মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ২০২৪-২০২৫ অর্থ বছরে সংখ্যালঘু সম্প্রদায়, তফসিলী (হিন্দু)/বৌদ্ধ/খ্রীষ্টান/সশস্ত্র বাহিনী/দৃষ্টি প্রতিবন্ধী/প্রতিবন্ধী (দৃষ্টি ও অটিষ্টিক ব্যতীত)/অটিষ্টিক/উপজাতীয় (ক্ষুদ্র-নৃগোষ্ঠী) শিক্ষার্থীদেরকে উপবৃত্তি দেবে। বৃত্তি পেতে আগ্রহী শিক্ষার্থীদের আবেদন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে ফরম সংগ্রহ করে ফরম নির্ভুলভাবে পূরণ করে প্রয়োজনীয় প্রমাণক কাগজপত্র/তথ্যাদিসহ নিজ নিজ প্রতিষ্ঠানে জমা দিতে হবে শিক্ষার্থীদের।

৬ষ্ঠ হতে ১০ম শ্রেণিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের প্রাপ্ত আবেদনপত্র ঢাকা (মিরপুর)/চট্টগ্রাম/কুমিল্লা/বরিশাল/ময়মনসিংহ/রাজশাহী/খুলনা/রংপুর/সিলেটে অবস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট আঞ্চলিক উপপরিচালকের (মাধ্যমিক) কার্যালয়ে এবং একাদশ হতে স্নাতকোত্তর শ্রেণিতে পড়াশোনা করা শিক্ষার্থীদের আবেদনপত্র বর্ণিত আঞ্চলিক পরিচালকের কার্যালয়ে অগ্রায়ণ/প্রেরণ করার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের বলা হয়েছে।

ঢাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কার্যালয়ে এ সংক্রান্ত কোন আবেদন গ্রহণ করা হয় না। তাই শিক্ষার্থী কিংবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আবেদনপত্র এ কার্যালয়ে দাখিল/প্রেরণ করা হলে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে।

আরও পড়ুনরোমানিয়ায় বৃত্তি নিয়ে পড়াশোনা, সুযোগ-সুবিধা ও আবেদনের পদ্ধতি জেনে নিন১৮ ফেব্রুয়ারি ২০২৫

নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ‘ফরম নং-১’ এবং কলেজ ও বিশ্ববিদ্যালসমূহে একাদশ হতে স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ‘ফরম নং-২’ পূরণ করে আঞ্চলিক উপপরিচালক/পরিচালক (ঢাকা, মিরপুর/চট্টগ্রাম/কুমিল্লা/বরিশাল/ময়মনসিংহ/রাজশাহী/খুলনা/রংপুর ও সিলেট)-এর কার্যালয়ে প্রতিষ্ঠান প্রধানেরা আবেদনপত্র অগ্রায়ণ করবেন। বিস্তারিত তথ৵ জানতে ওয়েবসাইট

আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ

*শিক্ষার্থী কর্তৃক প্রতিষ্ঠানের কাছে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ: ১৭/০৩/২০২৫।

*প্রতিষ্ঠান কর্তৃক আবেদনপত্র সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে অগ্রায়ণের শেষ তারিখ: ২৪/০৩/২০২৫।

আরও পড়ুনহার্ভার্ডে বৃত্তি নিয়ে এমবিএ’র সুযোগ বাংলাদেশিদের ১৭ ফেব্রুয়ারি ২০২৫আরও পড়ুনউচ্চশিক্ষায় বিদেশে যেতে প্রস্তুতি কেমন, জেনে নিন ধাপগুলো১৪ এপ্রিল ২০২৪.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মাহিদুল-মজিদের সেঞ্চুরির দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ

প্রথম দিনের ব্যাটিং ধারাবাহিকতা ধরে রেখে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে সেঞ্চুরি তুলে নিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন ও আব্দুল মজিদ। তাদের দুজনের সেঞ্চুরি পাওয়ার দিনে ৮ রানের আক্ষেপে পুড়েছেন মুমিনুল হক।

রোববার (০২ নভেম্বর) কক্সবাজারের মূল মাঠে চট্টগ্রাম বিভাগের ব্যাটসম্যান মুমিনুল নামের পাশে ৮৪ রান নিয়ে খেলতে নেমেছিলেন। কিন্তু ৮ রান যোগ করে সাজঘরে ফেরেন তিনি। ৯২ রানে তাকে বোল্ড করেন বরিশাল বিভাগের পেসার রুয়েল মিয়া। গতকাল প্রথম দিন ৪ উইকেটে ২৬০ রান তুলেছিল চট্টগ্রাম। আজ ৬ উইকেট হারিয়ে ৯৮ রান যোগ করতে পারে তারা। মুমিনুল ফেরার পর নাঈম হাসান ৩৫, হাসান মুরাদ ২৮ রান করেন। বরিশাল বিভাগের হয়ে বল হাতে অধিনায়ক তানভীর ইসলাম ৫৬ রানে ৪ উইকেট নেন। ২টি করে উইকেট পেয়েছেন রুয়েল ও মঈন খান। জবাব দিতে নেমে ২ উইকেটে ১১৫ রান তুলে দিন শেষ করেছে বরিশাল। সালমান হোসেন ইমন ৪৭ ও জাহিদুজ্জামান খান ১৩ রানে অপরাজিত আছেন।

আরো পড়ুন:

স্বীকৃতির ১০ বছর পর জাতীয় ক্রিকেট লিগে ময়মনসিংহ

এনসিএল টি-টোয়েন্টিতে কে কোন পুরস্কার পেলেন

পাশের একাডেমি মাঠেই রংপুরের বিপক্ষে রানের পাহাড় গড়েছে ময়মনসিংহ। নাঈম ও মাহফিজুল প্রথম দিন সেঞ্চুরি পেয়েছিলেন। আজ মজিদ তুলে নেন সেঞ্চুরি। ৮ রানে দিন শুরু করে ১১৯ রানে অপরাজিত থাকেন ডানহাতি ব্যাটসম্যান। ১৮৬ বলে ১০ চার ও ৩ ছক্কায় মজিদ সাজান ইনিংসটি। এছাড়া শুভাগত হোম ৬৫ ও আবু হায়দার রনি ৬০ রান করেন। ৩৪ বলে ২ চার ও ৫ ছক্কায় ঝড় তোলেন রনি। জবাব দিতে নেমে রংপুরের শুরুটা ভালো হয়নি। ২ উইকেট হারিয়ে তাদের রান ১৮। এখনও তারা ৫৩৭ রানে পিছিয়ে।

ঢাকায় মিপুর শের-ই-বাংলায় খুলনার বিপক্ষে প্রথম ইনিংসে লিড পেয়েছে রাজশাহী বিভাগ। খুলনার করা ১২১ রানের জবাবে রাজশাহী তোলে ২৬৮ রান। পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন শেষে ১ উইকেটে ৬৮ রান তুলেছে খুলনা। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেন শাকির হোসেন শুভ্র। ১৭২ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৮৯ রান করেন তিনি। এছাড়া ৪৭ রান করেন প্রীতম কুমার। দ্বিতীয় ইনিংসেও রান পাননি খুলনার ওপেনার সৌম্য সরকার। নাহিদ রানার বলে আউট হওয়ার আগে ১০ রান করেন তিনি। এনামুল ২৭ ও অমিত ১৫ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

সিলেটে সেঞ্চুরি করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। আগের দিনই ধৈর্য দেখিয়েছিলেন মাহিদুল। আজ ইনিংসটিকে সেঞ্চুরিতে রূপ দেন। ১২২ রান করেন তিনি। তার সেঞ্চুরির ওপর ভর করে সিলেটের বিপক্ষে ৩১০ রান করে ঢাকা বিভাগ। মাহিদুলকে সঙ্গ দিয়ে আটে নাসা সুমন খান ৭৪ রান করেন। সিলেটের হয়ে বল হাতে ৩টি করে উইকেট নেন ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। জবাব দিতে নেমে বিনা উইকেটে ৩৩ রান তুলে দিন শেষ করে স্বাগতিকেরা। সৈকত আলী ১৮ ও জাকির হাসান ১৫ রানে অপরাজিত আছেন।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • রপ্তানি উন্নয়ন ব্যুরোতে হঠাৎ দুদকের অভিযান
  • সিভিতে অতিরিক্ত এআই ব্যবহার করছেন, সাবধান...
  • যশোরে জিআই পণ্য খেজুর গুড় তৈরির রস সংগ্রহে গাছ প্রস্তুতির উদ্বোধন
  • মাহিদুল-মজিদের সেঞ্চুরির দিনে মুমিনুলের ৮ রানের আক্ষেপ
  • বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে গবেষণা পুরস্কার এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের আবেদন করুন
  • নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, পদসংখ্যা ২৭
  • পিআইবিতে ৩য় থেকে ২০তম গ্রেডে নিয়োগ, পদসংখ্যা ৩৮
  • ১০০ কোটি টাকার পাচারের অভিযোগ, জাহাঙ্গীরের নামে মামলা
  • গেজেট থেকে নাম প্রত্যাহারের আবেদন জুলাইযোদ্ধার
  • উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৯ম ও ১০ম গ্রেডে নিয়োগ, পদ ৩২টি