সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা
Published: 23rd, February 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা ইউনিটের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের নাসিক ২নং ওয়ার্ডের সানারপাড় রহিম মার্কেট এলাকাস্থ ফাইভওয়ে চাইনিজ রেস্টুরেন্টে এ পরিচিতি সভাটি অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবক দল সিদ্ধিরগঞ্জ থানা ইউনিটের আহ্বায়ক মো.                
      
				
বিশেষ অতিথি ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, মো. আক্তার হোসেন, মো. শাহীন আহমেদ, মাহাদী হাসান মিঠুন, সদস্য আনিসুল হক বাবু, আক্তার হোসেন টুটুল, মো. ইসমাঈল খান ও মো. হাসানুজ্জামান লিমন (সহ-দপ্তর) ।
এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল সিদ্ধিরগঞ্জ থানা ইউনিটের যুগ্ম আহ্বায়ক আহম্মেদ হুমায়ুন কবির, নুরুল ইসলাম, আব্দুল্লাহ আল হোসেন (সুহিন), লুৎফর রহমান রাসেল, আশরাফুল ইসলাম, মো. শহীদুল্লাহ প্রধান সেলিম, মো. মনোয়ার বিন রশিদ (কর্ণেল অব.), সদস্য রবিউল ইসলাম বাবু (দপ্তরের দায়িত্বে), মো. আল আমিন, জাহিদুল ইসলাম, আল আমিন শেখ, মো. ইব্রাহিম খলিল, মো. মিজান, মো. ইউসুফ মোল্লা স্বপন, খাজা মহিউদ্দিন হিরা, মো. মিরাজ, মো. মনির হোসেন, মো. রিয়াজ উদ্দিন, মো. জাহিদুল ইসলাম রনি, সোহাগ মিয়া, মো. সফিকুল ইসলাম প্রিন্স, মো. সুমন মিয়া, মো. রাজু আহম্মেদ, মো. আল আমিন জমাদ্দার, ইঞ্জি. রাসেল পাটোয়ারী ও মো. শাহ আলম।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ থ ন ল ইসল ম পর চ ত সদস য
এছাড়াও পড়ুন:
এন্ড্রু কিশোরের জন্মদিনে কনকচাঁপার আবেগভরা শ্রদ্ধা
বাংলাদেশের সংগীতের ইতিহাসে এক অনন্য নাম এন্ড্রু কিশোর। পেশাদার জীবনে তিনি কণ্ঠ দিয়েছেন ১৫ হাজারেরও বেশি গানে—এর মধ্যে অসংখ্য গান আজও কালজয়ী। এ জন্য শ্রোতারা ভালোবেসে তাঁকে ডেকেছেন ‘প্লেব্যাক–সম্রাট’ বলে। চলচ্চিত্রের গানে এন্ড্রু কিশোরের অন্যতম সহশিল্পী ছিলেন জনপ্রিয় গায়িকা কনকচাঁপা। তাঁরা জুটি বেঁধে উপহার দিয়েছেন অগণিত জনপ্রিয় গান। আজ মঙ্গলবার, কিংবদন্তি শিল্পীর জন্মদিনে ফেসবুকে এক আবেগমাখা পোস্টে তাঁকে স্মরণ করেছেন কনকচাঁপা।
কনকচাঁপা লিখেছেন, ‘শুভ জন্মদিন, হে তরল সোনা মাখানো কণ্ঠের রাজা এন্ড্রু কিশোর দাদা! আমরা গর্বিত, আমাদের এন্ড্রু কিশোর আছেন! আছেন বলছি, কারণ তিনি এখনো আমাদের জীবনের অংশ—আরও বেশি আপন ও প্রয়োজনীয়।’ ফেসবুক পোস্টে কনকচাঁপা আরও লেখেন, ‘একজন এন্ড্রু কিশোর—একটি কণ্ঠ, একটি গলিত সোনার নদী। সিনেমা হলে তাঁর গান বাজলেই পুরো হল ভরে যেত আবেগে। তাঁর কণ্ঠে ছিল জাদু—যা মানুষকে ভাসাতে, কাঁদাতে, ভালোবাসতে শেখাত। যখন গাইতেন “ডাক দিয়াছে দয়াল আমারে”, তখন মনে হতো—এই পৃথিবীর প্রতি আমাদের অভিমান যেন একসঙ্গে ঝরে পড়ছে। আর যখন গাইতেন “তুমি আমার জীবন”, তখন প্রতিটি মানুষ ভাবত, এভাবেই তো প্রিয়াকে বলতে চেয়েছি আমি!’
এন্ড্রু কিশোর ও কনকচাঁপা