নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আত্মীয়দের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির কন্যা লামিয়া চৌধুরী। গতকাল শনিবার দুপুরে সোনারগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় লামিয়া চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করেন। সেই লাইভে লামিয়ার গাড়ি ভাঙচুর করতে দেখা যায়। ভিডিওতে লামিয়া বলছিলেন, তার পা ভেঙে ফেলা হয়েছে। তিনি হাঁটতে পারছেন না। তাঁর গাড়িও ভাঙা হয়েছে।

তবে লামিয়ার প্রয়াত ছোট মামার স্ত্রী লায়লা লুৎফুন্নাহার প্রীতি পাল্টা অভিযোগ করেছেন। তাঁর দাবি, জমিসংক্রান্ত বিষয়ে বিচারে লোকজন নিয়ে এসে তাঁর (প্রীতি) ওপর হামলা চালিয়েছেন লামিয়া। স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, চিত্রনায়িকা দিতির পাঁচ ভাই ও তিন বোন। তাঁর ৪ নম্বর ভাই লামিয়ার মামা টিপু সুলতান প্রায় ৯ বছর আগে মারা গেছেন। তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে লামিয়াদের জমিসংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান।

নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার দিতি–সোহেল চৌধুরীর মেয়ে লামিয়াছেলে দীপ্ত ও মেয়ে লামিয়ার সঙ্গে দিতি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জে বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন

জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জের আয়োজনে বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতা ও প্রশিক্ষণ ২০২৪-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকালে ওসমানী পৌর স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। 

ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া অফিসার,(অঃদাঃ) নারায়ণগঞ্জের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার, নারায়ণগঞ্জ, অতিরিক্ত  জেলা প্রশাসক (সার্বিক), মো. আলমগীর হুসাইন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাজমুন্নাহার, গবেষনা কর্মকর্তা জেলা শিক্ষা অফিস, নারায়ণগঞ্জ । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ক্রীড়াবিদ ও স্কুলের শিক্ষকবৃন্দরা।  

সভাপতি প্রশিক্ষণের উদ্বোধন ঘোষনা করেন। এসময় ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৮০ জন ফুটবল খেলোয়াড়দের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী জানান,  বাছাইকৃত ৩০ জন খেলোয়াড়কে  ১১ দিন ব্যাপী চলমান ২১ টি সেশনে প্রশিক্ষণ সম্পন্ন করা হবে। অনুষ্ঠানের অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন এবং সবার সফলতা কামনা করেন। 
 

সম্পর্কিত নিবন্ধ

  • মে দিবসের শ্রমিক সমাবেশে মহানগর শ্রমিকদলের শোডাউন
  •  মে দিবসে শ্রমিক জাগরণ মঞ্চ’র শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত 
  • ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় হবে : হাফিজুর 
  • রূপগঞ্জে টেক্সটাইল কারখানায় গ্যাসের মিটার বিস্ফোরণে চারজন দগ্ধ
  • নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩
  • নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস চালু হচ্ছে ১০ মাস পর
  • অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে, দুই বন্ধু নিহত
  • আজমির ওসমান বাহিনীর অন্যতম ক্যাডার মাসুম প্রকাশ্যে. আতঙ্ক
  • মে দিবসের সমাবেশকে সফল করতে মহানগর বিএনপির মতবিনিময় সভা 
  • নারায়ণগঞ্জে বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন