বগুড়ায় অটোভ্যানকে ট্রাকচাপা, প্রাণ গেল ৫ জনের
Published: 22nd, February 2025 GMT
বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় পাঁচজন, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় দু’জন এবং পটুয়াখালীর দশমিনায় ট্রলি-অটোরিকশা সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। কুমিল্লার লালমাই, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, ফরিদপুরের বোয়ালমারী, মানিকগঞ্জের ঘিওর, ময়মনসিংহের ফুলবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও মাগুরার মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে সাতজনের। রাজধানীতে পৃথক দুর্ঘটনায় হাতিরঝিলে এক স্কুলছাত্র, গুলিস্তান এলাকায় বঙ্গভবনের সামনে এক অটোচালক ও বেইলি রোডে অজ্ঞাত একজন মারা গেছেন।
বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৯টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কের মেইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শাখা সড়ক থেকে মূল সড়কে ওঠার সময় ভ্যানের এক্সেল ভেঙে যায়। এ সময় নওগাঁ থেকে বগুড়াগামী গরুবাহী একটি দ্রুতগামী ট্রাক ভ্যানকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন– দুপচাঁচিয়া উপজেলার বানিয়াদিঘী গ্রামের মোজাহার (৬০) ও সাফিকুল ইসলাম (৪৫), আদমদীঘি উপজেলার বড় আকিড়া এলাকার শহিদুল ইসলাম (৬০), দুপচাঁচিয়ার মাঝিপাড়া গ্রামের মেজবাহ (৩২) ও ডিপুইল গ্রামের অটোরিকশাচালক ময়েন সরদার (৫৫)।
রাজধানীর হাতিরঝিল এলাকায় শুক্রবার বিকেলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুলছাত্র মারা গেছে। তার নাম রাইয়ান জাবির (১৬)। রাইয়ান বনশ্রী মডেল হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। বিকেলে গুলিস্তান এলাকায় বঙ্গভবনের সামনের সড়কে বাসের ধাক্কায় এক ব্যাটারিচালিত রিকশাচালকের মৃত্যু হয়েছে। তাঁর নাম রাজীব হাওলাদার (৩৫)। এ ছাড়া গতকাল রাতে রাজধানীর বেইলি রোডে গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক যুবক (২৫) মারা গেছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
এদিকে সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে লালমাই উপজেলার সৈয়দপুর এলাকায় দলীয় সভা থেকে ফেরার পথে বাসের চাপায় জসীম উদ্দিন (৫০) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন।
পটুয়াখালীর দশমিনার পশ্চিম লক্ষ্মীপুরে শুক্রবার দুপুরে ট্রলি ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক গৃহবধূসহ দু’জন নিহত হয়েছেন। নিহতরা হলেন গৃহবধূ তানজিলা বেগম (৩০) ও ট্রলিচালক রাকিব হোসেন (৩০)। তানজিলা উপজেলা সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়াডের্র মধ্য আরজবেগী গ্রামের জিয়ার হোসেন হাওলাদারের স্ত্রী। ট্রলিচালক রাকিব হোসেন ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মন্নান খানের ছেলে।
ঢাকা-পাবনা মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চালা গ্রামে বৃহস্পতিবার রাতে বাসচাপায় অটোভ্যানের চালক রনি ইসলাম (৩৫) ও যাত্রী ফারুক হোসেন (৩০) নিহত হয়েছেন। ভ্যানটি সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে উল্লাপাড়ায় আসছিল। বাসটি পাবনা থেকে যাচ্ছিল কক্সবাজার। শুক্রবার সকালে কোচের চালককে আটক করে পুলিশ।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বাইখির বনচাকী নামক স্থানে শুক্রবার ইটভর্তি ট্রলি উল্টে চালক নিহত হয়েছেন। নিহত হামীম মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চরজাংলিয়া গ্রামের মো.
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভটভটিতে হাটে গরু বিক্রি করতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গরুর মালিক হাবিবুর রহমান (৩৮) নিহত, চালকসহ দু’জন আহত হয়েছেন। দুর্ঘটনায় ছয়টি গরু গুরুতর জখম হয়েছে। শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলার ফতেপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। হাবিবুরের বাড়ি আড়গাড়াহাট বিনোদনগর গ্রামে।
মাগুরার মহম্মদপুর উপজেলার নোহাটা ইউনিয়নের চাকুলিয়া গ্রামে শুক্রবার সকালে নিজ বাড়ির পাশে ইঞ্জিনচালিত নছিমনের ধাক্কায় বাইসাইকেলচালক তোবারেক মোল্লা (৪৮) নিহত হয়েছেন।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে শুক্রবার সকালে ট্রাকচাপায় সোহাগ (২৫) নামে এক পথচারী নিহত ও চারজন আহত হয়েছেন। সোহাগ বানিয়াজুরী গ্রামের জয়নাল মিয়ার ছেলে। সকালে আরিচাগামী ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ডিমভর্তি ভ্যানগাড়িকে ধাক্কা দিলে কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ-শেরপুর সড়কে গাড়িচাপায় রফিকুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তারাকান্দা উপজেলার বটতলায় এ দুর্ঘটনা ঘটে। রফিকুল শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া গ্রামের জমর উদ্দিনের ছেলে।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সমকাল প্রতিবেদক এবং সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি)
উৎস: Samakal
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন দ র ঘটন উপজ ল র ব দ র ঘটন এল ক য় ইসল ম বগঞ জ
এছাড়াও পড়ুন:
মাঝরাতে সরকারি কর্মকাণ্ড কতটা স্বাভাবিক
বর্তমান অন্তর্বর্তী সরকারের রাতের কর্মকাণ্ড নিয়ে বোধকরি একটা মহাকাব্য লিখে ফেলা সম্ভব। তাঁরা যেভাবে গভীর কিংবা শেষ রাতে নানা সিদ্ধান্ত নিচ্ছেন, ফেসবুকে বার্তা দিচ্ছেন; তাতে তো মনে হচ্ছে সরকারের কর্তা-ব্যক্তিরা দিনে কাজ না করে রাতেই মনে হয় বেশি কাজ করেন! কয়েকটা উদাহরণ বরং দেওয়া যাক।
মাস কয়েক আগে যখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক ভাবে খারাপ হয়ে গেল, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী রাত তিনটার সময় সংবাদ সম্মেলন ডাকলেন! বাংলাদেশের ইতিহাসে রাত তিনটার সময় আর কোনো মন্ত্রী এ ধরনের সম্মেলনের আয়োজন করেছেন কি না, আমার অন্তত জানা নেই। আমরা সবাই ভাবলাম, তিনি হয়তো বড় কোনো ঘোষণা দেবেন। এরপর কী দেখলাম?
তিনি খুব সাধারণভাবে বললেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সরকার নিজেদের উদ্যোগকে কঠিন ও শক্তিশালী করার চেষ্টা করবে।
সপ্তাহখানেক আগে হঠাৎ আকাশ থেকে একটি যুদ্ধবিমান ঢাকা শহরের উত্তরার মাইলস্টোন স্কুল বিল্ডিংয়ে ভেঙে পড়ল। আগুনে দগ্ধ শিশুরা ধ্বংসস্তূপের নিচ থেকে নিজেরা উঠে এসে হাঁটছে; এমন দৃশ্যও আমাদের দেখতে হয়েছে। যে দৃশ্য দেখলে যে কেউ হয়তো ট্রমায় চলে যাবে। ওই স্কুলের এইচএসসি পরীক্ষার্থীরা হয়তো সরাসরি সেই দৃশ্য দেখেছে। খুব স্বাভাবিকভাবেই চলতে থাকে—এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া সময়ের দাবি ছিল। এ সিদ্ধান্ত সরকার দিনের বেলাতেই নিতে পারত। অথচ আমরা কী দেখলাম?
সরকারের পক্ষ থেকে রাত তিনটার দিকে ফেসবুকে এসে ঘোষণা করা হলো, পরের দিনের এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছে।
যখনই আপনি সরকারের অস্বাভাবিক আচরণ নিয়ে প্রশ্ন করবেন কিংবা আপনার মনে এই প্রশ্ন জাগবে; তখনই কিন্তু রাষ্ট্র ভালো আছে কি না; সেই প্রশ্নও সামনে আসবে।দিন দু-এক আগে এ সরকারকেই যাঁরা চাকরি দিয়েছেন, এ কথা বলছি কারণ, সরকারের প্রধান উপদেষ্টা নিজেই বলেছিলেন, ‘ছাত্ররা আমার নিয়োগকর্তা’—সেই ছাত্রদের সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা গভীর রাতে ফেসবুক এসে লাইভ করেন প্রায় আড়াই ঘণ্টা।
এই আড়াই ঘণ্টার লাইভে মূল যে বক্তব্য তিনি তুলে ধরেছেন, সারমর্ম করলে দাঁড়ায়: বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম মানি মেকিং মেশিনে পরিণত হয়েছে এবং অনেকেই এর সঙ্গে জড়িত। তিনি এটাও বলেছেন, এই সংগঠনের সব সিদ্ধান্ত হেয়ার রোড থেকে আসে। অর্থাৎ উপদেষ্টারা যেখানে থাকেন।
এদিকে সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপদেষ্টা মাহফুজ আলম একটা ফেসবুক পোস্ট করেছেন। যদিও ফেসবুক স্ট্যাটাসটি তিনি বেশ কয়েকবার এডিট করেছেন। তবে প্রথমে যা লিখেছেন, সেটা হচ্ছে, নতুন একটি দলের মহারথীদের কয়েকজন দুর্নীতিতে জড়িত। এ ছাড়া তিনি এটাও বলেছেন, একটা সার্কেলের সবাই দুর্নীতিগ্রস্ত!
এখন প্রশ্ন হচ্ছে, তাহলে তাঁদের কেন প্রশ্রয় দেওয়া হলো? আপনারা যদি জানেনই কিছু মানুষ দুর্নীতিগ্রস্ত। তাহলে সরকারের অংশ হিসেবে আপনাদের তো দায়িত্ব তাঁদের আইনের আওতায় আনা। সেটা না করে ফেসবুকে পোস্ট করতে হচ্ছে কেন? তা–ও আবার রাত তিনটায়!
এই সরকার কি মাঝরাতের ফেসবুকীয় সরকারে পরিণত হয়েছে? পরীক্ষা পেছানোর মতো সিদ্ধান্ত যখন মাঝরাতে নিতে হয়, সংবাদ সম্মেলন যখন রাত তিনটায় করতে হয়, তখন তো প্রশ্ন জাগতেই পারে। কারণ এটা তো স্বাভাবিক কোনো বিষয় নয়।
যখনই আপনি সরকারের অস্বাভাবিক আচরণ নিয়ে প্রশ্ন করবেন কিংবা আপনার মনে এই প্রশ্ন জাগবে; তখনই কিন্তু রাষ্ট্র ভালো আছে কি না; সেই প্রশ্নও সামনে আসবে।
রাষ্ট্র যদি ভালো না থাকে তবে তার মাত্রা কতটুকু, সেটা নির্ণয় এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া এখন জরুরি হয়ে পড়েছে।
আমিনুল ইসলাম প্রভাষক, এস্তোনিয়ান এন্ট্রাপ্রেনিউরশিপ ইউনিভার্সিটি
[email protected]