বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফরিদ হত্যা, ১৮১ জনের বিরুদ্ধে মামলা
Published: 22nd, February 2025 GMT
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ীতে গুলি করে ফরিদ আহম্মেদ ছৈয়াল হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল,শামীম ওসমান,নজরুল ইসলাম বাবু, কাউছার আহম্মেদ পলাশ সহ ১৮১ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
নিহতের বাবা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। আদালত যাত্রাবাড়ী থানা পুলিশ কে মামলাটি এজাহারভুক্ত করার নির্দেশ প্রদান করেন।
জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বেলা সাড়ে ১১ টার দিকে মিছিল নিয়ে সাইনবোর্ড থেকে গণভবনে যাওয়ার সময় যাত্রাবাড়ী মোড়ে পৌছালে মিছিলের ওপর গুলিবর্ষণ করে আসামীরা। এসময় গুলিবিদ্ধ হয় মিছিল অংশ নেওয়া ফরিদ আহম্মেদ ছৈয়াল। তাকে সহোযোগিরা গুলিবিদ্ধবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরদিন ৬ আগস্ট রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেন।
এ ঘটনায় নিহতের বাবা শাহআলম ছৈয়াল বাদী হয়ে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, ডিবি প্রধান হারুন, বনজ কুমার, শ্রমিকলীগ নেতা কাউছার আহম্মেদ পলাশ, আওয়ামী লীগ ক্যাডার আক্তার, সুমন, রাজ্জাক, রহিম বাদশা, পুরি আনোয়ার সহ ১৮১ জনের নাম উল্লেখ্য মামলাটি দায়ের করেন।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: শ ম ম ওসম ন ন র য়ণগঞ জ আহম ম দ
এছাড়াও পড়ুন:
ইরান পারমাণবিক স্থাপনাগুলো আরো শক্তিশালী করে পুনর্নির্মাণ করবে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান তার পারমাণবিক স্থাপনাগুলোকে ‘আরো শক্তিশালী করে’ পুনর্নির্মাণ করবে। রবিবার সরকারি সংবাদমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, তার দেশ পারমাণবিক অস্ত্রের সন্ধান করছে না।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেছিলেন, জুন মাসে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছিল সেগুলো পুনরায় চালু করার চেষ্টা করলে তেহরান ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে হামলার নির্দেশ দেবেন।
ইরানের প্রেসিডেন্ট রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, “ভবন ও কারখানা ধ্বংস আমাদের জন্য কোনো সমস্যা তৈরি করবে না, আমরা আরো শক্তির সাথে পুনর্নির্মাণ করব।”
জুনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল। ওই সময় ওয়াশিংটন বলেছিল, স্থাপনাগুলো পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্যেএকটি কর্মসূচির অংশ ছিল। তবে তেহরান জানিয়েছিল, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে বেসামরিক উদ্দেশ্যে।
ইরানের পারমাণবিক কার্যক্রমের প্রসঙ্গে পেজেশকিয়ান বলেছেন, “এগুলো জনগণের সমস্যা সমাধানের জন্য, রোগের জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য।”
ঢাকা/শাহেদ