন হাওলাদারের স্ত্রী। ট্রলিচালক রাকিব হোসেন ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মন্নান খানের ছেলে।
ঢাকা-পাবনা মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা গ্রামে বৃহস্পতিবার রাতে বাসচাপায় অটোভ্যানের চালক রনি ইসলাম (৩৫) ও যাত্রী ফারুক হোসেন (৩০) নিহত হয়েছেন। ভ্যানটি সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে উল্লাপাড়ায় আসছিল। বাসটি পাবনা থেকে যাচ্ছিল কক্সবাজার। শুক্রবার সকালে কোচের চালককে আটক করে পুলিশ।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাইখির বনচাকী নামক স্থানে শুক্রবার ইটভর্তি ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন। নিহত হামীম মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চরজাংলিয়া গ্রামের মো.
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভটভটিতে হাটে গরু বিক্রি করতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গরুর মালিক হাবিবুর রহমান (৩৮) নিহত, চালকসহ দু’জন আহত হয়েছেন। দুর্ঘটনায় ছয়টি গরু গুরুতর জখম হয়েছে। শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলার ফতেপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। হাবিবুরের বাড়ি আড়গাড়াহাট বিনোদনগর গ্রামে।
মাগুরার মহম্মদপুর উপজেলার নোহাটা ইউনিয়নের চাকুলিয়া গ্রামে শুক্রবার সকালে নিজ বাড়ির পাশে ইঞ্জিনচালিত নছিমনের ধাক্কায় বাইসাইকেলচালক তোবারেক মোল্লা (৪৮) নিহত হয়েছেন।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে শুক্রবার সকালে ট্রাকচাপায় সোহাগ (২৫) নামে এক পথচারী নিহত ও চারজন আহত হয়েছেন। সোহাগ বানিয়াজুরী গ্রামের জয়নাল মিয়ার ছেলে। সকালে আরিচাগামী ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডিমভর্তি ভ্যানগাড়িকে ধাক্কা দিলে কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ-শেরপুর সড়কে গাড়িচাপায় রফিকুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তারাকান্দা উপজেলার বটতলায় এ দুর্ঘটনা ঘটে। রফিকুল শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া গ্রামের জমর উদ্দিনের ছেলে।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সমকাল প্রতিবেদক এবং সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি)
উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন দ র ঘটন উপজ ল র ব দ র ঘটন এল ক য় ইসল ম বগঞ জ
এছাড়াও পড়ুন:
শত্রুতার জেরে সাত গরুকে বিষ প্রয়োগের অভিযোগ, মারা গেছে ৩টি
গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তিনটি গরু হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরো চারটি গরু অসুস্থ হয়ে পড়েছে। ফলে দুই কৃষক পরিবারের অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। গত শনিবার (১ নভেম্বর) মধ্যরাতে সদর উপজেলার সিংগারকুল পূর্বপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
জেলা প্রাণিসম্পদ বিভাগ ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কীভাবে গরুগুলো মারা গেছে তা খতিয়ে দেখতে নমুনা সংগ্রহ করেছে প্রাণিসম্পদ বিভাগ। পুলিশ বলছে, তারা তদন্ত করে ব্যবস্থা নেবে।
আরো পড়ুন:
নামাজরত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ৩ পুলিশ আহত
গাইবান্ধায় ৩ জনকে পিটিয়ে হত্যা: মামলা দায়ের
এলাকাসাসী জানান, সিংগারকুল পূর্বপাড়া গ্রামের দুই ভাই মো. রাসুল গাজী ও হাসিব গাজী কৃষি কাজ করে সংসার চালান। তারা খামার করে কয়েকটি গরু লালন-পালন করছেন। শনিবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে গরুর গোঙানির শব্দ শুনে পাশের বাড়ির এক আত্মীয় ছুটে গিয়ে ঘুম থেকে ডেকে তোলেন দুই ভাইকে। তারা স্থানীয় পশু চিকিৎসককে খবর দেন। সকাল হওয়ার আগেই তিনটি গরু মারা যায়। একই গোয়াল ঘরে থাকা একটি বড় ষাঁড়, একটি বাছুর ও অপর গোয়ালে থাকা দুটি ষাঁড় এখনো অসুস্থ।
ক্ষতিগ্রস্থ কৃষক মো. রাসুল গাজী জানান, শত্রুতা করেই খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাদের গরুগুলোকে হত্যা করা হয়েছে। রাতেই টের পেয়ে চিকিৎসার ব্যবস্থা করলেও বাঁচানো যায়নি গরুগুলো। দুই ভাইয়ের আরো চারটি গরু অসুস্থ রয়েছে। এতে তাদের অন্তত ৫-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি জানান, এ ঘটনায় সদর থানায় অভিযোগ দেওয়া হয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
কারা তাদের গরু হত্যা করেছেন এ বিষয়ে জানতে চাইলে রাসুল গাজী বলেন, “ঘর থেকে বের হয়ে কয়েকজনকে দৌঁড়ে যেতে দেখেছি। তাদের চেহারা দেখতে পারিনি। ফলে কাউকে চিনতে পারিনি।”
ক্ষতিগ্রস্ত কৃষক হাসিব গাজী বলেন, “কারো সঙ্গে আমাদের শত্রুতা থাকতেই পারে। এই অবলা পশুগুলো কার কী ক্ষতি করেছে। কোন অপরাধে এদের হত্যা করা হলো। আমরা সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
এলাকাবাসী মো. ইমদাদ শেখ বলেন, “গত শনিবার রাতে বৃষ্টি হয়। এই সুযোগে গরুগুলোকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।”
গোপালগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সর্দার বলেন, “সিংগারকুল পূর্বপাড়া গ্রামে কয়েকটি গরুকে বিষ খাওয়ানো হয় এমন খবর পেয়ে সকালে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ঘটনাস্থলে যান। তিনি অসুস্থ গরুগুলোকে চিকিৎসা দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পয়জনজনিত কারণেই গরুগুলো মারা গেছে। মারা যাওয়া গরুর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই গরু তিনটির মৃত্যুর আসল কারণ জানা যাবে।”
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, “আমি ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে তদন্ত শুরু করি। মারা যাওয়া গোরুগুলোর নমুনা সংগ্রহ ঢাকায় পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/বাদল/মাসুদ